সোনেলা প্রাণের উঠোন

সোনেলা রোদ্দুর ২৩ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার, ১২:২৪:২৭পূর্বাহ্ন সোনেলা বার্তা ১৪ মন্তব্য

14459681_234724143596940_1983909607_n
সোনেলা হচ্ছে এক ছায়া-উজ্জ্বল রোদের নাম। সোনালী রোদের প্রত্যাশা আমাদের সবার। সব আঁধার কেটে গিয়ে সোনালী রোদ হাসুক আমাদের প্রিয় এই দেশটিতে সব সময় – এই আশায় আমরা বেঁচে আছি, থাকিও।
২০১২ সনের এই দিনে যাত্রা শুরু হয়েছিল সোনেলার। সময়ের যাত্রার পথ খুব বেশি নয়, আবার কমও নয়। সোনেলায় যারা নীড় খুঁজে নিয়েছেন তারা কতটা ভাল আছেন তা তারাই জানেন। আমরা কিন্তু খুবই খুশি, আমাদের প্রত্যাশা পূর্ণ হয়েছে বলে। একটি সুন্দর উচ্ছল-উজ্জ্বল বাড়ির স্বপ্ন ছিল আমাদের, আমরা তা পেয়েছি। হাসি-আনন্দ গানে ভরপুর, কোন্দল অশুভ মুক্ত পরিবেশ গড়ার অঙ্গীকার নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল, আমরা আমাদের যাত্রা পথকে সুন্দর রাখতে পেরেছি।
আপনারা খুশি তো ? 🙂 মতামত জানান মন্তব্যে  -{@ কে কি ভাবছেন আপনাদের সোনেলার উঠোন নিয়ে, জানান আমাদের।
5408_Flowers-from-my-garden-beautiful-daisy [640x480]
আজকের এই দিনে সোনেলার সকল পাঠক, ব্লগার, শুভাকাঙ্ক্ষী, মডারেটর, ডেভলপার ও পরিচালনা পর্ষদকে সোনেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা   (3

আরো পড়ুনঃ
শুভ জন্মদিন সোনেলা

 

৮২৭জন ৮২৭জন
0 Shares

১৪টি মন্তব্য

  • মিষ্টি জিন

    মাএ তিন মাস আগে আমি সোনেলায় এসেছি। সত্যি বলতে কি প্রথমে একটু ভয়ে ভয়ে ছিলাম । কেমন না কেমন সবাই। আমাকে আপন করে নেয় কি না ।কিন্তু প্রথম পোষ্টেই সবাই এমন ভাবে স্বাগত জানিয়ে আপন করে নিল,যে আমি অভিভূত। ব্লগার না আমি বলব অনেক মুক্তোর আনাগোনা এই সোনেলায় । আর সোনেলা সেই মুক্তগুলোকে পরম মমতায় এক সুতায় বেধে রেখেছে।
    সেই কবে লেখা লেখি ছেডে দিয়েছি মনে নেই। আর কখন ও যে লিখতে পারবো তা ও কখন ও ভাবিনি।কিন্তু সোনেলা এত বছর পর আমার ভিতর থেকে সেই লেখা বের করে নিয়ে এসেছে।( আদৌ এগুলো কোন লেখা কিনা আমার সন্দেহ) অনেক অনেক ধন্যবাদ সোনেলা।তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞ।
    শুভ জন্মদিন সোনেলা। অনেক অনেক শুভেচঁছা এবং ভালবাসা -{@ (3

  • শুন্য শুন্যালয়

    চারটি বছর হয়ে গেলো আমার প্রিয় সোনেলার। (3
    খুশি কিনা? ঘরে যার মন টেকেনা, সমুদ্র পাহাড় মাসের পর মাস, বাড়ির দরজায় চাবি ঘোরাতে ঘোরাতে সেও বলে হোম, হোম, সুইট হোম।
    আমার আনন্দ দু :খের ভৈরবী সোনেলা বেঁচে থাকুক দীর্ঘদিন ধরে এমনি করে সোনার রং নিয়ে। শুভজন্মদিন প্রিয় সোনেলা (3 -{@

