বড় আদরে এসেছিল একটি কাল শার্ট;
দু’একদিন ব্যাবহার হয়েছে কারন মাপে খাটো,
ছিল পড়ে দেরাজের এককোনে জায়গা দখল করে।
একদিন চলে যেতে দিলাম তাকে সেখানে
তার যোগ্যতা সে প্রমান করবে
বুঝা যায়নি সেই শার্টের তন্তুতে তন্তুতে
ছিল এত রাগ, এত অভিমান, এত অনুরাগ
ছিল অভিমান, ছিল ভালবাসা, ছিল স্পর্শ,
ছিল গন্ধ, ছিল ভাললাগা।
সেই রাগ আজীবন আমাকে শুধু ঝলসে দিয়েই যাবে।।
২৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
থাকতো না হয় সে কাল সার্টটি দেরাজের মধ্যেই
কি এমন ক্ষতি হতো?
চলে যেতে দেয়ায় অভিমান রাগ হতেই পারে।
এখন বুঝুন………
খসড়া
তা বুঝতেই চলে গেল দিন মাস বছর যুগ।
আবু জাকারিয়া
ভাল লাগল।
খসড়া
ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
কিছুই অবহেলা করতে নেই।
নূতন একটি নিলে মন্দ হয় না।
খসড়া
নতুন তো আসছেই আবার যাচ্ছে চলে কিন্তু যা হৃদয়ের তাকে কি সরানো যায়।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বুঝা যায়নি সেই শার্টের তন্তুতে তন্তুতে
ছিল এত রাগ, এত অভিমান, এত অনুরাগ
ছিল অভিমান, ছিল ভালবাসা, ছিল স্পর্শ,
ছিল গন্ধ, ছিল ভাললাগা।
ছবি সহ পোষ্ট করলে বুঝতাম এটাকে নিয়ে কেনো এতো দরদের মাখামাখি -{@
খসড়া
কারন ভালবাসার কেঊ খুব গোপনে দিয়েছে উপহার।
প্রজন্ম ৭১
মাপে খাটো সার্টটি আসলো কিভাবে?সঠিক মাপের একটি নিন।
খসড়া
ভালবাসার জন মাপে ভুল করেছে। ফিরিয়ে দেবার চেয়ে বুকে ধরে রাখাই শ্রেয়।
স্মৃতির নদীগুলো এলোমেলো...
টাইট ফিটিং এর চল আসলে আবার চালানোর চেস্টা করা যেতে পারে।
খসড়া
তা ঠিক বলেছেন!
নীলাঞ্জনা নীলা
হায় কাল সার্ট,নিজেও কাঁদে অন্যকেও কাঁদায়।
খসড়া
ও শুধু কাঁদিয়েই গেল, শুধু ক্ষতই বাড়িয়ে গেল।
শিশির কনা
কাছে নিয়ে আসুন আপু 🙂 -{@ (y)
খসড়া
চলে যাওয়া দিন আর বলে ফেলা কথা সেকি ফেরানো যায়।
ব্লগার সজীব
‘ সেই শার্টের তন্তুতে তন্তুতে
ছিল এত রাগ, এত অভিমান, এত অনুরাগ
ছিল অভিমান, ছিল ভালবাসা, ছিল স্পর্শ,
ছিল গন্ধ, ছিল ভাললাগা।’……… এত কিছু ছিল যখন,সার্টটি নিয়ে আসা হোক আবার।
খসড়া
ঐ যে একজীবনে সব হয় না।
শুন্য শুন্যালয়
মাপজোখে না মিললে কিছুই তো আর করার নেই। এই বরং ভালো হয়েছে দুজনই দুজনকে মিস করবেন। ভাল্লাগছে রূপক কবিতা।
খসড়া
ভাল লেগেছে খুব ভাল, আমার বুকে বেজেছে যা খুব কালো।
আগুন রঙের শিমুল
দেরাজের কোনে কিছু মায়া পরেছিলো নাকি , কালো শার্টের সাথে জড়িয়ে
অথবা কিছু স্মৃতির ঘ্রাণ , সময়ের আচরে হলদেটে কিনারের
খসড়া
চলে যায় সময় রেখে যায় স্মৃতি।
নাজমুস সাকিব রহমান
আমার বড় ভাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর এক ফুফা ওঁকে একটা শার্ট কিনে দিয়েছিলেন, ২০০৪-০৫ এর দিকে। হাজার দুয়েক টাকা দামের দামের ওই শার্ট আমরা পাঁচ ভাই পরেছি। একজনের পর একজন। স্মৃতিটা মনে পড়ল। শুভেচ্ছা।