দু হাতে জানালার পাল্লা দুটো খুলে দিলাম। বেশ কিছুদিন ঘরে আলো বাতাসের প্রবেশ নেই। ঘরের বাতাসে ভেপসা গন্ধ। সেটাকে দূর করতে হবে। ফ্যানটা ছেড়ে রেখেছি। এক হাতে নিজের ব্যবহারি বডি স্প্রে আর অন্য হাতে সুন্দর গন্ধের একটা রুম স্প্রে নিয়ে স্প্রে করছি ঘরের প্রতিটা কোনায়,পুরাতন আর অপ্রয়োজনীয় কিছু ছুড়ে ফেলে দিচ্ছি ঘর থেকে। মোদ্দা কথা ঘরটাকে সাজাচ্ছি নতুন করে।
বাতাস এসে আমার কানে কানে বলে গেছে এই ঘরে বেশ বড়,চাপা রঙের একটা প্রজাপতি আসবে। যে ছোট্ট একটা ঘর চায়,সাথে একটা খোলা জানালা। যে জানালা দিয়ে একটু খানি নীল আকশ দেখা যাবে। যে জানালা দিয়ে সকালের রোদ এসে গায়ে মাখবে। বিকেলের আকাশে পাখির ওড়া উড়ি কিংবা রাতের সাদা চাঁদ টা আয়েস করে দেখা যাবে। সেটা দিয়ে হাত বাড়ালেই একটু বৃষ্টি ছোঁয়া যাবে। ঘরটাকে তার বসবাসের উপযোগী করে তুলছি।
বেশ তো থাকা হলো বন্ধ ঘরে,এবার না হয় একটু জানালাগুলো খুলেই দিলাম।
বন্ধ ঘরে থাকতে থাকতে হেরে যাওয়া সুন্দর প্রজাপতি টার জন্য আমার কোন আফসোস থাকলো না। কারন সে জানালা দিয়ে আকাশ দেখতে জানলো না।
বিঃদ্রঃ এই প্রজাপতি টা প্রায় একবছর আগে মরে গেছে। আমি এর দেহাবশেষ টা আমার একটা প্রিয় গয়নার সাথে রেখে দিয়েছি। অনেকেই মরা প্রজাপতি টা দেখে আমায় পাগল বলে। তবে মৃত প্রজাপতি টা হাতে নিয়ে ” ওয়াও” বলতে মোটেই ভুলে যায় না।
নওগাঁ
৯ এপ্রিল ২০১৫ খৃষ্টাব্দ।
৪৩টি মন্তব্য
স্বপ্ন
প্রজাপতির মৃত দেহ কেউ প্রিয় গয়নার সাথে সংরক্ষন করে তা এই প্রথম শুনলাম।আসলেই আপনি একটু পাগলাটে।তবে সবার মত আমিও বলছি,প্রজাপতিটি দেখতে তো বেশ সুন্দর 🙂
আপু জানালা খুলে দেয়ার পর প্রজাপতিটা উড়ে যেতে চায়নি ?
মেহেরী তাজ
না ভাইয়া চায় নি।
ও যে আমার জন্য মরে গেলো, আমি পারলে গহনা নয় তার চেয়েও প্রিয় কিছুর সাথে রেখে দিতাম। কিন্তু গহনা টা চোখের সামনে থাকে বলে ওটার সাথেই রেখেছি।
হিলিয়াম এইচ ই
মৃত প্রজাপতির চাইতে জীবিত প্রজাপতি অনেক সুন্দর। 🙂
মেহেরী তাজ
হ্যা তা অবশ্য ঠিক। কিন্তু জীবিত প্রজাপতি আপনি চাইলে তো আর আপনার গহনার বাক্সে বসে থাকবে না। কিন্তু এটা মরা বলেই আছে।
খেয়ালী মেয়ে
তোমার প্রজাপতি প্রেম ভালো লাগলো আপু (y)
ছবিটা ওয়াও হয়েছে 😀
মেহেরী তাজ
এত্তো গুলা থাংকু প্রিয় ব্লগার বড় আপু। -{@
জিসান শা ইকরাম
লেখা পড়ে অন্য কিছু ভেবেছিলাম।বিঃদ্রঃ পড়ে বুঝলাম এটি প্রজাপতিকে নিয়ে লেখা।
তোমার কাছে এত ফড়িং,প্রজাপতি আসে কেনো?
এর আগে হাতের উপর ফড়িং এর ফটো দেখেছিলাম।
ছোট লেখাটা ভালোই লেগেছে।
মেহেরী তাজ
অন্য কিছু? কি ভেবেছিলেন ভাইয়া? কিউরিসিটি হচ্ছে!