  • আবু খায়ের আনিছ

    প্রত্যেকটা মানুষের জীবনেই একটা টার্নিং পয়েন্ট থাকে। আমার জীবনে সোনেলা একটা টার্নিং পয়েন্ট। লেখালেখি করতাম কিন্তু কখনো নিজেকে যাচাই করার সুযোগ তো পাইনি, নিজের লেখাগুলো শুধু নিজের ভিতরেই আবদ্ধ থাকত। হঠাৎ পাওয়া সোনার হরিণ এর মত করে সোনেলার আগমন আমার জীবনে। প্রত্যাশার চেয়ে প্রাপ্তি অনেক বেশি সোনেলায়। যে আমি কখনোই ভাবতেই পারতাম না, কেউ আমার মত গর্দভ এর লেখা পড়বে, আর কোথাও ঠায় হবে আমার লেখার। সোনেলায় এসে যেন আমি নতুন করে আমাকে চিনতে পারলাম, আত্মবিশ্বাস জন্মালো, আমার লেখাও মানুষ পড়তে পারে। কিছুদিন আগে যখন দেখলাম লেখার সংখ্যা একশ ছাড়িয়ে গিয়েছে তখন শুধু ভেবেছিলাম, এতগুলো লেখা আমি লিখেছি ? কবে লিখলাম। এখন কিছু লিখার আগেই ভাবি, এই লেখাটা কবে দিব সোনেলায়।

    সোনেলা কারো কাছে ব্লগ, কারো কাছে পরিবার। আমার কাছে সোনেলা একটা পরিবার, সাথে একটা প্লাটর্ফম। পাঠক, লেখকদের মিলন মেলা। আন্তরিকতায় পূর্ণ এই জায়গায় যে কেউ পূর্ণ আনন্দ নিয়ে যেমন পারে লিখতে, তেমনি পারে পড়তে। নিজের পাঠক অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে পারি, বাংলা ব্লগিং জগতে সোনেলা একমাত্র ব্লগ যেখানে নোংরা কাদা ছুড়াছুঁড়ি নেই।
    কৃতজ্ঞতা সোলেনার কাছে, আমার মত অধমকে আপন করে নেওয়ার জন্য।

    অনেক অনেক শুভ কামনা, ভালোবাসা সোনেলার প্রতি। সোনেলা তার প্রতিটি সদস্যের মনে গেঁথে থাকবে চিরকাল এই কামনা করি।

    শুভ জন্মদিন প্রিয় সোনেলা। -{@ (3

  • ছাইরাছ হেলাল

    চার চারটি বছর! অনেক অনেক সময়, কোন সময়ই না,
    এই তো সেদিন মাত্র শুরু হলো,
    আছেন অনেকেই ঝড়ের ঝাপ্টা সামলে,
    আনন্দ- বেদনার সাথী হয়ে আছি থাকি বাকী সময়টুকু, এ কামনাই করি নূতনের সাথেও।।

  • মৌনতা রিতু

    সোনেলা আমার সেই সাথী, যে হাজার মন খারাপেও হাসায়। প্রানের এক স্পন্দন।
    অনিকেত নন্দিনী আপুর মতো আমিও বলতে চাই, কিছু ইমো বাড়ানো দরকার, আমার মতো এই অধমের জন্য ছবি দেওয়ার ব্যবস্থা করা।
    এই পরিবারে ছোট বড় সবার সাথে কেমন এক আত্নার সম্পর্ক। আমরা তর্ক করি, আবদার করি, আল্লাদ করি, তয় মুই শুন্যের ছবি ব্লগ দেইখা হিংসা করি :p মুই দিতে পারি না। ওর ছবি ব্লগ ও অন্যান্যদের ছবিগুলো দেখি সত্যি মুগ্ধ হয়ে।
    সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। -{@

  • নীলাঞ্জনা নীলা

    সোনেলা আমার কাছে উঠোন না, পাখীর নীড়। শান্তির নীড়। স্বস্তির নীড়। যে নীড়ে আমার অগাধ স্বাধীনতা, অবোধ ভালোবাসা আর গভীর অভিমান রাখতে পারি নিশ্চিন্তে। এখানে যা মন চায়, তা-ই লিখতে পারি। আমার এ নীড় চারটি বছর পার করেছে। শুভ জন্মদিন সোনেলা, আমার স্বস্তির নীড়। -{@

