পুতুল মেয়ে

মোকসেদুল ইসলাম ২০ নভেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০৩:১৯:২২অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

পুতুল তুমি পুতুল মেয়ে
আমায় নিয়ে খেলছো খেলা
দিনে রাতে।

খেলা ঘরটি বারে বারে
ভেঙ্গে আবার গড়ছো তুমি
নতুন করে।

হতে পারে আমার প্রেম
তোমার কাছে ছোট্ট বালির
বাঁধের মত।

কিন্তু তুমি মনে রেখ
এমন প্রেমিক আর পাবেনা
যদিও শত মানুষ দেখ।

৪৪৩জন ৪৪৩জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