দেউলিয়া স্মৃতি

এনামুল হক মানিক ২ মার্চ ২০১৫, সোমবার, ০৮:১৮:১২অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

দলবেঁধে তাড়া করে দেউলিয়া স্মৃতি
তিমিরে হারিয়ে যায় বিপন্ন-প্রীতি।
হেসে ওঠা গোধূলীর ঝলমলে আভা
বিবর্ণ করে দেয় লালসার থাবা ।

ভালোবাসা আজ যেনো পিশাচের হাসি
পূর্ণিমাচাঁদের বুকে ব্যথা রাশিরাশি ।
মিথ্যার মায়াজাল আল্পনা আঁকে
কুহকের চাদর ঐ নীলাকাশ ঢাকে।

বিশীর্ণ স্মৃতিগুলো কাঁদে অবিরাম
সময়ের কাছে তার নেই কোন দাম।
তবুও যে জাগে আশা চাতকের মনে
তুমুল বৃষ্টি হবে আমলকী-বনে।

৮০৭জন ৮০৬জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