  • অনিকেত নন্দিনী

    সোনেলাকে নিয়ে গর্ব করার মত অনেক কিছুই আছে। সোনেলা খুব সহজেই সবাইকে আপন করে নেয়। এত্ত বছর ধরে ব্লগিঙে আছি, এমন সৌহার্দপূর্ণ পরিবেশ আর কোথাও পাইনি। সোনেলা শুধু ব্লগ নয়, আমাদের ঘরবাড়িও বটে!
    শুভ জন্মদিন সোনেলা। (3 -{@

  • নাসির সারওয়ার

    লেখতাম চাই কিছু। কিন্তু লেখতাম তো পারিনা। কবেযে শিখুম! তারপর ঠিকই লেহুম একদিন।

    না না, সোনেলার জন্ম দিনে মাটির হাড়ি চলবে না।
    শুভ থাকুক সোনেলার যাত্রা। অনেক ভালোবাসি তোমায়।

  • ইঞ্জা

    সোনেলার শুরুতেই জিসান ভাই আমাকে রিকু পাটালো জয়েন করার জন্য, ফেবুতে নতুন এসেছি মাত্র, বল্গ কি তাও বুঝতে পারিনি তখন লেখালেখিওও তেমন করতাম না ফেবুতে যার কারণে সোনেলায় লাইক দিয়েই সারা, কয়েক বছর আগে শুধু কমেন্ট করার জন্যই একাউন্ট খুলি কিন্তু অযত্ন অবহেলায় পাসওয়ার্ডটাও হারিয়ে ফেলি আবার শখের বসে নতুন একাউন্ট করি এই বছরের এপ্রিলে হয়ত, প্রথম কিছুদিন সমস্যাই হয়েছিলো কিন্তু জিসান ভাইজান, লীলাপু বললো কি কি করতে পারি, শুরু করলাম প্রথম সামাজিক সমস্যা নিয়ে লেখা এরপর ছোট গল্প, শুরু হলো আমার পথ চলা, সবাই কখন জানি আমাকে আপন করে নিলো বুঝতেই পারিনি, বুঝতে পারলাম তখন যখন নীলাঞ্জনা আপু বললেন আমি নাকি সবার প্রিয় ভাই হয়ে উঠেছি তখন নিজে খুব আনন্দবোধ করলাম নিজেকে সোনেলার সোনা হয়ে উঠা অনুভব করলাম।

    সোনেলার জম্মদিনে শুধু এইটা বলতে পারি, প্রিয় সোনেলা আমাদের সবার জন্য একটা প্লাটফর্ম যেখানে কোন ধরণের বিশৃংখলা নেই, নেই কোন বিদ্বেষ, আছে শুধু সোনেলার সোনারা যারা নিজেরায় একটি পরিবার।

    প্রিয় সোনেলা, শুভ জম্মদিন তোমার, তোমাকে আমরা সবাই ভালোবাসি। (3 (3

  • অপার্থিব

    ব্লগিং এর সাথে জড়িত হবার অভিজ্ঞতা প্রায় ছয় বছরের, নিজের লেখালেখির অভিজ্ঞতা অবশ্য আরো অনেক কম। যতদিনে বাংলা ব্লগে সিরিয়াসলি যুক্ত হলাম ততদিনে বাংলা ব্লগস্ফিয়ারের প্রায় মৃত অবস্থা। সোনেলায় একাউন্ট খুলেছিলাম সম্ভবত ২০১৪ সালের শেষ দিকে, প্রথম পোষ্ট করেছিলাম একটা গল্প দিয়ে যেটা সম্ভবত সোনেলার ইবুকে প্রকাশের জন্য নির্বাচিত হয়েছিল। এর পর আর পোস্ট করা হয় নি , দিনে দু তিনটা ব্লগে নিয়মিত ঢু মারলেও সোনেলায় আসা হত না, ভুলেও গিয়েছিলাম সম্ভবত সোনেলার কথা । গত বছর নভেম্বর থেকে মূলত সোনেলায় নিয়মিত আছি , কেমন লেখি জানি না তবে মাঝে মধ্যে এখানে অনিয়মিত ভাবে দু একটা লেখা দেই , দু চার জন প্রশংসা করে। আমিও অনুপ্রাণীত হই । ব্যস্ততার কারণে নিয়মিত লিখতেও পারিনা। মাঝে মধ্যে মন্তব্যে একটু আড্ডা টাড্ডা দেই , কখনো অবসর সময়ে, কখনো কাজ কাম ফাঁকি দিয়ে … ভালই তো লাগে। আমার মত অন্তর্মুখী মানুষদের কিছুটা বহির্মুখী হবার সুযোগ করে দিয়েছে সোনেলা। ভাল থাকুক সোনেলা এবং এর সঙ্গে যুক্ত সবাই।

