তোর দেওয়া হলুদ গোলাপ টাকে নষ্ট হয়ে যেতে দেই নি। সাদা টিস্যু করে বিবর্ণ প্রায় পাপড়ি গুলো স্টেপলার মেরে একটা মোটা বই এই ভাজে রেখে দিয়েছি। টিস্যুর উপর তোর নাম আর তারিখ দেওয়া। যাতে ওটা দেখতে না পাই।
সেই ব্রিজের পাশে বটতলা,কিংবা হাটতে হাটতে তিন মাইল। রাস্তার পাশের চায়ের টোং এর ধুঁয়া ওঠা চায়ের ভাড়। আবার কখনও বা অজানা প্রতিক্ষায় বসে থাকা ভাঙাচোরা স্টেশন চত্তরে।সেখানে বসেই দাবার প্রতিযোগিতা বা বিকেল শেষে নিরস মুখে ঘরে ফেরা। কিংবা শীতকালে জবুথবু হয়ে আইসক্রিম খাওয়া।আবার কখনও বা চায়ের দাম দেওয়া নিয়ে মারামারি করে দুজনেই দ্বিগুণ দাম দিয়ে চলে আসা। তোর সাথে বেট লেগে ফুসকায় তিনগুণ ঝাল খাওয়া, সেই সাথে চোখে ছোট খাটো জলপ্রপাত বয়ে যাওয়া। এসবের কিছুই যাতে মনে না পরে।
কিন্তু একটা প্রশ্ন প্রায় মনের মাঝে উকি মারে-
” এতদিনের পরিশ্রমে জন্মানো হলুদ গোলাপটা কে কেনো তুই লাল গোলাপে বদলাতে গেলি?”
হলুদ টা কি খুব বেশি খারাপ ছিলো?
বিঃদ্রঃ এটি কোন সাহিত্য নয়,আমি যেভাবে কথা বলি সেভাবে লেখা।এর মাঝে সাহিত্য খুঁজে সময় নষ্ট না করার জন্য সবাইকে অনুরোধ করছি।
৩৪টি মন্তব্য
হিলিয়াম এইচ ই
ভাল্লাগছে
মেহেরী তাজ
ধন্যবাদ ভাইয়া।
আশা জাগানিয়া
আসলেই তো,হলুদ গোলাপে সমস্যা কি ছিলো?ছোট লেখা ভালো লাগে 🙂
মেহেরী তাজ
কোনই সমস্যা ছিল না।ধন্যবাদ আপু।
নুসরাত মৌরিন
খুব সুন্দর লিখেছেন।সত্যিই কিইবা দরকার ছিল গোলাপের রঙ বদলের।তবু ভাল থাকুক আপনার হলুদ গোলাপ।ভাল থাকুক বন্ধুতা…।
মেহেরী তাজ
অনেক দিন পরে আপনাকে দেখলাম।আমাদের ছেড়ে কোথায় চলে গেলেন আপনি?ধন্যবাদ আপু।
খেয়ালী মেয়ে
যত্নে থাকুক সম্পর্কগুলো…..
শুভকামনা রইলো…
মেহেরী তাজ
ধন্যবাদ পরী আপু।
জিসান শা ইকরাম
লেখা ছোট হলেও অনুভূতিটি তীক্ষ্ণ।
আবোল তাবোল লেখা চলুক===
মেহেরী তাজ
লেখা চলবে 🙂 ধন্যবাদ ভাইয়া।
ব্লগার সজীব
কিছু মানুষ এমন থাকে ওস্তাদ,তারা সবকিছু পালটে দেয় অবলীলায়।আপনি ভালো থাকুন আন্তরিক ভাবে এই কামনা করি।
লেখা ভালো লেগেছে ওস্তাদ।
মেহেরী তাজ
ধন্যবাদ শিষ্য 🙂
ছাইরাছ হেলাল
লিখলেই সাহিত্য হতে হবে বা সাহিত্যই লিখতে হবে এমনটি মনে করার কোন কারণ নেই।
ভাল হয়েছে।
মেহেরী তাজ
এমনি অভয় পেলে লিখতেই থাকবো ভাইয়া।সাহিত্যের চিন্তা যখন নেই :)ধন্যবাদ ভাইয়া।
শুন্য শুন্যালয়
কোন কিছু না দেখতে পাবার জন্য নাম ঠিকানা লিখে রাখা!!! 🙂 জোর করে কিছু ভুলতে যাওয়া মানেই বেশি করে মনে রাখা। হলুদ গোলাপই সুন্দর, সেও ঠিক বুঝে যাবে একদিন। সেদিন পাতাগুলো বিবর্ন পাতাগুলোই খুঁজে বেড়াবে।
আবোলতাবোলের জন্যই তাজ ইউনিক। আমরা আবোলতাবোল ভালো পাই।
মেহেরী তাজ
অনেক ধন্যবাদ আপু আমাকে আবোলতাবোলের জন্য *ইউনিক* বলেছেন বলে। নাম ঠিকানা লিখে রেখেছি কারন সে যদি কখন ও হলুদ ফুল ফেরত চায় আর আমি ভুল করে লাল দিয়ে দেই তাই আর কি!
