গত পর্বে আমি নয়টি দিবসের কথা লিখেছিলাম। আজ বাকি এগারোটি দিবসের নাম দিচ্ছি। যদিও সবগুলো দিবস সম্পর্কে আমার ততোটা ধারণা নেই। তাই অতোটা বিশ্লেষণও করা সম্ভব হচ্ছেনা। তাছাড়া আমার এই লেখাটি সিরিয়াসধর্মী হিসেবে চিহ্নিত করতে চাইনা। আসলে আমার পোষ্টের মূল ফোকাস হচ্ছে ভ্যালেন্টাইনস ডে নিয়ে। যাক সবগুলো দিবসের নাম এবং তারিখসহ তুলে ধরছি।
১০) Propose Day – ৮ ফেব্রুয়ারি পালন করা হয় এই দিবস। এটি ভালোবাসা দিবসেরই অন্তর্গত।
১১) Darwin Day – ১২ ফেব্রুয়ারি তারিখে বিবর্তনবাদের জনক বিজ্ঞানী চার্লস ডারউইনের জন্মদিন উপলক্ষে এই দিবস পালন শুরু হয় ১৯৯৩ সাল থেকে।
১২) World Radio Day – ১৯৪৬ সালের ১৩ ফেব্রুয়ারি তারিখে জাতিসংঘ রেডিও জন্মলাভ করেছিলো। আর ২০১২ সালে সর্বপ্রথম বিশ্বব্যাপী রেডিও দিবস পালন করা শুরু হয়।
১৩) Valentine’s Day – ১৪ ফেব্রুয়ারি এই দিবস নিয়ে কি আর বলবো!
১৪) World Day of Social Justice – ২০ ফেব্রুয়ারি এ দিবস পালিত হয়। এ সম্পর্কে লিখতে গেলে আকার বিশাল হয়ে যাবে। আগেও বলেছি, সিরিয়াসধর্মী পোষ্ট নয় এটি।
১৫) Washington’s Birthday – ফেব্রুয়ারি মাসের তৃতীয় সোমবার যুক্তরাষ্টে এই দিবস পালিত হয়। এ বছর তৃতীয় সোমবার হলো ২০ তারিখে।
১৬) International Mother Language Day -১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারি তারিখে আমাদের বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কতোটা গর্বের দিন আমাদের জন্য! অন্যদিকে যন্ত্রণাও, আমরা নিজেরাই এই দিবসের মর্যাদা দিতে পারিনা।
১৭) ‘একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি!’ ১৯৫২ সালে বাংলাভাষাকে আমাদের মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ভাইয়েরা তাঁদের নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। কতো নামে চিহ্নিত করা যে হয়েছে এই দিবসকে। ভাষা দিবস, শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
১৮) Thinking Day – ২২ ফেব্রুয়ারি থিঙ্কিং ডে। মূলত এটি গার্লস গাইড বা গার্লস স্কাউটদের অর্গানাইজেশন দ্বারা প্রতিষ্ঠিত দিবস।
১৯) World NGO Day – ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি তারিখে এই দিবস আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা পায়।
২০) National Science Day – প্রখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামনের ‘রামন এফেক্ট’-এর আবিষ্কারের সম্মানে ২৮ ফেব্রুয়ারি শুধুমাত্র ভারতে এ দিবস পালিন করা হয়।