  • ইলিয়াস মাসুদ

    বাংলা কোনো ব্লগেই খোঁজ খবর রাখা হতো না,সত্য বলতে বাংলা ব্লগের জানান পায় খুব নেতিবাচক সংবাদের মাধ্যমে,এসব দেখে ভয়ে ঐ পথ মাড়ায়নি কখনো,গত বছরের শেষের দিকে ফেসবুকে রুমি আপুর লেখায় সোনেলার নাম শুনে উনার লেখা পড়তে যায় সোনেলাতে,আমার মনে আছে সেদিন সারাদিন শুধু সোনেলাতে অনেকের লেখা পড়েছি, দু একটি এক ঘেয়েমি পলিটিকেল লেখা ছাড়া সব লেখা গুলোর ভেতরে এক প্রকার পবিত্রতা দেখতে পায়,আর ছোট বড় সবার লেখাকে এক সারিতে নিয়ে এসে কত সুন্দর করে গ্রহন করা তাতে রিতিমত আমি অভিভূত হই,বাংলাদেশে ব্লগ নিয়ে যখন মানুষের মনে ঘৃনা উপছে পড়ছে ঠিক সেই সময় সোনেলা বুক উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সমলোচনার উর্ধে,এটা প্রায় অসম্ভব কে সম্ভব করার মত।আমি একজন সোনেলার প্রবাসী পাঠক,তাই বাহির থেকে একজন সাধারন দেশি অথবা বিদেশি যেই ভাবে দেখতে চাইবে আমিও তেমন,তাই আমি সোনেলার একজন পাঠক হয়ে আমার মতামত জানালাম।সোনেলা বাংলা ব্লগে নিদর্শন হয়ে থাকবে শুধু সোনেলার লেখকদের এমন সুন্দর মানসিকতার জন্য।সোনেলার জন্মদিনে সোনেলার লেখক,পাঠক এবং সোনেলার সহকারী সবাইকে রইল অভিনন্দন।

  • লীলাবতী

    অন্য একটি ব্লগ পরিত্যাগ করে প্রথম থেকেই সোনেলার সাথে আছি, থাকব যতদিন অনলাইনে বিচরন করব। যেমন ব্লগ চাই, সোনেলা ঠিক তেমনই। চার বছর হয়ে গিয়েছে! মনে হচ্ছে এইত সেদিন সোনেলার যাত্রা হল শুরু 🙂 শুভ জন্মদিন সোনেলা -{@

  • মোঃ মজিবর রহমান

    সোনেলা একটি নীড় যেথা আছে স্বর্ণ হৃদয়ের অনেক মানুষের গভীর সুনিবিড় ভালবাসার আত্বার মনের আকাংক্ষা।
    যেথায় ফলে অনেক সুহৃদ মানুষের হৃদয় নিংড়ানো অন্তরের অন্তস্থলের মনের কথামালা। -{@

  • মনির হোসেন মমি(মা মাটি দেশ)

    সম্ভবত ২০১৩ সালে আমি পুরোপুরি মনের কোণে যোগ করি এই সোনেলাকে ।কে কি ভাবছে আমি জানি না তবে কবির মতো এটুকুই বলব ঘুড়ে ঘুড়ে বহু ব্লগে যখন আমি ক্লান্ত একটু সমযোতা সহযোগিতা সর্বোপরি সহ ব্লগারদের মন্তব্যের ধরণ আমাকে মুগ্ধ করে সেই দিন থেকে আজ অব্দি এবং আমৃত্যু সঙ্গে আছি এবং থাকব।সোনেলাকে আমি কিছুই দিতে পারিনি তবে নিয়েছি লেখকের অনেক কলা কৌষল যা আমি কৃতজ্ঞ।
    সোনেলায় এক বার মিলন মেলা হয়েছিল সেই দিনই ব্লগের বেশ কয়েক জন ভাল মনের বন্ধুদের সাথে মত বিনিময় হয়েছিল।আরো একটি মিলন মেলার অপেক্ষায় -{@
    সকলের সুস্থ্যতা কামনা।

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