আহ্বান

আফ্রি আয়েশা ২৩ আগস্ট ২০১৩, শুক্রবার, ০১:৩৯:২৮পূর্বাহ্ন কবিতা ২৭ মন্তব্য

তুই ফাঁদ পেতেছিস

খুলে দেই আপন আঁধার …

পৃথিবীর সকল পুরুষ আদি মানব

পৃথিবীর সকল নারী আদি মানবী

 

ভালোবেসে বেসে লজ্জাগুলি খুলে খুলে নিস

উন্মক্ত আবেগে

কিছু স্মৃতি নিষ্ঠুরতা পাক

ঈশ্বর ঈশ্বরী হই

সৃষ্টি হোক তোমার আমার

 

চুমুতে তুলে নিবো

ঠোঁটের বাঁধন

নিশ্চুপ নীরবতা অসহনীয়

 

রয়ে গেছি তোরে দেখার বিভ্রমে

রাত গেলে পর

তোকে ভেবে দিন কানা হই

৫৯০জন ৫৯০জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