যাই বলুন আর তাই বলুন কথা কিন্তু একটাই, হয় একটা প্রেম কর, নয় একটা বিয়ে কর। অতি সৌভাগ্যবানেরা আফসোস করে হয়তো বলবে, আমার শুধুমাত্র এই দুইটাই বউ, আর কেউ কেউ “ইশ!!! জীবনে একটা প্রেম করা হলোনা” । কিন্তু যদি এমন একটা গ্রাম থাকে, প্রেমের গ্রাম, যেখানে গেলে প্রেম আপনার হবেই হবে, তাহলে কেমন হবে? সত্যি কি আছে এমন কোন গ্রাম?
এমন একটি গ্রাম কিন্তু সত্যিই আছে, নাম তার মোহিনী। ছোট শাখা নদীর পাশ দিয়ে উচুঁ মাটির পথ, বাঁশ বাগান। মনে করিয়ে দেয়া বাতাসা মুড়ি, বড়ির তরকারি। ফুলান গান (বিভিন্ন পূজা পার্বনে গানের জন্য ভাড়া করে নিয়ে যাওয়া হয় এই গানের জন্য )। রাধা কৃষ্ণের ঝুলন। পিঠে লাঠির বাড়ি দিয়ে আঘাত করে অন্যদের মজা দেখানো খেলা। অন্য সব গ্রামের মতোই মোহিনী। তবে ঐ যে মোহিনী হচ্ছে প্রেমের গ্রাম, যারা প্রেম হচ্ছেনা বলে কান্নাকাটি করছেন তাদের এই গ্রামে গেলেই প্রেম হবে। আমি শিউর (?) দাঁড়ান, এখনই রওনা দিলে হবেনা। এ গ্রামে পৌঁছুতে হলে অপেক্ষা আপনাকে করতেই হবে। যে অপেক্ষা করতে পারবেনা তার কখনো কিন্তু এই গ্রামে যাওয়া হবেনা।
মুভিটি তরুন ফিল্মমেকার প্রমিত, ক্যামেরাম্যান অমিত আর মোহিনী গ্রাম ঘিরে।
মুভিটির ডকুমেন্টারী স্টাইলে শুরু হওয়া, শহর, গ্রামের মানুষের ভালো লাগা, মন্দ লাগা; জীবন, প্রেমের সংজ্ঞা জানতে চাওয়া সব মিলিয়ে চমৎকার একটি শুরু।
গিটারের তালে কোলকাতা শহর দেখা অনেকটা আমাদের দেশের মতোই ছিলো।
মুভির একটা জায়গা আমার পছন্দের। একজন জ্যোতিষী চরিত্র আছে, যার আবার কপাল গুনে দুই বউ। বড় বউকে প্রশ্ন করা হলো আপনি তাকে ছেড়ে যাননা কেনো? এই প্রশ্নের উত্তরে সে কান্না ছাড়া আর কোন উত্তর দিতে পারেনি। তার এই অনূভুতি টা আমাকে মুগ্ধ করেছে। কিছু প্রশ্নের সত্যি কোন উত্তর হয়না।
প্রমিতরা মোহিনী গ্রামে যেতে পেরেছিল কিনা, তাদের সত্যি সত্যি প্রেম হয়েছিল কিনা, কিংবা সবই রহস্য কিনা তা কিন্তু মুভি দেখেই বুঝতে হবে। দেখেই ফেলুন চট করে।
মুভির ইউটিউব লিংক আছে এখানে।
মুভিটির স্টোরি, ডিরেকশনঃ প্রদিপ্ত ভট্টাচার্য
অভিনয়েঃ ঋত্বিক চক্রবর্তী ( এই ছেলের অভিনয় দেখার মতো),
অপরাজিতা ঘোষ,
মাধবী মুখার্জি।
মুভিতে জনপ্রিয় কিছু ফোক গান ব্যবহার হয়েছে।
এখানে তুমি আছ, এখানে আমি শুয়ে
এখানে গাঢ় স্বর শ্রাবন গড়ে তোলে
এখানে নিঃশ্বাস হয়নি মেঘদূত
এখানে সংগীত হঠাৎ ই তালগোলে …
এইগানটিও সুন্দর বেশ, শুনে দেখতে পারেন।
যেভাবে মুভি রিভিউ দিচ্ছি প্রোডিউসার রা আমার খোঁজ পেলে নির্ঘাত ফিল্ম প্রোমোশনে কাজে লাগিয়ে দেবে 🙂
আসলে ভালো কোন মুভি দেখলে সবাইকে সাথে নিয়ে দেখতে ইচ্ছে করে।
৬৭টি মন্তব্য
প্রজন্ম ৭১