অলিভার
বদলে দিতে গেলেই পুরোটা হারাতে হয়, এটা যদি বুঝতে পারত তাহলে বোধ করি কখনোই বদলাতে চেষ্টা করতো না।
আবোল-তাবোল কথায় অনুভূতির প্রকাশ অনন্য হয়েছে।
মেহেরী তাজ
আসলেই তার এটা বোঝা উচিৎ ছিলো।
ধন্যবাদ আপনাকে।
লীলাবতী
আমাকে কেউ কোনোদিন কোন ফুলই দেয়নি।হলুদ,লাল,সাদা কিছুই না 🙁 লেখা ভাল হয়েছে তাজ।
মেহেরী তাজ
ধন্যবাদ। আপু আপনার সাথে দেখা হলে আমি এর সব কটা গোলাপ আপনাকে দেবো। কেমন? মন খারাপ করেন না।
মরুভূমির জলদস্যু
সাহিত্য খোঁজা থেকে বিরত রইলাম।
মেহেরী তাজ
তার জন্য ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
সাহিত্য খুঁজতে আসিনি। প্রাণ ফোঁটাতে এসেছি। এতোটাই দারুণ 🙂
মেহেরী তাজ
লিখতে বলছিলেন না কিছু একটা, লিখে ফেলেছি।
থ্যাংকু আপু।
নীলাঞ্জনা নীলা
উম্মম্মম্মম্মাআআআআ লাভ ইয়্যু। -{@ (3
মেহেরী তাজ
লাভিউ ঠু
উম্মাউম্মম্মম্মম্মম্মম্মম্ম ঠুঠু (3 (3 \|/
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সাহিত্য কি তা আগে বলতে হবে তারপর ভাববো খুজব কি খুজব না।অসাধারন ঝগড়াটে স্মৃতির ডায়রী যা ভাবস্প্রসারন করলে সুন্দর একটি সাহিত্য রচিত হবে।অয়েল ডান।
মেহেরী তাজ
না ভাইয়া কোন ভাবেই ভাবসম্প্রসারন করা যাবে না। আগেই বলেছি।
ধন্যবাদ ভাইয়া।
অরুনি মায়া
আবেগ আবেগ শুধুই আবেগ :p
মেহেরী তাজ
আমার মন্তব্যের কপি পেস্ট???? হবে না খেলবো না……
অরুনি মায়া
যেমন কর্ম তেমন ফল :p
আমি কিছু করি নাই,,,,
মেহেরী তাজ
অ আমার স্মরণশক্তি ভালো….
দেখবো এক মাঘে শীত যায় নাকি। :p
অরুনি মায়া
আগামি শীত আসার আগেই আমি খোলসে ঢুকব,,,
কই পাবা আমারে :p
মেহেরী তাজ
চিন্তার বিষয় ;?
ভয় পেয়ে যুদ্ধ ছাড়া মানুষের সাথে যুদ্ধ করা যায় না। 🙁
আচ্ছা যান ভুলে গেলাম। কিন্তু কোন ভাবেই সোনেলা ছাড়া যাবে না। রাজি???