চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মাওলান মোহাম্মদ শফীর বক্তব্যের কিছু গুরুত্বপূর্ণ অংশ নিচে তুলে ধরা হল। নারীদের ব্যাপারে উনাদের দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে উনার বক্তব্যে।
কোথায় যাচ্ছি আমরা ? আমাদের দেশের কোন নারী উলংগ অবস্থায় চলাফেরা করেন বলে আমার জানা নেই । হয়ত হুজুরের চোখ এক্সরে মেশিনের মত । তাই কাপড় ভেদ করে উলংগ দেখেন নারীদের । ইসলাম নারীদের এভাবে দেখার শিক্ষা দিয়েছে ? নারীদের এভাবে দেখার শিক্ষা দিয়েছে ? ওয়াজ মাহফিলে এতক্ষন শুধু নারীদের নিয়ে অবমাননাকর আলোচনা করলে আল্লাহ্ এবং রাসুল (দঃ) এর আলোচনা কখন করবেন উনি ?
আল্লামা শফীর বক্তব্যঃ
“ আপনারা মহিলারা মার্কেট করতে যাবেন না। স্বামী আছে সন্তান আছে তাদের যাইতে বলবেন। আপনি কেন যাবেন? আপনি স্বামীর ঘরের মধ্যে থাইকা উনার আসবাব পত্র এগুলার হেফাজত করবেন। ছেলে সন্তান লালন পালন করবেন। এগুলা আপনার কাজ। আপনি বাইরে কেন যাবেন?
আপনার মেয়েকে কেন দিচ্ছেন গার্মেন্টসে কাজ করার জন্য? চাকরি তো অনেক করতেসেন। আপনি নিজে করতেসেন, আপনার বউ করতেসে,মেয়েরা করতেসে। কিন্তু কুলাইতে তো পারতেসেন না। খালি অভাব আর অভাব। আগের যুগে রোজগার করত একজন, স্বামী। সবাই মিইলা খাইত। এখন বরকত নাই। সবাই মিইলা এতো টাকা কামাইয়াও তো কুলাইতে পারতেসেন না। গার্মেন্টসে কেন দিচ্ছেন আপনার মেয়েকে? সকাল ৭/৮ টায় যায়, রাত ১০/১২ টায়ও আসেনা। কোন পুরুষের সাথে ঘোরাফেরা করে তুমি তো জান না। কতজনের সাথে মত্তলা হচ্ছে আপনার মেয়ে তা তো জানেন না। জেনা কইরা টাকা কামাই করতেসে, বরকত থাকবে কেমনে?
আপনারা মেয়েদের স্কুল, কলেজ, ভার্সিটিতে লেখাপড়া করাইতেসেন। কেন করাইতেসেন? তাদের ক্লাস ফোর ফাইভ পর্যন্ত পড়াইবেন যাতে বিবাহ শাদী দিলে স্বামীর টাকা পয়সার হিসাব রাখতে পারে। বেশি বেশি আপনার মেয়েকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইতেসেন,লক্ষ লক্ষ টাকা খরচ করতেসেন। কিছুদিন পর আপনার মেয়ে, স্বামী একটা নিজে নিজে জোগাড় কইরা লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ কইরা চইলা যাবে। আপনার কথা স্মরণ করবে না। মহিলাদের ক্লাসের সামনে বসানো হয়। পুরুষরা কি লেখাপড়া করবে? মেয়ে মানুষ হচ্ছে তেঁতুলের মত। ছোট্ট একটা ছেলে তেতুল খাইতেসে, তা দেখলে আপনার মুখ দিয়া লালা ঝরবে। তেতুল গাছের নিচ দিয়া আপনি হাইটা যান তাইলেও আপনার লালা ঝরবে। দোকানে তেঁতুল বিক্রি হইতে দেখলেও আপনার লালা ঝরবে। ঠিক তেমনি মহিলাদের দেখলে দিলের মাঝে লালা ঝরে। বিবাহ করতে মন চায়। লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ করতে মন চায়। দিনরাত মেয়েদের সাথে পড়ালেখা করতেসেন, আপনারা