একটা দিন ছিল
তোমার আমার
ভালোবাসার।
একটা রাত ছিল
নিকষ কালো
ভয় পেয়ে কাছে আসার।
একটা সকাল ছিল
মিষ্টি রোদে
পিঠ এলিয়ে বসে থেকে
গল্প বলার।
একটা দুপুর ছিল
তপ্ত রোদে
কাম চেতনায়
জ্বলে উঠার।
একটা বিকেল ছিল
রঙচটা ঘাসে
ভালোবাসার ওম নিতে
বসে থাকার।
আজ কিছু নেই
ধূসর হৃদয়
স্বপ্নগুলো ভাসে হাওয়ায়।
৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
সময়টা আবার ফিরিয়ে আনা যায় না ?
অনেক ভালো লেগেছে ।
ওয়ালিনা চৌধুরী অভি
এখনও আছে ভালোবাসা 🙂 ভালো লিখেছেন -{@
শুন্য শুন্যালয়
দিন,রাত,সকাল, দুপুর বিকেল সবই তো আছে। স্বপ্নরাও আছে দেখি তাহলে অপেক্ষা করুন।