কেন যেন চলে আসে, আমি নিজেও জানি না।
আমার ফরিং এর কথা আপনার মনে আছে? 😮
অনেক ধন্যবাদ ভাইয়া।
শুন্য শুন্যালয়
প্রজাপতি ছোট্ট একটা ঘর চায়, একটা ছোট্ট জানলা। বাহ্। তোমার মধ্যেই সেই প্রজাপতি দেখতে পাচ্ছি।
মৃত প্রজাপতি দেখে আমিও তোমাকে পাগল বললাম। তুমি অদ্ভূত মেয়ে। মনে করিয়ে এই গয়নার বাক্স দেখাবে আমাকে।
সুন্দর প্রজাপতি, সুন্দর লেখা।
মেহেরী তাজ
🙂 ইচ্ছে করে প্রজাপতির মত উড়ে বেড়াই।
আপু এসব ব্যপারে মনে হয় আমি একটু পাগলই।
আচ্ছা সময় করে দেখিয়ে দেবো গয়নার বাক্স টা। 🙂
অনিকেত নন্দিনী
গত বছরের শেষদিকে আমিও পাগলের মতো ইয়া বড়ো এক প্রজাপতির ছবি তুলেছিলাম। ফোন থেকে ছবি দেয়ার অপশন দেখতে পাচ্ছিনা। পরে দেখাবোনে।
গয়নার বাক্সে মৃত প্রজাপতি! গা চুলকায় না? প্রজাপতির ডানার রেণুতে গা চুলকায় খুব। যে কয়দিন ধরেছি, ভীষণ চুলকিয়েছে।
সুন্দর লেখা। লেখায় বন্ধ ঘরে বন্দী মেয়ের মন খারাপ করা আকুতি লুকিয়ে আছে। 🙁
মেহেরী তাজ
আপনার তোলা প্রজাপতিটার ছবি দেখতে চাই অতি শীঘ্রয়।
গা চুলকায় না আপু। প্রজাপতি, ফরিং এগুলার সাথে আমার খুব সখ্যতা আছে।
আর এই প্রজাপতি তো আমার জন্যই মারা গেছে ও আমায় কষ্ট দেবে কেনো?
মিথুন
বন্ধ ঘরের ছটফট করা প্রজাপতি যেন আকাশ ছুঁতে চাইছে।
এই প্রজাপতি টা আমার খুব পছন্দ………
মেহেরী তাজ
আমারও খুব পছেন্দ।
কিন্তু আপনার যদি পছন্দ হয়ে তবে নিয়ে নেন। একটু খারাপ লাগবে। তারপরেও আমি দিয়ে দেবো। 🙂
ইমন
(y)
মেহেরী তাজ
ব্লগার সজীবের ” ব্লগারদের জন্য রেডিমেড কমেন্ট ” লেখাটা পড়েছেন ভাইয়া? একটা ইউনিক পোষ্ট। পড়ে দেইখেন।
ধন্যবাদ।
সিকদার
সুন্দর সুন্দরই সে জীবিত হোক বা মৃত।
মেহেরী তাজ
হ্যা ঠিক!
ধন্যবাদ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সত্যিই অসাধারন আপনি এবং আপনার প্রতিটি পোষ্ট।
মেহেরী তাজ
ভাইয়া আপনি একজন অসাধারণ মানুষ বলেই এমন কথা বলতে পারেন।
ধন্যবাদ ভাইয়া। 🙂 🙂
নুসরাত মৌরিন
আমি ভেবেছিলাম প্রজাপতিটা আপনি।যে তার নিজের জন্য ছোট্টো একটা ঘর চায়,একটা ছোট্ট জানালা চায়, যে জানালা দিয়ে এক টুকরো আকাশ দেখা যায়,চাঁদ দেখা যায়, বৃষ্টি ছোঁয়া যায়।
শেষে এসে বুঝলাম সত্যিই একটা প্রজাপতির জন্য আপনি ঘর সাজাচ্ছেন…।
অসাধারন লাগলো… লেখাটি!
মেহেরী তাজ
আপু আপন এতোদিন ছিলেন কই??????
পোষ্ট টা পড়ে যে যার মত ভাবতে পারে।
আমি অনেক কিছু ভেবেই লিখেছি। আপনার টার কিন্তু ফেলে দেওয়ার না। 🙂
ব্লগার সজীব
এই প্রথম দেখলাম কেউ মৃত প্রজাপতি রাখে! ওস্তাদ আর কি কি শখ আছে এমন অদ্ভুৎ?লেখাটা কিন্তু দারুন হইছে 🙂 আচ্ছা মৃত প্রজাপতিও এত সুন্দর হয়? সুন্দর থাকে?
মেহেরী তাজ
আরো কিছু শখ আছে শিষ্য। আস্তে আস্তে জানতে পারবে।
অন্য কারর কাছে থাকে কিংবা আছে কি না জানি না তবে আমার মরা প্রজাপতি টা এমন টাই আছে।
লীলাবতী
তাজ আমি ভেবেছি তুমি নিজকে নিয়ে লিখেছ।প্রজাপতিকে এমন মায়ায় নিজের কাছে রেখে দেয়ায় এটি প্রমানিত যে তুমি সুন্দরের পূজারিণী এবং নরম মনের মানুষ।দিন দিন ভাল লিখছো তুমি।
মেহেরী তাজ
প্রজাপতি টার সাথে যে আমার অনেক মিল আপু।
আমি নরম মনের মানুষ? কি যেনো হতে পারে। ছোট বেলায় প্রজাপতি দেখে ভয় পেতাম এখন খুব ভালো লাগে।
ছাইরাছ হেলাল
আপনার প্রজাপতিময়তা দেখে বিস্মিত হয়েছি ,আবার সেটির প্রতি আপনার ও অগাধ মমতা দেখে
ভালো ও লাগল।
মেহেরী তাজ
প্রজাপতি, ফরিং,পাখি এগুলো যে মায়ার জিনিস ভাইয়া….. ..