ধন্যবাদ শেয়ার করার জন্য। বাংলা মুভি তেমন একটা দেখা হয়না। তবে এখন দেখতেই হবে এই মুভি। আপু অপেক্ষা আর করতে পারলাম না, দৌড় দিলাম মোহিনী গ্রামে। দোয়া করবেন, আমিও যেন বলতে পারি ‘ আমার মাত্র দুইটা বৌ ‘ :p
কিছু প্রশ্নের আসলেই উত্তর হয়না। প্রোডিউসারকে আপনার শুন্যালয়ের ঠিকানা জানিয়ে দিচ্ছি 🙂 ভালো লেগেছে (y)
শুন্য শুন্যালয়
অ্যাঁ? কি বলছেন? আপনার কি একটা অলরেডি একটা বউ আছে নাকি মোহিনী গ্রামে গিয়েই দুইটা বউ পাবার ইচ্ছে? শুধু দৌড় দিয়ে কাজ হবেনা, ম্যারাথন দৌড় দিন। অল দ্যা বেস্ট ।
দিন জানিয়ে, কাজকর্ম নাই, বেকার বসে আছি। 🙁
নুসরাত মৌরিন
🙂
রিভিউ পড়ে এক্ষুনি মুভিটা দেখে ফেলতে ইচ্ছা করছে।
আসলেই আপনার হদিস পেলে ফিল্মের প্রডিউসার আপনা্কে হায়ার করে নিয়ে যাবে ফিল্ম প্রোমোশানের কাজে লাগানোর জন্য। 😀
অনেক ভাল হয়েছে লেখাটা। (y)
শুন্য শুন্যালয়
আমি অনেক কিছুই মিস করেছি আপু, সত্যি মজা পেতে হলে মুভিটা দেখতেই হবে। অনেক ধন্যবাদ আপনাকে।
বনলতা সেন
এখন দেখছি আপনার পাল্লায় পড়ে মুভি দেখা শুরু করতে হবে ।
ভাবছি এটা দিয়েই শুরু করব কী না । আপনার সদয় অনুমতির অপেক্ষা করছি ।
গান শুনতেও কি অনুমতি লাগপে !
শুন্য শুন্যালয়
অনুমতির অপেক্ষায় একটা দিন নস্ট করে ফেললেন, অবশ্যই দেখে ফেলুন। এটা দিয়েই শুরু করুন। তারপরে আর কি কি দেখবেন আমি ছাইরাছ ভাইয়ার কাছ থেকে শুনে আপনাকে বলবো 🙂
আমার পাল্লায় পড়েছেন যখন তখন মুভি তো অবশ্যই দেখতে হবে। ওস্তাদ জাকির হোসেনের তবলাও শুনতে পারবেন( যদিও আগেই শুনেছেন বলেই মনে হয় )। লেখা পড়ার অপেক্ষায় আছি।
বনলতা সেন
টরেণ্ট শিখে আসলাম এই মাত্র , হুঁশিয়ার সাবধান ।
শুন্য শুন্যালয়
বাপরে ভয় পাইছি, ভূতের মুভি দেখতে যাবেন নাকি আবার?
দেখুন দেখুন অনেক মুভির নাম তো জেনেই গেছেন, শুরু করে দিন আর রিভিউ দিন।
ভাবতেছি একদিন সবাই মিলে রিভিউ দিলে কেমন হয় 😛
বনলতা দি কেমন রিভিউ লেখে এইটা দেখার আশায় রইলাম।
বনলতা সেন
এখানে সব উস্তাদদের লেখা পড়তেছি । দেখবেন আপনার মত ফাটাফাটি প্রায়
লিখে ফেলব । তখন নো চিল্লাপাল্লা ।
শুন্য শুন্যালয়
আপনি লিখা শুরু করলে এই বিভাগ থেকে আমাকে জলদি ভাগতে হবে এটা শিউর, কেউ আমার টা পড়বেনা। চিল্লাপাল্লা না করলেও কান্নাকাটি করতে পারি।
বনলতা সেন
চুপি চুপি একটি সহজ ছবির নাম বলে দিন যেটা দিয়ে প্রাকটিস শুরু করে
দিতে পারি । আমাকে ভয় দেখানো ঠিক হচ্ছে না ।
শুন্য শুন্যালয়
savior (1998) দেখে ফেলুন কিংবা the english patient (1996). প্রায় ১০ বছর আগে the english patient মুভিটি দেখে কেঁদে ফেলেছিলাম। আপনি নির্ভয়ে লিখে ফেলুন, ভয় তো আমাদের 🙂
বনলতা সেন
আমি হয়ত লিখব না ।তবে ছবি দেখতে শুরু করেছি ।
আপনার দেখা এই দুটো দেখে ফেলব ভাবছি ।
শুন্য শুন্যালয়
আপনি কই বুনো দি?
