তুই ফাঁদ পেতেছিস
খুলে দেই আপন আঁধার …
পৃথিবীর সকল পুরুষ আদি মানব
পৃথিবীর সকল নারী আদি মানবী
ভালোবেসে বেসে লজ্জাগুলি খুলে খুলে নিস
উন্মক্ত আবেগে
কিছু স্মৃতি নিষ্ঠুরতা পাক
ঈশ্বর ঈশ্বরী হই
সৃষ্টি হোক তোমার আমার
চুমুতে তুলে নিবো
ঠোঁটের বাঁধন
নিশ্চুপ নীরবতা অসহনীয়
রয়ে গেছি তোরে দেখার বিভ্রমে
রাত গেলে পর
তোকে ভেবে দিন কানা হই
২৭টি মন্তব্য
মর্তুজা হাসান সৈকত
দৃষ্টিনন্দন উপস্থাপন । নজর কেড়েছে কবিতার গঠনশৈলী ।
আফ্রি আয়েশা
ধন্যবাদ 🙂 শুভকামনা জানবেন ।
জিসান শা ইকরাম
বাপরে ভয় পাইছি
বিভ্রম কেটে যাক
শুভকামনা রাশি রাশি ।
ভালো লেগেছে কবিতা ।
আফ্রি আয়েশা
জিসানদা, বিভ্রম কেটে গেলে জীবন কাটবে কেমনে ? ধন্যবাদ 🙂 আপনার জন্যেও শুভকামনা 🙂
মিসু
অত্যন্ত সুন্দর ভাবে ইচ্ছে গুলোর উপস্থাপনা করলেন । মুগ্ধ হলাম (y)
আফ্রি আয়েশা
ধন্যবাদ 🙂 শুভকামনা জানবেন
খসড়া
কবিতা বেশি ছোট হইছে।
আফ্রি আয়েশা
আচ্ছা পরের গুলি বড় করে লিখতে চেস্টা করবো 🙂 । ধন্যবাদ এবং শুভকামনা জানবেন
আদিব আদ্নান
আপনি ভাল লেখেন দেখছি । চলুক ।
আফ্রি আয়েশা
চলবে… 🙂 ধন্যবাদ এবং শুভকামনা
প্রজন্ম ৭১
সিম্পল এবং সুন্দর । অগুনতি লাইক দিলাম (y) (y) (y) (y) (y)
আফ্রি আয়েশা
আপনাকে অগুনতি ধন্যবাদ 🙂 ভালো থাকবেন
ছাইরাছ হেলাল
অনেক সুন্দর লিখেছেন ।
কিন্তু দিন কানা না হয়ে কিছু হলে মন্দ হয় না ।
আফ্রি আয়েশা
হাহাহাহা… কখনো দিন কানা হয়েছেন? হলে বুঝবেন মন্দ কিনা … ধন্যবাদ , ভালো থাকবেন 🙂
শিশির কনা
ভালোবাসার ফাঁদ বড়ই মারাত্মক । দিন কানা কেনো হতে হবে ? :p
আফ্রি আয়েশা
আপু , প্রেমে রাত দিন বলে কিছু থাকে না তো… দিন কানা হয়েই দেখেন 😉 … ধন্যবাদ আপু 🙂 শুভ কামনা
শুন্য শুন্যালয়
দিন কানা হই… হা হা হা… দারুন বলেছেন… (y)
আফ্রি আয়েশা
🙂 ধন্যবাদ । শুভ কামনা ।
যাযাবর
আপনি বেশ সুন্দর করে লিখতে পারেন । আপনাকে নতুন দেখছি । -{@ -{@
আফ্রি আয়েশা
ধন্যবাদ 🙂 হাঁ নতুন । শুভকামনা জানবেন ।
নীলাঞ্জনা নীলা
আপনি অনেক ভালো লিখেন । কত সুন্দর ভাবে উপস্থাপন করলেন ।
আফ্রি আয়েশা
ধন্যবাদ আপুন 🙂 অনেক শুভ কামনা জানবেন আপুন 🙂
বনলতা সেন
আরে আপনার কবিতাতো অনেক সুন্দর ।
দুঃখিত আগে পরিনি বলে ।
তা জালে কিছু উঠে এলে আমাদের একটু জানিয়েন কিন্তু ।
আফ্রি আয়েশা
জানাবো মানে একেবারে মাইকিং করবো আপুন 🙂 ভালো থাকবেন ।
ব্লগার সজীব
দিন কানার একটি সিরিজ কবিতা পোস্ট হলে মন্দ হয় না 😛 (y) (y) (y)
আফ্রি আয়েশা
সিরিজ মাথায় আসেনা 🙁
ব্যতিক্রমী
দেবাশীস দেবাশীস…