দলবেঁধে তাড়া করে দেউলিয়া স্মৃতি
তিমিরে হারিয়ে যায় বিপন্ন-প্রীতি।
হেসে ওঠা গোধূলীর ঝলমলে আভা
বিবর্ণ করে দেয় লালসার থাবা ।
ভালোবাসা আজ যেনো পিশাচের হাসি
পূর্ণিমাচাঁদের বুকে ব্যথা রাশিরাশি ।
মিথ্যার মায়াজাল আল্পনা আঁকে
কুহকের চাদর ঐ নীলাকাশ ঢাকে।
বিশীর্ণ স্মৃতিগুলো কাঁদে অবিরাম
সময়ের কাছে তার নেই কোন দাম।
তবুও যে জাগে আশা চাতকের মনে
তুমুল বৃষ্টি হবে আমলকী-বনে।
৬টি মন্তব্য
আবু জাকারিয়া
তবুও যে জাগে আশা চাতকের মনে
তুমুল বৃষ্টি হবে আমলকী-বনে।”
খুব সুন্দর লাগল।
লিখুন আরো…
এনামুল হক মানিক
ধন্যবাদ আবু জাকারিয়া ভাই,
লীলাবতী
ভাল লেগেছে ভাইয়া।আমার দু একটা লেখা যদি একটু কষ্ট করে পড়তেন,তাহলে আপনার মন্তব্য একটি স্মৃতি হিসেবে সংরক্ষণ করতাম ভাইয়া :p
এনামুল হক মানিক
আমার লেখা ভালোলাগায় ধন্যবাদ।
অবশ্যই আপনার লেখা পড়বো এবং মন্তব্য করবো।
ভালো থাকুন সতত-নিরন্তর।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মন্তব্যের উত্তর দিতে হয় সোনেলায় মানিক ভাইয়া।কবিতা অনেক ভাল হয়েছে। -{@
এনামুল হক মানিক
ধন্যবাদ সাথে শুভেচ্ছা মনির হোসেন মমি ভাই, দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত, চেষ্টা করবো নিয়মিত পোষ্ট, মন্তব্য এবং উত্তর দেয়ার জন্য। ভালো থাকুন অবিরত।