বুক পেতে দাও, রাখব মাথা,
ঘুমের খাতা
খুলবো গো ফের,
হয় যদি ঢের
প্রেমের তুফান, হাজার চুমুর
অজস্র বান,
ছুঁয়েই যাবে অধর তোমার
ঘুম হবে কি?
ঘুম হবে কি? দেখবে যদি,
টলটলে এক প্রেমের নদী
বইছে তোমার বুকের খাঁজে,
নিটোল ভাঁজে আমি যখন-
তোমার কোলের কাঠবিড়ালি
আদর- খেকো।
আদর-খেকো কাশফুলে
যেই খেলবে হাওয়া,
দুলবে বকুল, খুব বেহায়া
রাতের কোকিল, হিংসুটে মন
গাইছো তুমি তার জ্বালাতন!
প্রকৃতি কি এমনই হয়?
প্রেম বোঝেনা- নিঠুর, নিলয়।
দাও বকে খুব।
দাও বকে খুব, চাঁদের জোয়ার
এই অবেলা চাই কিগো তার?
আমি যখন
নাক ডোবাবো তোমার চুলের মেঘের
দেশে,
খুব আবেশে ঠোঁট ছোঁয়াবো ঘাড়ের
তিলে,
চোখের ঝিলে।
ঘুম হবে কি?
২২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপনার জন্য এত্ত সহজ না ঘুম।
আবু জাঈদ
বস, এটাতো তার ঘুম নিয়ে লেখা
ছাইরাছ হেলাল
তা ঠিক আছে,আমি বলতে চাইছি তার এই ঘুমাবেসে আপনার ঘুমের বারোটা।
অবশ্য তার ঘুম বলে কথা।
উহু, নো বস।
আবু জাঈদ
জামানা খারাপ বস, কিছু পাইতে হইলে কিছু খোয়াইতে হইবে 😉
ইয়াগনিন সুলতানা
বেশিই রোমান্টিক
আবু জাঈদ
অসমাপ্ত প্রনয়ে একটু বেশি না হলে কি চলে :p
মোঃ মজিবর রহমান
জাঈদ ভাই, খুব আবেগ মনে লেখা ভালো লাগলো
আর ঘুম ঐ দুচখে আসবেনা।
আসবে কবিতার ছন্দ।
দারুন।
আবু জাঈদ
তবেই তো কবিতা স্বার্থক হবে মুজিব ভাই 🙂
মরুভূমির জলদস্যু
চমৎকার লাগলো বিশেষ করে কাঠবিড়ালির অংশটুকু।
আবু জাঈদ
ওই অংশটুকুই এই কবিতার সেরা অংশ। আমার নিজেরো খুব পছন্দের এইটুক। ধন্যবাদ
জিসান শা ইকরাম
ওরে আবেগ 🙂
আবু জাঈদ
কি করমু ভাই, পশমের গোরায় গোরায় প্রেম দৌড়ায় যে 😉
ওয়ালিনা চৌধুরী অভি
চেষ্টা চালিয়ে যান।
আবু জাঈদ
গন্তব্যে পৌছেছি অনেক আগেই। আর চেষ্টা কেন?
মামুন
ভালো লাগা রেখে সাথেই রইলাম কবি!
আবু জাঈদ
এখনো আমি কবি নই ভাই, জাঈদ বলে ডাকবেন 🙂
মেহেরী তাজ
ভালো লেগেছে ভাইয়া।
আবু জাঈদ
আমারো ভাললাগা জানবেন
শুন্য শুন্যালয়
এতো রোমান্টিক কবিতা লেখা সবাই যেন ভুলেই গেছে। বেশ বেশ।
আবু জাঈদ
কবিতা প্রেমিদের রোমান্টিক না হলে চলে :p
সীমান্ত উন্মাদ
কাব্যখানা আমার খুবি ভাললেগেছে। শুভকামনা নিরন্তর
আবু জাঈদ
আপনার জন্যেও শুভকামনা রইল