একটু ঘুম-হাজার চুমু

পাগলা জাঈদ ১৪ নভেম্বর ২০১৪, শুক্রবার, ০৯:৫৫:১২অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

বুক পেতে দাও, রাখব মাথা,
ঘুমের খাতা
খুলবো গো ফের,
হয় যদি ঢের
প্রেমের তুফান, হাজার চুমুর
অজস্র বান,
ছুঁয়েই যাবে অধর তোমার
ঘুম হবে কি?

ঘুম হবে কি? দেখবে যদি,
টলটলে এক প্রেমের নদী
বইছে তোমার বুকের খাঁজে,
নিটোল ভাঁজে আমি যখন-
তোমার কোলের কাঠবিড়ালি
আদর- খেকো।

আদর-খেকো কাশফুলে
যেই খেলবে হাওয়া,
দুলবে বকুল, খুব বেহায়া
রাতের কোকিল, হিংসুটে মন
গাইছো তুমি তার জ্বালাতন!
প্রকৃতি কি এমনই হয়?
প্রেম বোঝেনা- নিঠুর, নিলয়।
দাও বকে খুব।

দাও বকে খুব, চাঁদের জোয়ার
এই অবেলা চাই কিগো তার?
আমি যখন
নাক ডোবাবো তোমার চুলের মেঘের
দেশে,
খুব আবেশে ঠোঁট ছোঁয়াবো ঘাড়ের
তিলে,
চোখের ঝিলে।
ঘুম হবে কি?

১২০৭৪জন ১২০৪৮জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