দিল ঠিক রাখতে পারবেন না। রাস্তাঘাটে মেয়েদের সাথে চলাফেরা করতেসেন, আপনার দিল ঠিক রাখতে পারবেন না। যতই বুজুর্গ হন আপনার মনের মাঝে কু খেয়াল আইসা যাবে। এইটা মনের জেনা, দিলের জেনা। এইটা একসময় আসল জেনায় পরিণত হবে। কেউ যদি বলে মেয়ে মানুষ দেখলে আমার দিলের মাঝে লালা ঝরে না, তাহলে বলব তোমার ধ্বজভঙ্গ রোগ আছে। তোমার পুরুষত্ব নস্ট হয়া গেসে। তাই মহিলাদের দেখলে তোমার কু ভাব আসে না। ”
“জন্মনিয়ন্ত্রণ কেন করেন? বার্থ কন্ট্রোল কেন করেন? বার্থ কন্ট্রোল হল পুরুষদের মরদ থাইকা খাসী কইরা ফেলা। মহিলাদের জন্মদানী সেলাই কইরা দেয়া। এরই নাম বার্থ কন্ট্রোল। বার্থ কন্ট্রোল করলেও ডেথ তো কন্ট্রোল করতে পারবা না। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। খাওয়াইবো তো উনি। তুমি কেন বার্থ কন্ট্রোল করবা? বড় গুনাহের কাজ এইটা। পারলে চাইরটা পর্যন্ত বিবাহ করবা। খাওয়াইবো তো আল্লাহ। বার্থ কন্ট্রোল করবা না। এইটা বড় গুনাহের কাজ।”
আল্লামা আহমদ শফি সাহেবের ওয়াজের ভিডিও লিংক
লেখাটি সিডাটিভ হিপনোটিক্স এর ফেইসবুক থেকে নেয়া
১৫টি মন্তব্য
মিসু
২৫ মিনিট উনি শুধু এসব কথাই বলে গেলেন । তাজ্জব হয়ে গেলাম ।
প্রজন্ম ৭১
কতটা বিকৃত মানসিকতা থাকলে এমন কোন মানুষ পারেন , তা এই ভিডিও না দেখলে জানতাম না।
ছাইরাছ হেলাল
একটি বিশেষ বিষয়ে তাকে বি…………গ্যেনী বলা যেতেই পারে ।
প্রজন্ম ৭১
ওনার এ বিষয়ে প্রচুর অভিজ্ঞতা আছে বলতেই হবে ।
শিশির কনা
ছি ছি , ওনার মত এই বয়সের একজন মানুষ মেয়েদের এভাবে দেখেন ? নারী চাকুরী জিবীরা সবাই সেক্স করেন ? ওনার মানসিক চিকিতসা দরকার ।
প্রজন্ম ৭১
ওনার মানসিক চিকিতসা দরকার (y)
জিসান শা ইকরাম
দীর্ঘ ২৫ মিনিট উনি এই বিষয়ে ওয়াজ করেছেন – এটি ভাবতেই কেমন যেন লাগে।
হাসিনা খালেদা এনারাও তো বাইরে বেড় হন , বেতন নেন । এর অর্থ ওনারাও চাকুরী করেন । চাকুরীজিবি নারী হিসেবে তাহলে শফি হুজুরের দৃষ্টিতে এনারাও সেক্স করেন ।
ঘৃণা ভড়ে প্রত্যাখ্যান করলাম ওনার এই বক্তব্য ।
প্রজন্ম ৭১
ঘৃণা ভড়ে প্রত্যাখ্যান করলাম ওনার এই বক্তব্য (y)
ব্লগার সজীব
দেশের সমস্ত নারীকে অপমান করেছেন উনি । তাঁর অবস্থানে থাকা একজন মানুষের এমন বক্তব্য প্রদান উচিৎ হয়নি।
প্রজন্ম ৭১
ইনি করবেন ইসলামের হেফাজত , হাসি আসে এসব কথা শুনলে ।
সুখী মানুষ
🙁 -:- (9)
প্রজন্ম ৭১
^:^ 🙁 😮
হতভাগ্য কবি
কি ভয়ঙ্কর চিন্তা। ছি -:- -:-
প্রজন্ম ৭১
উনি খুব আস্থা নিয়ে বলেছেন এসব 🙂
তুমি আমি এক
অবাক হলাম তখন ই যখন দেখলাম একজন নারী প্রধানমন্ত্রী হয়ে তার বক্তব্যের প্রতিবাদ করল আর অন্য দিকে বিরোধীদলের নাড়িরা ওনার বক্তব্যের সমর্থন করল । হায় রে আমার সোনার বাংলাদেশ আর কত কি যে দেখতে পাবো ??