কবিতা লেখা যে সে কম্ম নয়! আবেগের জমিন থাকা চাই। চাষবাস করার মতো সেই রকমই মনও চাই। বীজ পোতার অনেক পরে শব্দাবেগ বৃক্ষের জন্ম হয়। কিন্তু কবিতা? ওই নামের নারী আছে, বইয়ের পাতায় উপমা-রূপক-অলঙ্কারের পাঁচমিশালী ঢং-ও আছে। কবিতা নামের ফসলের জন্য অপেক্ষা করা জানতে হয়।
কবিতা লেখা সহজ কম্ম নয়! ইচ্ছেমতোন ভাবের কাছে আত্মা থাকেনা। কবিতার জন্যে ধ্যানের প্রয়োজন। দুই ভ্রূ’র মধ্যে ত্রিনয়ন এঁকে সেই চোখে এই দু’চোখ রাখতে হয়। ভালোবাসা আর আত্মার মিলন ছাড়া কিছুতেই কবিতার জন্ম হয়না। তাইতো নিজেকেই বলি কবিতা লেখা সহজ কম্ম নয়!
কবি হওয়াও সহজ কম্ম নয়! কঠিন গাম্ভীর্যতা নিয়ে লিখে কি আর কবি হওয়া যায়? ওই যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ওঁরা কবি; সাধারণের মন স্পর্শ না করলে কি আর কবি হওয়া যায়? পাতায়-পাতায় অনেক লেখা যদি কবিতা হয়ে যেতো, তাহলে এই আমি কবেই কবি হয়ে যেতাম! কবি হতে গেলে কবিতাকে ভালোবাসতে হয়!
সন্ত্রাসীরা তাই কবিতা লিখতে পারেনা।
হ্যামিল্টন, কানাডা
৭ জানুয়ারি, ২০১৭ ইং।
**২০১৭ সালের প্রথম লেখা।**
৪২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ভালোবাসা শেখার স্কুলের ঠিকানা দিন প্লিজ,
কিন্তু আমাদের তো লেডিগুরু আছে, নো চিন্তা,
আমিও বলি আপনার মতই লেখালেখি করা খুব কঠিন,
ভাগ্যিস কবিতা-ফবিতা লিখি না, চাই ও না,
আপনার ত্রিনয়ন খানা একটু দেখতে দিলেই হবে,
বাহ, খুব সুন্দর লেখা,
ঘটনা কী? ভাল লেখেন, মন্তব্য করেন!!
নীলাঞ্জনা নীলা
লেডিগুরু!!! ভালোবাসার স্কুল এই দুনিয়াতে!!!
ঘ-টো-না আপনার কি, আমারে ক্ষ্যাপানো টাইপ মন্তব্য করার চেষ্টা করতাছেন কুবিরাজ ভাই? আর আপনি কবি না এইটা কে বললো? কুবিতার রাজা মানে কুবিরাজ। আমার ত্রিনয়ন থাকলে তো হইতোই কুবিতা লিখতে সমস্যাই হইতো না।
হ রে ভাই আপনে কবিতা-ফবিতা লেখেন না, আমরা সকলেই জানি। কিন্তু কবিতা যে লিখেন এইটাও আমরা সবাই জানি। আচ্ছা খেয়াল কইরা দেইখেন আপনার সবগুলো লেখাতেই আমরা কয়েকজন কবিতা কঠিন কেন? কিংবা কবিতা ভালো হইছে লিখি। তখন তো বলেন নাই আপনার ওগুলা কবিতা না। 😀 :D) \|/
এইবারে কি কইবেন কন শুনি! 😀
মোঃ মজিবর রহমান
ভালবাসা, আপন করা, হৃদয় উজাড় করে জানতে পারায় তো কবিতা আপু। সে কি কম সাধনার কথা, জার তাঁর দ্বারা কি হয়,
কিন্তু কবি দিদির হঠাত মাথায় এরকম চিন্তা-ধ্যান কেন? বুঝলাম না।
কবিরা ভাবুক পাঠক পড়ুক।
নীলাঞ্জনা নীলা
মজিবর ভাই সেদিন গল্প হচ্ছিলো। আজকাল কতো কতো যে কবিতার ছড়াছড়ি। বইমেলা এলে তো কবিতার বইয়ে ভরে যায়। একসময় কবিদের লেখা কবিতা অন্যেরা পড়তো, এখন নিজের লেখাই সবাই নিজেই বেশী পড়ে। এই নিয়েই আড্ডা হচ্ছিলো আর কি! অথচ কবিতা বোঝার মতো মানসিকতাই তো নেই। নিজের কথাই বলি, আধুনিক একটা কবিতা মুখস্থ নেই। সেই কোন কালের রবীন্দ্রনাথ, জীবনানন্দ, নজরুল, সুকান্ত উনাদের কবিতা থেকেই উদাহরণ দেই। এখন এমন একটা লাইন কি পাওয়া যাবে জীবনের পথে কাজে লাগবে?