২১) Rare Disease Day – ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি তারিখে এই দিবসের প্রতিষ্ঠা হয়। আসলে এ দিবসের তারিখ নির্দিষ্ট করা নয়। ফেব্রুয়ারি মাসের শেষ দিনটিতেই এই দিবস পালিত হয়ে থাকে। এ দিবসের মূল উদ্দেশ্য বিরল রোগে আক্রান্ত রোগীদের বেঁচে থাকা নিয়ে সকল এসোসিয়েশন মিলিত হয়ে আলোচনা করে।
যার জন্য এতো দিবসের কথা, সেটি হলো এ যুগের রোমিও-জুলিয়েটদের জন্য ভালোবাসার দিনক্ষণ। তাদের জন্যে সুখবর এই মাসে Rose Day(৭ ফেব্রুয়ারি), Propose Day(৮ ফেব্রুয়ারি), Chocolate Day(৯ ফেব্রুয়ারি), Teddy Day(১০ ফেব্রুয়ারি), Promise Day(১১ ফেব্রুয়ারি), আর বিশেষ Hug Day(১২ ফেব্রুয়ারি), Kiss Day(১৩ ফেব্রুয়ারি) এবং সর্বশেষে Valentines Day(১৪ ফেব্রুয়ারি) আছে। ওই যে বিভিন্ন বিজ্ঞাপন থাকে না, মাত্র পনেরো দিনে ইংরেজী/ফ্রেঞ্চ/জার্মানি/রাশিয়ান ভাষা শেখানো হয় এখানে? ঠিক একইভাবে প্রেমিক/প্রেমিকা কিভাবে পাওয়া যায়, তা এই সাতদিন নিয়মমতো মেনে চললে একেবারে নিশ্চিত প্রেম পাওয়া হবেই হবে। তবে পেতে চাইলে ওয়ালেট এবং হ্যান্ডব্যাগ ভরা থাকা চাই-ই-চাই।
রোজ ডে’র একটা ছোট্ট গল্প বলে আজকের পর্ব শেষ করছি। যেহেতু লাল গোলাপ দিয়েই শুরুটা হয় প্যায়ার-মোহাব্বত-প্রেম-লাভ। চৈতিকে দেখে মন কেমন করে জানি ওঠে মানসের। ওদিকে চৈতিও খেয়াল করে মানস নামের ছেলেটা ওকে ফলো করে। একদিন মানসের বন্ধু বলেই দেয় ‘যা না দোস্ত গোলাপটা আজ দিয়েই ফেল। আজ রোজ ডে মনে হয়না ফেলবে।’ মানস কাঁটাবনে গিয়ে বেশ ঘুরে ফিরে মনের মতো একটি করে লাল, গোলাপি, কমলা, হলুদ গোলাপ কিনে নেয়। কেনার পর চৈতির কলেজের সামনে গিয়ে দাঁড়ায়। ক্লাশ শেষ করে চৈতি যখন বের হয়ে আসে, মানস এগিয়ে যায়। ইন্টারনেটে এবং সিনেমায় দেখেছে প্রথমে বন্ধুত্ত্বের হাত বাড়িয়ে হলুদ গোলাপ দিতে হয়। সে হলুদ গোলাপ দিলো, চৈতি মনে মনে বেশ আনন্দিত। তারপর মানস কমলা গোলাপ দিয়ে বোঝালো সে যে সবসময় পাশে থাকবে। চৈতি বললো, ‘এতো কেন?’ মানস সাথে সাথে গোলাপি গোলাপ দিয়ে বললো, ‘আমার দেয়া গোলাপ তুমি স্বীকার করেছো, তার জন্যে কৃতজ্ঞতা স্বরূপ এই গোলাপ।’ চৈতির মনে গিটারের টুংটাং শব্দ বেজে উঠলো। ;ঠিক আছে আজ আসি’ বলে চৈতি গিয়ে রিক্সায় উঠতেই লাল গোলাপটা দিয়ে বললো মানস, ‘শুধু তোমার জন্য।’ তারপরের দিনের গল্পটা অন্যরকমই।
চলবে
হ্যামিল্টন, কানাডা
৮ ফেব্রুয়ারি, ২০১৭ ইং।
ফেব্রুয়ারির যতো দিবস (প্রথম পর্ব)
৩০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ভরা ওয়ালেটের অভাবেই গেবনে কিছু করতে পারলাম না,
না পাওয়ার রহস্যটি বুঝিয়ে বলার জন্য কৃতজ্ঞ!!
সাত থেকে চৌদ্দ তারিখ নিপাত যাক,
গবেষণা চালু থাকুক।
নীলাঞ্জনা নীলা
আহারে তাই? 🙁
আপনার ওয়ালেট খালি থাকলেও সমস্যা নাই। কবিতা আছে না? জানেন না কবিদের টাকা না থাকলেও চলে?
