আর্তনাদ

মানিক পাগলা ২৬ ফেব্রুয়ারি ২০১৪, বুধবার, ০৮:৪৩:৫৯অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

আমার ধমনী শিরায় বয়ে চলা
অনুভুতি গুলোর আর্তনাদ শুনি
রাত্রির নিরবতায় আঁধারের বুক চিরে
ভেসে আসে পলাতক হৃদয়ের
করুন আর্তনাদ
সুখ নয় দুঃখ নয়
কোনো তৃতীয় অনুভুতি
এসে আঘাত করে মস্তিস্কে
ধমনী শিরায় বয়ে চলে
হৃদ স্পন্দনে
কম্পিত হয় প্রতিটি নিউরনে
অচেনা নাম না জানা
অনুভুতি গুলোর করুন আর্তনাদ

৫৪০জন ৫৪০জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