সুন্দর বলেছেন কবিরা ভাবুক, পাঠক পড়ুক। তবে পাঠক না বুঝতে পারলে কবিতার তো জায়গাই থাকবে না মজিবর ভাই।
ধন্যবাদ আপনাকে।
মোঃ মজিবর রহমান
আসলে আপু, আমরা অন্যেদের সন্মান করতে ভুলে গেছি, অন্যের ভালই ভাল বলতে কুণ্ঠাবোধ করি, কারও মঙ্গল কামনা য় মন উজাড় করে তাকে প্রফুল্ল বা স্বাগত বা অভ্যর্থনা জানাতে নিজেকে ছোট মনে করি এই হীন মন্মানসিকতা আমাদের অক্টোপাসের ন্যায় গিলে ফেলেছে এখান থেকে বাহির হওয়ার পথ বড়ই সুকঠিন।
নীলাঞ্জনা নীলা
মজিবর ভাই খুবই সুন্দর করে বলেছেন আপনি। আমাদের নিজেদের মন-মানসিকতার বিশাল পরিবর্তন।
কারো ভালো সহ্য করতে পারিনা, আবার কেউ আমার ভুলগুলোকে শুদ্ধ করে দিতে গেলে ভুল বুঝি।
আপনার এই মন্তব্যটা আমাকে ভাবাচ্ছে খুব।
ধন্যবাদ আপনাকে আপনি লেখাটির মানে বুঝতে পেরেছেন।
জিসান শা ইকরাম
কবিতা লেখার কোন গুন আমার নাই,
আমি কবিতা লিখতে পারিনা,
আমি তাইলে সন্ত্রাসী 😀
নীলাঞ্জনা নীলা
নানা তুমি কবিতা লেখতে পারোনা? ;?
কিন্তু কই জানি দেখছিলাম কবির জায়গায় তোমার নাম! ;? ধুর ভুইল্যা যাই সব।
মনে হয় মাথার বয়স বেশী হইছে।
ঠিক আছে তুমি সন্ত্রাসী কবি। এরশাদ যদি স্বৈরাচারী হইয়াও কবি হইতে পারে, তুমি ক্যান সন্ত্রাসী কবি হইতে পারবানা? 😀 \|/
ভালো থাইকো সন্ত্রাসী কবি নানা। 😀 -{@
মৌনতা রিতু
দুই ভ্রূ’র মধ্যে ত্রিনয়ন এঁকে সেই চোখে এই দু’চোখ রাখতে হয়। ভালোবাসা আর আত্মার মিলন ছাড়া কিছুতেই কবিতার জন্ম হয়না। তাইতো নিজেকেই বলি কবিতা লেখা সহজ কম্ম নয়!
দারুন বলেছো।
কিন্তু তুমি কবি। আমার গুরু তুমি।
তুমিই তো লেখ চমৎকার সব শব্দ মালা।
তার মানে তুমি দুই ভ্রূর মধ্যে ত্রি নয়ন এঁখেছো
মুই আকুম কবে ;?
নীলাঞ্জনা নীলা
শান্ত-সুন্দরী আমি যদি কবি হতাম তোমার সাথে হেব্বি ভাব দেখিয়ে কথা বলতাম। :p
তোমাকে কবে শিষ্যের জায়গা দিলাম? ‘গাঁয়ে মানেনা আপনি মোড়ল’—এখন তো দেখি এই অবস্থা।
ত্রিনয়ন না আমার চাইর নয়ন আছে গো সুন্দরী। ওইসব ত্রিনয়ন নিয়া আমি চলিনা। বুঝছো? \|/
আইজ তবে যাই। 😀 ভালো থাইকো, সুস্থ থাইকো। -{@
নিহারীকা জান্নাত
কবিতা লেখা দূরে থাকুক, বুঝিই না। তার উপর গদ্য কবিতা হলেতো কথাই নেই।
যাই হোক, আমি তবে সন্ত্রাসী। যান মেনে নিলাম।
নীলাঞ্জনা নীলা
আমিও কবিতা লিখতে পারিনা। আমি তো নাম্বার ওয়ান সন্ত্রাসী। 😀
আর আপনি যা লেখেন, আমি পছন্দ করি আপনার লেখা। 🙂
নিহারীকা জান্নাত
হাহাহাহাহা যাক সন্ত্রাসী দল ভারী হলো 🙂
লেখা পছন্দ হচ্ছে জেনে খুব ভালো লাগলো আপা।
অনেক অনেক ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
হাহাহাহাহাহাহা। হুম সন্ত্রাসী দল ভারী হওয়ায় আমি খুব খুশী। 😀
ভালো থাকুন নিহারীকা। 🙂
শুন্য শুন্যালয়
তুমি কবি না? ধুর এদ্দিন তো তাইই জেনে আসছি। কে যেন একদিন বললো তুমি কবি, তাই তোমার নাম দিলাম লেডি কবিগুরু।
কবিতা কে ভালোবাসতে হয়, সে তুমি কাঁঠালের আঠার মতোই বাসো, নইলে বিছানা গুছাইতে গিয়া, ড্রয়ার গুছাইতে গিয়া, রান্না করতে গিয়া কবিতা লেখে?
