অধিক পিরিত অধিক জ্বালা

সিকদার ১০ আগস্ট ২০১৬, বুধবার, ০৯:৪৩:৪৮অপরাহ্ন বিবিধ ২৬ মন্তব্য

অধিক পিরিত অধিক জ্বালা , অল্প পিরিত বহুত ভালা ,
পইল্লা পইল্লা ও দুলাভাই , পড়ে ডাকে হালার হালা।

অল্প জ্বালায় গলার মালা , অধিক জ্বালায় কেডার (কাঁটা) গুতা,
অল্প টানে ঠিক থাহে , বেশি টানে ছিড়ে সুতা।

বেশ ঝালে সালোন বরবাদ , অতি নুনে ন যায় খানা,
অল্প আলোয় চান্নি পঅর , রোইদের আলোয় চক্ষু কানা।

অধিক পিরিত অধিক জ্বালা , অল্প পিরিত বহুত ভালা
পইল্লা পইল্লা ও দুলাভাই , পড়ে ডাকে হালার হালা।
( এই লেখায় কেউ মনে কষ্ট পাইলে আমি দায়ী নই । )

৮২৯জন ৮২৯জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