বনলতা সেন
আছি তো ভাই । আপনাকেই পাই না ঠিক ভাবে ।
শুন্য শুন্যালয়
আমিতো আছি। অনেকক্ষণ থাকি কাওকে পাইনা। মুভি দেখা কেমন চলছে?
বনলতা সেন
টুক টাক দেখা শুরু করেছি ।
ডাঊনলোড করে দেখতে অনেক সময় লেগে যায় ।
তবুও দেখব ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মুভি রিভিউ, বিনে পয়সায় পাবলিসিটি।দেখব ছবিটা। -{@ (y)
শুন্য শুন্যালয়
এটা পাবলিসিটি নয়, রিভিউ পড়েই কেউ মুভি দেখতে বসবে এটা আমার মনে হয়না। এটা নিজের ভালোলাগা শেয়ার করা। দেখুন, আপনারও হয়তো ভালো লাগবে।
ব্লগার সজীব
আপুউউউউউউউউউউউ পেয়ে গেছি পেয়ে গেছি \|/ আমি অপেক্ষা করবো বাস স্টপজে, যে অপেক্ষা করে সে মোহিনী তে যেতে পারে। সেখানে আছে আমার হিয়া। আমাকে পানি দিয়ে ভিজিয়ে দেবে। এরপর এরপর ……… :p বাকিটা ব্যাক্তিগত 🙂
খুব ভালো রিভিউ লিখেছেন।
শুন্য শুন্যালয়
ভাইয়াআআআআআআআআআআআআআ আপনার গার্লফ্রেন্ডের নাম তাহলে হিয়া?? ব্যক্তিগত আবার কি? আপনজনদের কাছে সব বলা যায়। বলুন না, তারপরে কি?
ব্লগার সজীব
শুধু গার্লফ্রেন্ড বলেন কেনো আপু ? হিয়া আমার জান আমার প্রান। পানি দিয়ে ভিজিয়ে দেয়ার পরে ক্যামেরা ক্লোজ, পরের দৃশ্য আর ধারন করা যাবেনা 🙂
শুন্য শুন্যালয়
পানি দিয়ে আপনার হিয়া কি ক্যামেরাও ভিজিয়ে দিয়েছে নাকি, বড়ই চালুক কইন্যা।
ব্যক্তিগত নিয়া ভালো থাকুন। শুভেচ্ছা জ্ঞানী ভাই।
কৃন্তনিকা
রিভিউ পড়ে ভালো লাগলো। সময় পেলে দেখবো। 🙂
গানটি আসলেই ভীষণ সুন্দর। (y) (y) (y)
শুন্য শুন্যালয়
রিভিউ টা লিখার পর থেকেই অস্বস্তি লাগছে, মন মতো হয়নি। মুভিটা বেশ মজার, তবে কোরিয়ান ভুতরা নাকি বেজায় ঘোরেল সহজে ঘার থেকে নামেনা। আপনার জন্য এত্তো শুভকামনা। -{@
জিসান শা ইকরাম
দেখবো দেখবো করেও দেখা হয়ে ওঠেনি।
রিভিউ পরে এখন দেখতেই হয়–
রিভিউ কেমন হয়েছে, তা মুভিটা দেখে বলবো —
উপস্থাপনা ভালো হয়েছে ।
শুভ কামনা ।
শুন্য শুন্যালয়
আচ্ছা অপেক্ষা করবো আপনার মন্তব্যের। এবার দেখি দেখি করে দেখেই ফেলুন। 🙂
জিসান শা ইকরাম
দেখে ফেলেছি ।
কিছু হৃদয় ছেদাড়ক দৃশ্য মনে ধরেছে খুব।
সবার একদম নরমাল অভিনয়ে বোঝাই যায়নি এটি কোন মুভি দেখছি ।
ধন্যবাদ আপনাকে এমন একটি মুভির রিভিউ দিলেন বলে ।
শুন্য শুন্যালয়
হ্যাঁ ভাইয়া বেশির ভাগ অভিনেতাই অপেশাদার ছিলো। আমার পছন্দের ই একটি। আপনারও ভালো লেগেছে শুনে ভালো লাগলো। মাঝে মাঝে সময় পেলে ভালো কিছু মুভি দেখবেন।
মিথুন
