এই ঝড় বাদল ফুটকাদা পানিতে ,
ভাংগা ছাতি নিয়ে বের হতে হয় জীবনের ঘানি টানিতে ।
ঘরে যদি শুয়ে থাকা যেত বিছানাতে
তাহলে হয়ত পড়িত মনে কাউকে হঠাত চকিতে ।
ট্যাক্সির ছিটানো জলে পথচারীর খিস্তি খেঁউড়ে
আঁতকে উঠা ট্রাকের বিকট ভেপুতে
চড়ুই পরানটা পালাতে চায় গায়েতে।
টিনের চালের ঝুম ঝুম বারীর নাচন শুনে
কারো কথা হয়ত স্মরীত উচাটন মনে।
নদের বানে নতুন জলের ঢেউ,
দেখিয়া পড়িত মনে অতিতে হয়ত ছিল তেমন কেউ।
ধূসর পাতায় আকা ছবি আজ সেসব মিছে
নাগরিক যাতনায় জর্জরিত আজ শহুরে বিষে ।
এই ঝড় বাতাস ফুটকাদা পানিতে ,
ভাংগা ছাতি নিয়ে বের হতে হয় জীবনের ঘানি টানিতে ।
ঘরে যদি শুয়ে থাকা যেত বিছানাতে
তাহলে হয়ত পড়িত মনে কাউকে হঠাত চকিতে ।
৮টি মন্তব্য
ক্রিস্টাল শামীম
ভাংগা ছাতি নিয়ে বের হতে হয় জীবনের ঘানি টানিতে ।
ঘরে যদি শুয়ে থাকা যেত বিছানাতে
তাহলে হয়ত পড়িত মনে কাউকে হঠাত চকিতে ।…
সুন্দর লেখা ছড়ার মতো কবিতা ভালো লাগলো। (y)
নীলাঞ্জনা নীলা
ছবিটা খুবই সুন্দর।
প্রহেলিকা
আহা আমার শহুরে বৃষ্টি!!! এমনি হয় শহুরে বৃষ্টি।
ছবিটা অসাধারণ সুন্দর।
মোঃ মজিবর রহমান
কিছু অঞ্চলের বাস্তব চিত্র
আর মানব জিবনের কষ্ট ফুটে উঠেছে
ছবি দাউন।
ব্লগার সজীব
ফুটকাদা মানে কি? বর্ষা ভাল লাগে।
মৌনতা রিতু
বর্ষায় সব শহুরে গ্লানি ধুয়ে যাক। দু’একটা দিন না হয় শুয়ে থাকুন। যদি কাউকে মনে পড়ে, তাকে নিয়েও দু’কলম লিখে ফেলুন।
ইঞ্জা
সুন্দর লিখেছেন।
আবু খায়ের আনিছ
যেখানেই যাও ভাই, জীবন থেকে মুক্তি নাই, ভাঙ্গা ছাতার তলেই সুখ খুজেঁ নিতে হয়।