আর সাধারণ কি বলছো, আমার মতো অসাধারণ একজনের মন স্পর্শ করেছো আর কি চাও? :p. :p
শোন একটা কথা সত্যি, যন্ত্রণাতে লেখা বেশি সুন্দর হয়। এই যে আমার বিহনে বিদ্ধ হয়ে এমন একটা লেখা লিখেছো।
অনেক বেশি ভালো হয়েছে লেখাটা, অনেক -{@
নীলাঞ্জনা নীলা
তিলোত্তমা গো নিজেকে অসাধারণ বানিয়ে দিলে, কি জমানা আসলো নিজের ঢোল এখন নিজেই পিটায়। ^:^
তোমার জন্য যন্ত্রণা আমার!!!
শোনো গো অষ্ট্রেলিয়ান মাইয়া
ভুল কইরো না তুমি
ঘোর থাইকা বাইর হও মাতেঃ
দিক ভুইলো না তুমি।—কওতো দেখি এই চারটা লাইন কোন গানের প্যারোডি? 😀 \|/
জানি তো লেখা সুন্দর হইছে। কিছু শিখো আমার কাছ থাইকা। :p
ভালো রাখো তিলোত্তমা। -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এতো দিনে বললেন একখান কথা
কবিতা লেখা নয়তো সহজ কথা
তাইতো ভাই আমি
গদ্যের মাঝে ডুবে থাকি।
সন্ত্রাসীরা তাই কবিতা লিখতে পারেনা।
আপু
এই সন্ত্রাসী কারা?
-{@
নীলাঞ্জনা নীলা
মনির ভাই বাহ! কাব্যিক ছন্দে মন্তব্য!!!
এই সন্ত্রাসীরা কারা জানিনা, অন্তত আপনি না। খুশী? 😀
ব্লগার সজীব
এবং নীলাঞ্জনা নীলা এই কঠিন কাজটি করতে পারেন সুচারুভাবে। লেখার মাঝে এই বার্তাটিও লুকিয়ে আছে 🙂
নীলাঞ্জনা নীলা
ভাভু বাইয়া চরম গুসসা করেছি। সত্যি বলছি। জানেন আমি রম্য লেখার চেষ্টা করেছি আপনাকে গুরু মেনে? অথচ আপনি…
যান কথা বলবো না। 🙁
ইঞ্জা
মাঝে মাঝে চেষ্টা করে দেখি যদি আঙ্গুলের ডগা দিয়ে কবিতা বের হয় কিন্তু হায় কবিতা কি আর হয়
এই নচ্ছার মানুষটি তাহলে কি সন্ত্রাসী হলো, হায় ;(
নীলাঞ্জনা নীলা
আমাদের হ্যান্ডপাম্প ভাইয়া পাক্কা লেখক। যিনি দারুণ গল্প লেখেন। একজন গল্পকার কি সন্ত্রাসী হতে পারে?
কখনোই না। বুঝেছেন? 😀
ইঞ্জা
😀 😀 -{@
নীলাঞ্জনা নীলা
😀 \|/
আবু খায়ের আনিছ
কবিতা লেখা সহজ কম্ম নয়, তাই তো চেষ্টাও করি না ঐ পথে হেটে দেখার।
নীলাঞ্জনা নীলা
আনিছ ভাইয়া আমরা নিজেরাও জানিনা কখন কোন লেখা ভালো লেগে যায়, আবার কখন একেবারেই না।
লিখে ফেলুন, কি জানি আপনার গল্পগুলোর মতো কবিতাও বিখ্যাত হয়ে যায়!