আপু, আমরা দুজনে গিয়েছি এই গ্রামে 🙂 যেহেতু আমি আর স্বপ্ন মোহিনী গ্রামে গিয়েছি, তাই রিভিউ পোষ্ট আমাদের নামে উৎসর্গ করলেও পারতেন :p এমন ডকুমেন্টারি টাইপ মুভি এই প্রথম দেখলাম। ভালোই লেগেছে । আপনি খুব অল্প কথায় রিভিউ লিখে ফেলেছেন, আপনার টা পড়ে শিখছি কিন্তু, দিয়ে দিতে পারি আমিও একটি মুভি রিভিউ :p
শুন্য শুন্যালয়
আচ্ছা এতোদিনে বুঝতে পারলাম আপনাদের এতো প্রেমের রহস্য। কোনদিন যদি আপনার মতো করে লিখতে পারি কোন প্রেমের লেখা, আপনাদের উৎসর্গ করে দেব অবশ্যই।
খুব বেশি বড় ইচ্ছে করেই করিনি, হয়তো কেউ পড়বেনা। তবে মূল কিছু জায়গা বাদ পরে গেছে যেটা ছাইরাছ ভাইয়া এড করে দিয়েছেন। লিখেই ফেলুন রিভিউ, মুভি দেখতে পড়তে দুইটাই ভালো লাগে।
মিথুন
:p আমার মত করে আপনি লিখবেন? লজ্জা পেলাম আপু।
শুন্য শুন্যালয়
আপনার মন্তব্যে আমিও লজ্জা পেলাম 🙂
ছাইরাছ হেলাল
অভিনয়ের কথা বলতে গেলে সবাই অনবদ্য অভিনয় করেছেন । বিশেষ করে ঋত্বিক চক্রবর্তী কথা বার বার বলতে ইচ্ছে করে । সাথের ক্যামেরাম্যান ছেলেটিও দারুণ । ছবি দেখতে দেখতে আমাদের প্রত্যন্ত গ্রামে নিয়ে একান্ত জীবন ঘনিষ্ঠ করে নিয়েছে । আর গাবু ! অসাধারণ দেখিয়েছে । আমার মনে হয়েছে এসব মানষেরা অভিনেতা নয় ।এরা প্রকৃতই গাবু দেখানো মানুষ । চোখের ইশারায় ছেলে দু’টির কথা বলার দৃশ্য মারাত্মক । বাঁশ বাগানের দৃশ্য অতি মনোহর ।
ডকুর স্বাদ পাইয়ে দিতে সমর্থ হয়েছে ।
ক্যামেরা হাতে ধরে দৃশ্য ধারণ এখন অতি আধুনিক শিল্প । কিছুদিন আগে এমন ক্যামেরার কাজ করার একটি ফরাসী ছবি পুরস্কৃত হয়েছে ।
ছবির বিষয়েও আপনি বিরাট লিখিয়ে হয়ে যাচ্ছেন তা বুঝতে পারছি ।
আশা রাখব এ বিষয়ে নিয়মিত লিখবেন এমন করেই ।
শুন্য শুন্যালয়
মুভিটির নাম আপনার কাছ থেকেই নেয়া, তাই জানেন এতো সুন্দর মুভি আসলে লিখে বুঝানো যায়না। প্রত্যেকের অভিনয় অনেক সুন্দর আর সাবলীল। আপনি মুভিটা কোথায় দেখেছেন ভাইয়া? আমি ইউটিউব থেকে দেখেছি। গাবু দেখানোর অংশটা আমি মনে হয় কোনভাবে মিস করে গেছি।
লেখাটি কিন্তু ভালো হয়নি 🙁
আজ the return দেখলাম। কি বলবো? স্টোরি, অভিনয় । পুরোই ঝিম মেরে ছিলাম দেখে।
ছাইরাছ হেলাল
গাবু দেখতেই হবে । খুব সুন্দর ।আমাদের যে এই সব আছে এই ছবি না দেখলে আমার
জানা হতো না । আমি সব ছবি টরেন্ট থেকে ডাউনলোড করে দেখি । ইউ টিউবের ছবি ভালো না ।
আমি তো হাই ডেফিনেশন ছাড়া দেখি না । কোন কোন ছবি আমার প্রাণ । আমার যখন যেটা মনে লাগে তখন সেটি প্রাণ ভরে দেখে নেই । টরেন্ট চালু করুণ ।
ধুর ,চিন্তা কী ? শাদমান সাকিব আছে না ।
শুন্য শুন্যালয়
হুম আপনিও আছেন 🙂 ডাউনলোড এ ক্লিক করলে হচ্ছেনা কিছুই। বুঝলাম না। হেল্প, সামবডি হেল্প… utorrent install করা আছে, তারপরেও ডাউনলোড হচ্ছেনা ক্যানে?