বসন্ত তো এসে গেলো। প্ল্যান কি? :p 😀
ছাইরাছ হেলাল
কবিতা-ফবিতার বেইল নেই এখন,
সাহসী এবার হবই,
আপনিও সাবধানে থাকবে,
নীলাঞ্জনা নীলা
যার একে হয়না, তার কি আর একশোতে হয়?
আমি তো সাবধানেই থাকি। 😀
শুন্য শুন্যালয়
অ্যাঁ, এত্তো গোলাপের এত্তো মানে? মোরেতো কেউ কোনদিন এট্টা ফুলও দিলোনা, আমি তো কারো ওয়ালেট কোনদিন চাইনি। তবু কেন? ;(
হাগ ডে, কিস ডে, প্রমিজ ডে, ওরেএএএএএএ আমারে কেউ জিন্দা দাফন দিয়া, দাফন ডে বানাও।
দিল চাহতা হে মুভি মনে পড়লো। সাইফের গার্লফ্রেন্ডের এক্সবয়ফ্রেন্ড বলতো, এইযে এইখানে আমি এই কয়টার সময় তোমারে প্রথম দেখি। এই অইখানে অমুক দিনে এই কয়টায় আমরা আইস্ক্রিম খাইতে আসছিলাম, ইত্যাদি ইত্যাদি 😀
ফেব্রিয়ারী দেখি তোমার মাস 😀
নীলাঞ্জনা নীলা
এইবারে একটু বেশী কইয়া ফালাইলা গো তিলোত্তমা। তোমারে কেউ কোনোদিন ফুল দেয় নাই, এইটা বিশ্বাস হইলো না।
আমার ভাই রানারে সেদিন জিজ্ঞাসা করলাম আচ্ছা ভ্যালেন্টাইনের পর আর কোনো ডে নাই? আমারে বললো, ‘তুই খালি বল কোন ডে চাস? বাংলাদেশে ডে বানানো কোনো ব্যাপার না।’ ঠিক আছে আমি ওরে কমুনে দাফন ডে বানাইতে তোমারে উৎসর্গ কইরা। :p
দিল চাহতা হ্যায় উফ আমার খুব প্রিয় একটা মুভি।
ক্যান মনু আমি কি প্রেমের বাজার খুইলা বসছি যে আমার মাস হইলো? 😀
আইজ কিন্তু বসন্ত শুরু হইলো। নাও একখানা গোলাপ দিলাম। -{@ শুভ বসন্ত (3
মৌনতা রিতু
ধুর! কেউ মোরে এমন করে ক্যান কয় না। মোর উনি কলেজের সামনে এসে দাঁড়াইতো চুপ করে সবার অলক্ষ্যে। কেউ টের পেতো না। এমনকি আমার সামনেও আসত না। চুপচাপ দেখে চলে যেতো। তয় এখন এক্কেরে যা তা। এক খান গোলাপ দেয় নাই :@ ;(
হেতিরে বহুত দেছে ^:^
মুই আবারো কলেজে ভর্তি হমু ভাবছি।
গল্পটার শেষে কি হইছিল আপু?
নীলাঞ্জনা নীলা
শান্তসুন্দরী আমার সবচেয়ে অপ্রিয় ফুল হলো গোলাপ। মোটেও পছন্দ না। শোনো ২০১০ সালে ভ্যালেন্টাইন ডে’তে আমি বেলজিয়াম ছিলাম। সন্ধ্যার সময় তরুণ ইউনিভার্সিটি থেকে এলো, দেখি হাতে বিশাল বড়ো গোলাপের তোড়া। জানোই তো এখানে গোলাপের অনেক দাম। আর ওই তোড়াতে প্রায় ২০টা গোলাপ। আমি বললাম ঘটনা কি তুমি আবার গোলাপ! কে দিলো? বললো ‘নিয়ে এলাম তোমার জন্য।’ আমি হার্টফেল করতে যাচ্ছিলাম, অমনি বললো ভার্সিটির গেটে যে লোকটা ফুল বিক্রী করেছিলো ওই একটা তোড়াই থেকে গেছে। তরুণ যখন আসছিলো ওই লোকটা বললো ৫ ইউরোতে নিয়ে যেতে। সে নিয়ে এলো। :D) :D)
গল্পটার শেষ পরের পর্বে আসবে। পরের পর্বটাই শেষ পর্ব হবে কিনা!
