অধিক পিরিত অধিক জ্বালা , অল্প পিরিত বহুত ভালা ,
পইল্লা পইল্লা ও দুলাভাই , পড়ে ডাকে হালার হালা।
অল্প জ্বালায় গলার মালা , অধিক জ্বালায় কেডার (কাঁটা) গুতা,
অল্প টানে ঠিক থাহে , বেশি টানে ছিড়ে সুতা।
বেশ ঝালে সালোন বরবাদ , অতি নুনে ন যায় খানা,
অল্প আলোয় চান্নি পঅর , রোইদের আলোয় চক্ষু কানা।
অধিক পিরিত অধিক জ্বালা , অল্প পিরিত বহুত ভালা
পইল্লা পইল্লা ও দুলাভাই , পড়ে ডাকে হালার হালা।
( এই লেখায় কেউ মনে কষ্ট পাইলে আমি দায়ী নই । )
২৬টি মন্তব্য
প্রহেলিকা
আঙুর ফল টক
সিকদার
🙁
গাজী বুরহান
গরীব মরলে মইরা গেছে… ধনী মরলেই
ইন্তেকাল ফরমাইছেন।
রাস্তায় করলে শৌচকায’,,,মার্কেটে
করলেই ওয়াশ হওয়া।
সিকদার
হাচা কইছেন ।
নীলাঞ্জনা নীলা
মনে কষ্ট পাই নাই। তয় মজা পাইছি। 😀
সিকদার
যাক একটা কিছুত পাইছেন ।
-{@
শুন্য শুন্যালয়
সবকিছুই অতি আর অধিকে সমস্যা, তবে অধিক পিরিতে জ্বালা হইলেও সবাই তাই চায় 🙂
সিকদার
আহা সেই এখন আর কই ? এখনকার পিরিতে খালি জ্বালা । পিরিত এখন টিসু পেপার ।
মৌনতা রিতু
কষ্ট পাই নাই। ক্যালা কষ্ট পাই!
সালোনের ঝোলে লবন দিলাম।
ভালো হইছে।
সিকদার
সালন আরেকটু দেই আর দুইডা ভাত নেন। 😀
অপার্থিব
হাহাহা… ছড়া খান ভাল হয়েছে। কষ্ট পাওয়ার কিছু নাই।
সিকদার
কষ্ট না পাইলে ভাল ।
মিষ্টি জিন
পিরীত করলে কি অল্প করা যায় নাকি? :p
ঝাল সালোনে আমি একটু মিষ্টি দিলাম 😀
বেশ মজা পেয়েছি।
সিকদার
পিরিত যদি অল্প না করা যায় তাহলে গায়ক এই গান গাইলেন কেন ?https://www.youtube.com/watch?v=1XRgYueqb3M
মোঃ মজিবর রহমান
ধরা খাইছি মনে হইতাছে।
জ্বালা নায় মালাও নায়
নিসঙ্গ কাটুক পাটনায়।
সিকদার
🙁
মোঃ মজিবর রহমান
কষ্ট আর নষ্ট
জীবন।
ব্লগার সজীব
আহা ঠিক ঠিক ঠিক 🙂
সিকদার
তাই নাকি ?
ইঞ্জা
মজাই পেলাম, বেশ কিছু শব্দ চট্টগ্রামের নয়কি?
সিকদার
হ্যা চট্টগ্রামের ভাষা ।
মেহেরী তাজ
কিছু কিছু শব্দ তো বুঝতেছি না!
তবে ছন্দের মিলে পড়তে ভালো লাগছে…. 🙂
সিকদার
প্রবাদটা চট্টগ্রামের । তাই সমস্যা ।
ইঞ্জা
পইল্লা পইল্লা — প্রথম প্রথম
হালার হালা — শালার শালা
বুঝেছেন বুবুজান 😀
আবু খায়ের আনিছ
ভাই, আম্নের গ্যারামের বাড়ি কই? আঞ্চলিকতায় ভালো লিখেছেন। কেডা নাকি কাডা বুঝতে পারছি না।
সিকদার
প্রবাদটা চট্টগ্রামের ।চট্টগ্রামের ভাষা ।