ভুত by sanjoy

ঠাকুরমার ঝুলি থেকে আপনারা অনেক গল্প শুনেছেন । ঠাকুরমা যদি গল্প বলতে পারেন তবে ঠাকুরদা কেন পারবেন না ?

সে অনেক বছর আগের কথা । তখন মানুষের বাড়ি এই বিদ্যুতের বাতি ছিল না । টিভি মোবাইলের ও বালাই ছিল না । কারও কারও ঘরে রেডিও ছিল আর খুব বড়লোক হলে তাঁদের বাড়ি টেলিফোন থাকত ।

ঐ দিন রাতে
বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে । ডাক্তার সাহেবের কেরোসিনের কুপি টা বার বার নিভে যাওয়ার উপক্রম হচ্ছে । মনেহচ্ছে বার বার কেউ ফু দিয়ে ওটা নিভিয়ে দেয়ার চেষ্টা করছে ।

রাত ও বেশ হয়েছে । ডাক্তার সাহেব ঘুমানোর জন্য তৈরী হচ্ছেন প্রায় এমন সময় হঠাৎ ফোন টা বেজে উঠল

ডাক্তার সাহেব এই ঠিকানায় দ্রুত আসুন আমি একটা শ্বাসকষ্টের রোগী । হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে । তারাতারি আসুন প্রচণ্ড খারাপ বোধ করছি ।

রোগীর কন্ঠ শুনে মনেহল অবস্থা খুব বেশী ভাল না । দেরী করা ঠিক হবে না ।

ডাক্তার সাহেব রোগীর বাড়িতে পৌঁছেই বুঝলেন বাড়িতে মনেহয় তেমন কেউ নেই । উপরতলা থেকে রোগীর গোঙ্গানীর আওয়াজ পাওয়া যাচ্ছে ।

দ্রুত উপরতলায় উঠে দেখলেন রোগীর মাথার পাশে টিমটিম করে আলো জ্বলছে । রোগীর সম্পূর্ণ দেহ একটা সাদা কম্বলে ঢাকা ।

দেখি আপনার হাতটা একটু বের করুন ।

রোগী হাত বের করল ঠিকই তবে সেটা হাত না রক্ত মাংশ হীন একটা কঙ্কাল । আগে খেয়াল করেননি এখন দেখলেন রোগীর মুখ টাও অস্পষ্ট । কুপির আলোটা মুখের উপর নিয়ে দেখলেন একি এটা তো মানুষ না পুরোটাই কঙ্কাল ।
ডাক্তার সাহেব ভয়ে চিৎকার দিবেন সে শক্তি ই নেই । হঠাৎ একটা দমকা হাওয়ায় ঘরের বাতিটা নিভে গেল । ডাক্তার সাহেব একটা দিসলাই কাঠি জ্বালালেন । অপস্ট অন্ধকারে দেখলেন কঙ্কালের হাতটা তার দিকে আসছে । পড়িমরি করে অভিশপ্ত বাড়ি থেকে বের হলেন ।

সকালে পুলিশ নিয়ে ঐ বাড়িতে গেলেন । নিতান্তই একটা পোড়ো বাড়ি অনেকদিন মানুষ থাকে না বলে মনে হল । রাতে ডাক্তার যে রুমে গিয়েছিলেন ঐ রুম টার দরজা এখনও খোলা অবস্থায় আছে । ঘরে একটা খাট আছে ঠিকই কিন্তু সেটা বহু পুরোনো । দেখেই বোঝা যাচ্ছে অনেকদিন ব্যবহার করা হয়না ।

দারোগা সাহেব অনেক পরিক্ষা নিরিক্ষা করে বললেন আসলে ডাক্তার সাহেব আপনার মনেহয় কোথাও ভুল হচ্ছে আমার মনে হয় আপনি কেন গত কয়েক বছরের মধ্যে এই ঘরে কেউ প্রবেশ করেনি , পুরোটাই আপনার কল্পনা বা ভ্রম ।

ডাক্তার সাহেব ও গতকাল রাতের ঘটনার কোন চাক্ষুস প্রমাণ দিতে পারলেন না ।
সবাই রুম থেকে বের হওয়ার পর ডাক্তার সাহেব দেখলেন ঘরের মেঝেতে একটা আধপোড়া দিশলাই কাঠি । দেখেই বোঝা যাচ্ছে এটা একেবারেই নতুন ।
ডাক্তার সাহেব পুলিশ কে কাঠিটা দেখালেন । এই ঘরের মধ্যে একমাত্র এই কাঠিটাই বলে দিচ্ছে এটা অনেক পুরনো নয় এটা গতকাল ই ব্যবহার করা হয়েছে ।

পরে অবশ্য দারোগা সাহেব এর কোন সঠিক ব্যাখ্যা দিতে পারেন নি ।

এই অভিশপ্ত বাড়ি নিয়ে আরও কাহিনী আছে , ওটা আরেকদিন বলবো

৪৫৬৮জন ৪০৯২জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