ছাইরাছ হেলাল
এই ছবিটি এখন টরেন্টে পাওয়া যাচ্ছে না । যদিও আমি পেয়েছিলাম ।
আপনাকে টরেন্ট শিখতে হবে । সার্চ দেন । বেশ কয়েকটি স্টেপ ।
শুন্য শুন্যালয়
আচ্ছা তাহলে অন্য কোন মুভি দিয়ে ট্রাই করে দেখি।
ছাইরাছ হেলাল
আপনি সময় দিলে এখন বা পরে আমি একে একে স্টেপগুলো বলতে পারি ।
শুন্য শুন্যালয়
lost in translation টা ডাউনলোড হচ্ছে ভাইয়া, ওপেন করে আপনাকে কনফার্ম করছি।
কিন্তু আপনি কই গেলেন? লেখাটেখা দেন না কেনো?
ছাইরাছ হেলাল
আছি , এখন কিছুই লিখছি না । শুধুই মুভি দেখি ।
ছাইরাছ হেলাল
Vicky Cristina Barcelona (2008) দেখে ফেলুন এবারে ।
শুন্য শুন্যালয়
হুম দেখবো।
ডাউনলোড কমপ্লিট, and its working…..yaaaaaaa
the return টা খুব আচ্ছন্ন করেছে ভাইয়া। কিছু সলিউশন নেই মুভিতে কিন্তু দুইভাইয়ের অভিনয়ে সেটা পরে আর মনেই ছিলোনা।
আজকে V C B দেখে ফেলতে পারি।
শাদমান সাকিব
বেশ ভালই , এখানে অনেকেই মুভি নিয়ে লিখছেন । শুধু লিখছেন না বেশ ভাল ভাবেই লিখছেন ।
আপনি তো আরও অনেক কিছুই লিখছেন । দেখব ধীরে ধীরে ।
বাংলাতে এমন ছবি হয় আমি এই ছবি দেখার আগে ভাবতে পারিনি ।Ritwick Chakraborty ছাড়াও Debesh Roy Chowdhury চমৎকার অভিনয় করেছেন ।
আপনি বেশ মন দিয়েই ছবিটি দেখেছেন তা বুঝতে পারছি । লিখতে থাকুন ।
আমার এই ভেবে ভালো লাগছে ছবি নিয়ে এখানে অনেক লেখালেখি হচ্ছে দেখে ।
শুন্য শুন্যালয়
আপনাকে পেয়েও আমরা খুশি মুভি নিয়ে কথা বলতে পারবো ভেবে। বাংলা মুভি ভালোই হচ্ছে ইদানিং, তবে এই মুভিটা খুবই ব্যতিক্রম। রিভিউ নিয়মিত লিখা হবেনা হয়তো তবে মুভি নিয়ে আলাপ করতেই পারবো।
আপনার রিভিউ পরেই before sunrise টা দেখার ইচ্ছে হয়েছিল, দেখেছি। বাকিগুলোও দেখে ফেলবো আস্তে আস্তে। ভালো থাকবেন। নিয়মিত আসবেন।
শাদমান সাকিব
আমার পছন্দের ছবি ভালো লেগেছে জেনে আনন্দিত ।
ইচ্ছে আছে আপনাদের সাথে থাকার ।
ওয়ালিনা চৌধুরী অভি
মুভিটা আমি দেখেছি নামের কারনে। কিন্তু তখন কেমন খাপছারা লেগেছে, ভালো লাগেনি বলা যায়। রিভিও পড়ে তো এর নতুন একটি দিগন্ত দেখতে পাচ্ছি। এখন আবার দেখতে হবে ।
শুন্য শুন্যালয়
একটু ভিন্ন ধাঁচের বলে খাপছাড়া লাগতে পারে আপু। আবার দেখলে আগের মতো নাও লাগতে পারে। আর যদি ভালো না লাগে, তাইলে বাদ। একটা হেভি লাভ স্টোরি দেখেন, city of angels… 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
আচ্ছা City of angels টা দেখতেই হয়, আপনি যখন বলছেন।
শুন্য শুন্যালয়
