একটা সময় ছিল ভালোবাসার

মোকসেদুল ইসলাম ২ জুলাই ২০১৪, বুধবার, ১২:৫২:৩২অপরাহ্ন কবিতা ৩ মন্তব্য

একটা দিন ছিল
তোমার আমার
ভালোবাসার।

একটা রাত ছিল
নিকষ কালো
ভয় পেয়ে কাছে আসার।

একটা সকাল ছিল
মিষ্টি রোদে
পিঠ এলিয়ে বসে থেকে
গল্প বলার।

একটা দুপুর ছিল
তপ্ত রোদে
কাম চেতনায়
জ্বলে উঠার।

একটা বিকেল ছিল
রঙচটা ঘাসে
ভালোবাসার ওম নিতে
বসে থাকার।

আজ কিছু নেই
ধূসর হৃদয়
স্বপ্নগুলো ভাসে হাওয়ায়।

৫০৫জন ৫০৫জন
0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