আবু খায়ের আনিছ
হবে না, মানুষ জানে কে কেমন লিখে।
নীলাঞ্জনা নীলা
আনিছ ভাইয়া আমার প্রথম লেখা ছিলো ‘ঝড় ঝড় ঝড়, ওই এলো ঘূর্ণিঝড়।’ প্রথম লেখাটাই স্কুল ম্যাগাজিনে প্রকাশিত হয়। তখন আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। তারপর কি যে আউল-ফাউল লিখেছি, হায়রে! তখন বন্ধুরা ধরিয়ে দিতো। এখন কেউ আর সত্যিকারের সমালোচনা করেনা। অথচ আমি ওই সত্যিকারের সমালোচনাটারই অভাববোধ করি।
তাই বলেছি লিখুন। বলা তো যায়না কবে কখন আলোকিত হয়ে যাবে!
নাসির সারওয়ার
কি সব বলেন! কবিতা লেখা কোন ব্যাপার। আমিতো ভুরি ভুরি লিখছি যা সবাই চার চোখ দিয়ে পরছে আর উল্লাস ধ্বনিতে ভূমিকম্প এনে দিচ্ছে।
আসলে কবিতা আপনার বা আপনার কুবিরাজের জন্য নয়। আপনার বরং ছড়া লেখা শুরু করুন দেখুন কি হয়।
নাসির সারওয়ার
পড়ছে…। পরছে নয়।
নীলাঞ্জনা নীলা
😀
নীলাঞ্জনা নীলা
ভাইয়ূ আপনি তো কবি। জানি আমি। কুবিরাজ ভাই কবিদের রাজা।
আমি হলাম সন্ত্রাসী। 😀
হুম বুঝলাম ‘পড়ছে…। পরছে নয়।’ 😀
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। 🙂
দীপংকর চন্দ
গভীর কিছু কথা। পাঠককে ভাবায়।
অনেক শুভকামনা জানবেন কবি।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
নীলাঞ্জনা নীলা
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুচিন্তিত মন্তব্যের জন্যে।
আশা করি এখন থেকে নিয়মিত হবেন।
ভালো থাকুন আপনিও। 🙂
ইলিয়াস মাসুদ
কবিতা ভালবাসা থেকে হয়,কবিতাকে ভালবাসতে হয়, নিজেকেই তো ভালবাসতে জানলাম না তার কবিতাকে ভালবাসবো কি করে ……।
এত গভীর চিন্তা করেন কি করে? কবি হওয়ার জন্য আমার মনে হয় কেউ লেখেন না,লিখায় তাঁকে কবি বানিয়ে দেয়,চিন্তা করেও আবার কবিতা হয় না আমার মনে হয়,কবিতা হয়ে যায়,তার পর তাঁরা কবি হয়ে যান
নীলাঞ্জনা নীলা
ইলিয়াস ভাই বাহ কি সুন্দর বলেছেন! আমরা সকলেই জানি আবেগ আপ্লুত হলেই লিখতে পারা যায়। কেউই লেখক হবার জন্য লেখেন না।
এখন আপনি আমাকে বলুন এতো গভীর চিন্তা কিভাবে করেন? তা-ও একটা মন্তব্যে?
তাতেই বোঝা যায় আপনি যা লেখেন, মনের ভেতর থেকে লেখেন।
ধন্যবাদ ইলিয়াস ভাই। ভালো থাকুন।
ইকরাম মাহমুদ
লেখাটা কিভাবে কখন যেন মিস হয়ে গেল।
কবিতার জন্যে
ধ্যানের প্রয়োজন। দুই ভ্রূ’র মধ্যে
ত্রিনয়ন এঁকে সেই চোখে এই দু’চোখ
রাখতে হয়।
সহজ কম্ম নয়!!!
নীলাঞ্জনা নীলা
এভাবে বললে কেমন জানি লাগে! এমন আহামরি কিছু লিখিনা। কিন্তু আপনাদের সকলের মন্তব্য পেলে মনে হয় আমি বুঝি বিশাল কিছু। 🙂 তবে এতো প্রেরণাদায়ক মন্তব্য পেলে লেখা লিখে জ্বালাবো কিন্তু অনেক। তখন আবার বিরক্ত হবেন না যেনো।
ভালো থাকুন।
ইকরাম মাহমুদ
কঠিনকে সহজে উপস্থাপনের উদাহরণ আরো চাই। লিখুন।
নীলাঞ্জনা নীলা
এখানেই তো সমস্যা। কঠিন লেখা লিখতে চাই, কিছুতেই পারিনা। এজন্যই তো সহজের কথা লিখেছি। 🙂
ইকরাম মাহমুদ
সহজই এত কঠিন!!
কঠিন না জানি কত কঠিন
নীলাঞ্জনা নীলা
একে যদি আপনি কঠিন বলেন, তাহলে তো খুশীতে লাফাবো। 🙂
কারণ আমার খুবই ইচ্ছে করে কঠিন লিখতে।