গদ্য কবিতা

খসড়া ২৬ ফেব্রুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ০৪:২৮:১৭অপরাহ্ন বিবিধ ২৩ মন্তব্য

বড় আদরে এসেছিল একটি কাল শার্ট;
দু’একদিন ব্যাবহার হয়েছে কারন মাপে খাটো,
ছিল পড়ে দেরাজের এককোনে জায়গা দখল করে।
একদিন চলে যেতে দিলাম তাকে সেখানে
তার যোগ্যতা সে প্রমান করবে
বুঝা যায়নি সেই শার্টের তন্তুতে তন্তুতে
ছিল এত রাগ, এত অভিমান, এত অনুরাগ
ছিল অভিমান, ছিল ভালবাসা, ছিল স্পর্শ,
ছিল গন্ধ, ছিল ভাললাগা।
সেই রাগ আজীবন আমাকে শুধু ঝলসে দিয়েই যাবে।।

৫৮২জন ৫৮১জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