এই সেরেছে, এইবার ভয়ে আছি ভালো না লাগলে খরম হাতে ছুটে আসেন কিনা। দেখুন দেখুন, আজরাইল মানে জান কবচকারির সাথে ডাঃ তরুণীর প্রেম।
স্বপ্ন
আমরা গিয়েছিলাম ওই গ্রামে। আপনাকেও কিন্তু দেখেছি আপু ওখানে 🙂 মজা পেয়েছি খুব রিভিউ পড়ে।
শুন্য শুন্যালয়
তাই নাকি আমাকেও দেখেছেন? সাথে কে ছিলো বলুন তো? স্বপ্নে দেখি সামনে দেখিনা।
আপনি কি লেখালেখি একদম ভুলে গেলেন? তারাতারি পোস্ট দিন কিন্তু।
স্বপ্ন নীলা
মুভিটা তাহলে দেখতে হয় — অনেকদিন হয় দেখি না — তাছাড়া সময়ও পাই না — আপনার লেখাটা দারুন হয়েছে —
শুন্য শুন্যালয়
ধন্যবাদ আপু, গতানুগতিক ধারার বাইরের মুভি ভালো লাগতেও পারে। দেখলে আমাদের সাথে শেয়ার করবেন কিন্তু।
শিশির কনা
খুব মজা করে উপস্থাপন করলেন আপু। দেখিনি এখনো, দেখবো। লেখা পড়ে তো এখনই দৌড় দিতে ইচ্ছে করছে, কিন্তু অপেক্ষা করতে হবে আবার !
শুন্য শুন্যালয়
একা একা দৌড় দিয়েন না কিন্তু আপনার তাকে নিয়ে যেয়েন সাথে নইলে আবার লাভ ট্রায়াঙ্গেল শুরু হয়ে যাবে 🙂
ছাইরাছ হেলাল
বেশ জমজমাট দেখতে পাচ্ছি ।
শুন্য শুন্যালয়
হুম তা একটু। ঈদ পুনর্মিলন চলছে। আপনি তো দেখি আস্তে আস্তে হাপিস হবার পায়তারা করছেন।
মিসু
আমি দেখেছি, এমনি ডিভিডিতে। কেমন একটু লেগেছিল তখন। আপনার রিভিউ পরে এখন ভালো লেগেছে। প্রকৃতির কিছু সুন্দর দৃশ্য এখনো চোখে ভাসে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সোনেলার সাথে এমন একাত্ম হয়ে গিয়েছেন বলে। আমার প্রিয় সোনেলায় সময় দিতে পারছি না এখন আর।
শুন্য শুন্যালয়
হ্যাঁ গ্রাম টা বেশ সুন্দর ছিলো।
মাঝে মাঝে কিন্তু চলে আসা যায় আপু, মিস করি আপনাকে।
ভালো থাকবেন।
লীলাবতী
আমাকে রেখেই সবাই মোহিনী ঘুরে আসলেন ? একবারো আমার কথা ভাবলেন না ? আর একটু অপেক্ষা করলে কি ক্ষতি হতো ? মুভি রিভিউ যে খুব ভালো হয়েছে, বলবো না তা।
শুন্য শুন্যালয়
এই সত্য কথাটাই সবাই বলেনা আজকাল 🙁 বাড়তি একটা ধন্যবাদ আপনাকে ইয়া বড়।
মোহিনী শুধু একজনের সাথেই যেতে হবে নইলে বিপদ আছে। গ্রামের লুঙ্গি গামছা পড়া কেউ হলে চলবে তো?
পোস্ট দিচ্ছেন না কিন্তু অনেকদিন।
আদিব আদ্নান
ঘটনা কী ? এ কোন রাজ্যে এসে পড়লাম । মুভি আর মুভি । আবার পুরনো মানুষ হাজির ।
ব্লগ তো আর ব্লগ নেই , সিনেমা হলের মত লাগছে । এখন আবার এই লাইন ধরতে হবে ? মহা জ্বালা দেখছি ।
শুন্য শুন্যালয়
🙁 সিনেমা হল হলে ভালোই হয়েছে, বিনে পয়সায় সিনেমার প্লট পাচ্ছেন, আর কি চান? লাইনে না থাকতে চাইলে বেলাইন ধরুন।
প্রিন্স মাহমুদ
-{@
শুন্য শুন্যালয়
-{@