বিষ (অনুগল্প)

অয়োময় অবান্তর ৭ ডিসেম্বর ২০১৬, বুধবার, ০৫:৪৮:২০অপরাহ্ন গল্প ১৭ মন্তব্য

মাথার ভিতরে কয়েকদিন থেকেই বিষ কিনতে চাওয়ার ব্যাপারটা ঘুরপাক খাচ্ছে। হেজিপেজি বিষ না। একবার খেলেই যেন দফারফা হয়ে যায় টাইপের বিষ। এরকম বিষ কিনতে পারাটা অবশ্য সমস্যা। কোথায় পাওয়া যাবে সেটাও জানি না। অলিলকে বলতে হবে। এমন কোন জিনিস নেই যে ওর কাছে পাওয়া যায় না।

কষ্ট এত কষ্টকর হয় জানতাম না। কষ্টগুলো মুছে ফেলতে হবে। বেচেঁ থাকার কষ্ট লাঘব করতে হবে। এক বোতল বিষই পারে আমার সেই কষ্ট লাঘব করতে। আমি আমার হত দরিদ্র প্যারালাইজড বাবার কষ্ট লাঘব করতে চাই।

৭৯২জন ৭৯১জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