শুভ বসন্ত গো শান্তসুন্দরী। -{@
নিহারীকা জান্নাত
Thinking Day দেখেতো চিন্তায় পড়ে গিয়েছিলাম। সারাদিন ধরে কি চিন্তা করবো এই চিন্তা। ভাগ্যিস, বর্ণনাটুকু পড়েছিলাম।
আর গোলাপ তো গোলাপ, কেউ আইজ পর্যন্ত শুকনা মুখেও প্রপোজ করলো না।
আফসোস!
পরের পর্বের অপেক্ষায় থাকলাম আপা।
নীলাঞ্জনা নীলা
নিহারীকা আপা প্রপোজ নিয়ে একটা গল্প আছে। সেটা আগামী পর্বে বলবো।
তবে কথা হলো ওই গল্প লেখার পরে আমাকে বকাঝকা করা যাবে না কিন্তু। 😀
শুভ বসন্ত আপা।
নিহারীকা জান্নাত
বকাঝকা! বলেন কি!!! কখনোই না। নিশ্চিন্তে লিখে ফেলুন। অপেক্ষায় রইলাম।
আপনাকেও বসন্তের শুভেচ্ছা আপা। -{@
নীলাঞ্জনা নীলা
ঠিক আছে নিহারীকা আপা। 🙂
ইঞ্জা
উফফ সবাই (বিশেষ করে আমার বোনরা) কেমন কেমন করছেন এতেই বুঝা যায় সব ডে উনাদের জন্য আর ভরা ওয়ালেট আমাদের আর একটাই ডে বাকি থাকলো একুশে যা উনাদের ভাইদের দিন (আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি)
মোগো ক্যায়া হোগারে কালিয়া? ;(
নীলাঞ্জনা নীলা
হ্যান্ডপাম্প ভাই আমি কিন্তু শুধু ওয়ালেটের কথা বলিনি। হ্যান্ডব্যাগের কথাও বলেছি। তো শুনুন আমার এমনই কপাল ওয়ালেট খালি করতে দেইনি, কিন্তু আমার পার্স খালি হতো। 🙁 তাও নিজের চাকরীর টাকা-ই কিন্তু। ;(
আমাগো এই দুই ভাই-বোনের কপাল এমন ক্যানে গো হে ভগবান? ;(
লীলাবতী
একমাসে এত দিবস? খুবই কষ্ট করেছেন পোষ্ট লিখতে। -{@
নীলাঞ্জনা নীলা
লীলাবতীদি এ ছাড়াও নাকি আরোও কতো কতো দিবস আছে ভাবা যায়?
কষ্ট আর কি! আপনাদের সবার ভালো লাগলে কষ্ট থাকেনা। বরং ভালো লাগে।
শুভ বসন্ত আপনাকে। -{@
ইকরাম মাহমুদ
ফুলেরও এতো মানে? জানলাম আজ। ছোট্ট একটা বাস্তব গল্প মনে পড়ল। সে প্রায় ১ যুগ+১ বছর আগের কথা। একজন আমাকে চিরকুট দিয়েছিল, চিরকুটে লিখা ছিল 143, এর মানেটা তখন বুঝিনাই এমনকি তারও আধা যুগ পর জানতে পাররছিলাম ১৪৩ কি!! ততোদিনে……
নীলাঞ্জনা নীলা
সিনেমাতে দেখেছিলাম ফুলের এতো যে মানে! আমারও জানা ছিলো না।
আহারে ততোদিনে… 🙁
আচ্ছা বর্তমানে… ;?
