বিষাদ জড়ানো সব অতীত ঘুমিয়ে থাকে সাংঘাতিক স্বপ্নে।
সময়ের পাতায় পাতায় জড়ায়ে থাকে বেদনা বিধুঁর যতনে।
অলস বেলার সাঁজের আবীর ধোয়া, আকাশের কোলে ,
সন্ধ্যা হয়ে আধার নামে যেন, অতিতের আঁচল খুলে ।
তাল পাতার বুননে বুননে গাথা সেই পুরাতন সুর,
দুই চোখের নোনা জলে, ভেসে ভেসে হাতরে ফেরা অতীত সুদুর ।
৭০১জন
৭০১জন
৩টি মন্তব্য
আবু খায়ের আনিছ
অতিত সে সুখের হোক আর দুঃখের সে সব সময় কষ্টের। হায়রে অতিত…………….
নীলাঞ্জনা নীলা
ছবি আর লেখা (y)
অতীত বিষাদ জড়ানো হয়! স্মৃতি কি তবে ধূসর? সাদা-কালো নয়?
ভাবালো নতূন করে। 🙂
ইমন
বাহ! ভাল লাগলো পড়ে 🙂 শুভেচ্ছা নিবেন -{@