সঞ্জয় কুমার
শিশু সুলভ সখ । প্রজাপতি টা সুন্দর
মেহেরী তাজ
বলেন কি ভাইয়া? এটা শিশুসুলভ সখ???? 😮 তাইলে বড় মানুষের সখ কেমন? কোন গুলা? :p
সঞ্জয় কুমার
আরেকটু বড় হলেই জানতে পারবেন
মেহেরী তাজ
আ হচ্ছে টা কি??? আমি কি পুচ্চু নাকি? ভ্যাঁ……….. ;(
সঞ্জয় কুমার
কাঁদেনা বাবু সোনা । বিকেলে চকলেট কিনে দেব ।
যা হোক আপনার মনটা অনেক নরম । যে মানুষ প্রাণীদের এত ভালোবাসে সে খারাপ হতে পারে না
মেহেরী তাজ
চকলেট। ইআয়আয়া হু…… \|/
আপনি ও বলছেন নরম মনের মানুষ? তারা তো খুব কষ্ট পায়।
কি যেন হতে পারে।
পারভীন সুলতানা
After a long long time, I have come across such a heart that shares my pain. This piece of writing is an outstanding attempt to present the pain from the death of freedom, dreams and possibilities of a young life within a very small context. Such a rhetoric writing yet so complete in itself is beyond our expressibility, which you have put into words so wonderfully. Thank you very much for such an expression in writing. I had also cried over the butterfly long dead and kept secretly in me. On reading your work, I felt as if I could cry out loud the very existence of that dear butterfly………………………..It is so me, it is so much of us.
I appologise for trespassing, I am not THE DR. PARVEEN SULTANA, nothing like her, but her daughter Mahjabeen. Your story was so incredibly touching that I couldn’t help commenting
on it.
আমার পক্ষ থেকেও ক্ষমা চেয়ে নিচ্ছি, মেয়েকে অনধিকার প্রবেশ করতে দেবার জন্য ; কি করি বলুন হাযার হলেও মা; না দিয়ে পারলাম না।
মেহেরী তাজ
আমি কি জবাব দেবো বুঝতে পারছি না আপু।আপনার মেয়ে মাহজাবিন এর মন্তব্য এটি। #মাহজাবিন লেখাটি হঠাৎ করেই লিখে ফেলেছি।অনেকেই ভাবছেন এটি আমি আমার কথা লিখতে চেয়েছি।হয়ত তাই অথবা না।সবার এত এত প্রশংসায় আমি আসলে কিছুটা নার্ভাস হয়ে গিয়েছি।আমার কিছু লেখা আছে,যা লেখার পরে আমি নিজকেই প্রশ্ন করি,লেখাটি আমার তো? আপনার এমন মন্তব্য আমার লেখা সম্পর্কে সেরা মন্তব্যের একটি।ভালো থাকুন আপনি।
#পারভিন আপু,মেয়েকে কেন আসতে দিবেন না?ঠিকই করেছেন আপনি।মেয়েকে একটি আইডি করে দিন।
মা এবং মেয়েকে অনেক অনেক শুভেচ্ছা -{@
পারভীন সুলতানা
মেহেরী তাজ , অপূর্ব আপনার প্রকাশ । একটা অনুরধ; করবো ভাষার অলঙ্কারে আর একটু পরিবর্ধন করুন । দারুন একটি অনুগল্প, ঠিক যেন একটি কবিতা ।
মেহেরী তাজ
আপু আমি ফেবুকের বাহিরে এই খানেই প্রথম লিখছি। তাও আবার মাত্র ৯/১০ মাসের মত। পরের বার লেখার সময় আপনার কথা মনে থাকবে। 🙂
ধন্যবাদ আপু।
রাসেল হাসান
ভালো লাগলো প্রজাপতিকে নিয়ে লেখাটি। 🙂
মেহেরী তাজ
ধন্যবাদ আপনাকে -{@
অরণ্য
বেশ লিখেছিস।
অনেকদিন তোর জন্য কোন গান প্লে করি না।
আজ প্লে করে দিলাম “প্রজাপতিটা যখন তখন…”।
https://www.youtube.com/watch?v=PRXm56Hvy1M
মেহেরী তাজ
আপনার বোন না? না লিখে পারি?
আমার খুব পছন্দ ভাইয়া।
অনেক গুলা থ্যাংকু। 🙂
অরণ্য
ঠিক বলেছিস। 🙂