ইকরাম মাহমুদ
বর্তমানে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। 😀
নীলাঞ্জনা নীলা
এই-ই তো হওয়া উচিৎ।
অপার্থিব
সম্ভব হলে প্রতি মাসেই বিশেষ দিন নিয়ে লেখা পোস্ট চালিয়ে যান। পেটে ভাত থাকলে মানূষের বিনোদন লাগে । দিবস কেন্দ্রীক উৎসবও এক ধরনের বিনোদন । কাজেই মানূষের অর্থনৈতিক উন্নয়নের সুবাদে (পড়ুন ওয়ালেটে বা ভ্যানিটি ব্যাগে টাকা থাকলে) ভবিষ্যতে শুধু সাত দিন নয় মাস ব্যাপি ভাল বাসা দিবস উদযাপিত হতে পারে, অবাক হওয়ার কিছু নেই। আর যাদের সেটা নেই তাদের জন্য সেই বিখ্যাত বাণী-
“অভাব যখন দরজা দিয়ে ঢুকে, ভালবাসা তখন জানালা দিয়ে পালায়”
নীলাঞ্জনা নীলা
অপার্থিব অনেক সময় লাগে। এটাই যে লিখছি তাতেই আমার অবস্থা শোচনীয়।
অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন।
প্রেরণা পাই আপনাদের সকলের মন্তব্য পেলে।
অসংখ্য ধন্যবাদ।
বাসন্তী শুভেচ্ছা।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
প্রিয়তে নিলাম -{@ বসন্তের শুভেচ্ছা
নীলাঞ্জনা নীলা
প্রিয়তে স্থান পাবার মতো লেখা এটি?
মনির ভাই অনেক অনেক ধন্যবাদ। বসন্ত ছুঁয়ে থাকুক আপনার মনকে। -{@
মিষ্টি জিন
কোন ডের কথাই আমি শুনুন না।
সিনেমায় দেখি গোলাপ হাতে নিয়ে হাটু গেডে বসে প্রপোজ করে,, আফসুস আফসুস.,. ;(
ওয়ালেট খালি করতে পারিনাই বরং ব্যাগ খালি হঁয়ে গেছে আমার ও। 🙁
নীলাঞ্জনা নীলা
মিষ্টি আপু অমন প্রপোজ জীবনেও কেউ করে নাই আমাকেও। ;(
আর জানো ভ্যালেন্টাইন ডে’কে কি বলি আমি? ভুলু দিবস। :p
আজকাল পহেলা ফাল্গুণ কোথায়? যা আছে সব ভুলুতে। 😀
তোমার কোন ফুল প্রিয়? বলো শুনি!
ফাগুণ তোমায় স্পর্শ করুক এমনভাবে,
মনটি যেনো নিরন্তর হলুদ থাকে। -{@
মিষ্টি জিন
মনের কথা আর বলতে ,চীর বসন্ত বিরাজ করে বারে মাস। আমি ফুল প্রেমি। কোনটা রেখে কোনটা বলি।কৃষ্নচূডার রং অসম্ভব ভাললাগে. বেলীর মালা খোপায় পড়তে ভালবাসি। সিংগাপুর্রের রাস্তায় বেলীর মালা পডে কত হেটেছি।
জারবেরা আমার ভীষন পছন্দ । ইরাকে থাকা কালীন মিনিমাম দশ কালারের জারবেরা লাগিয়েছিলাম আমার বাগানে ।আর হলুদ গোলাপ ও খুব ভাললাগে।
ভাল থেকো , ভালবাসা জেনো, বসন্তের শুভেচছা।
নীলাঞ্জনা নীলা
গোলাপ আমার ভালো লাগেনা, জানিনা কেন!
তবে খুব প্রিয় বেলি, আরোও অনেক আছে। জারবেরা ফুলের গাছ সহজে মরেনা।
তা তোমার দিনের তারিখটা বলো আপু প্লিজ।
আবু খায়ের আনিছ
দিদি ভালোবাসা দিবসের শুভেচ্ছা এবং ভালোবাসা। সেই সাথে বসন্তের শুভেচ্ছা।
নীলাঞ্জনা নীলা
আনিছ ভাইয়া পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। ভালোবাসা দিবসকে আমি ভুলু দিবস বলি। কারণ আমার কাছে ভালোবাসা প্রতিদিন।
ভালো থাকুন অহর্নিশ। 🙂