সবচাইতে তুখোড় ছেলেটিও মজে যায় মদের বোতলে,
দেবদাস যেমন মজেছিলো চন্দ্রমুখীর আঁচলে,
সবচাইতে সহজ বালক্টিও ক্ষুর হাতে নেমে যায় খুনের দায়ে
ক্ষুদিরাম যেমন এসেছিলো বিপ্লবের ডাকে,
এমনি হয়…সূর্য ডুবলেই মানুষ আদিতে নিজেকে খুঁজে পায়।
কেনো এমন হয়?
প্রতিটি ভালো মানুষের মুখে থাকে আপন স্বার্থের ছায়া
প্রতিটি সরল মন খুঁজতে থাকে বারেবারে ঠকে যাওয়ার আশা!
কেনো এমন হয়!
এক থেকে লাখো যাকে করে অনুসরণ
তারই চোখে ভেসে ওঠে অহংকার আর আমিত্বের অনুরণ,
এমনি বোধহয় হয়,
এক হতে একান্তরে,
সব সময় লোকান্তরে…
২০টি মন্তব্য
রিমি রুম্মান
এটাই বাস্তবতা…
ভোরের শিশির নীতেশ
এখানেই পথ চলা… এই বাস্তবতার ভীড়েই 🙂
জিসান শা ইকরাম
প্রতিটি ভালো মানুষের মুখে থাকে আপন
স্বার্থের ছায়া
প্রতিটি সরল মন
খুঁজতে থাকে বারেবারে ঠকে যাওয়ার আশা! —— হ্যা , এটা ঠিক ।
ভাল কবিতা ।
ভোরের শিশির নীতেশ
থ্যাঙ্কু জিসান ভাইয়া 🙂 -{@
শিশির কনা
এটিই মনে হয় নিয়ম (y) -{@
ভোরের শিশির নীতেশ
এই নিয়ম ভেঙ্গেই প্রতিবার নতুন করে গড়ে ওঠে নতুন নিয়ম, নতুন সমীকরণ 🙂 -{@
স্বপ্ন
কঠিন বাস্তবতা ফুটে উঠেছে আপনার লেখায় ।
ভোরের শিশির নীতেশ
তবুও মানুষ স্বপ্ন দেখে বারে বারে 🙂
লীলাবতী
খুব ভালো লেগেছে ।
ভোরের শিশির নীতেশ
🙂 ধন্যবাদ -{@
মা মাটি দেশ
এমনি বোধহয় হয়,
এক হতে একান্তরে,
সব সময় লোকান্তরে… (y)
ভোরের শিশির নীতেশ
🙂
শুন্য শুন্যালয়
সূর্য ডুবলেই মানুষ আদিতে নিজেকে খুঁজে পায়।এটিই বাস্তব…
তবে কবি লিখে ফেলে কবিতা, চিত্রকর তার ছবি… অনেক সুন্দর সৃষ্টিও রাতের আঁধারে হয়…
ভোরের শিশির নীতেশ
অন্ধকার হতেই আলোর পথ চলা শুরু। বিজ্ঞান বলে-মহাশূন্যের শুরুতে যখন কিছুই ছিলো না, ছিলো শুধু নিকষ রঙ্গহীন কালো এবং সেখান হতেই আলোকরাজির পথচলা 🙂 ধন্যবাদ, আমার লেখার শেষটুকু হতে শুরুটা ধরার জন্যে 🙂 -{@ (y)
ছাইরাছ হেলাল
এটি ই স্বাভাবিক সময়ের টানে ।
কিন্তু থেকে যায় আরও আরও অনেক অনেক না-জানা না -বলা কথা ।
ভোরের শিশির নীতেশ
সেই অনেক অনেক না-জানা না-বলা কথা হতেই আবার শুরু হয় সব কিছু 🙂
নীলকন্ঠ জয়
বাস্তবতা এমনই, কখনো কঠিন, কখনো ভালোলাগার।
ভোরের শিশির নীতেশ
একদম ঠিক বলেছেন 🙂
ড্রথি চৌধুরী
কেন এমন হয়? কেন এমন হয়? জিগাইতে জিগাইতে জান যায় ^:^ ^:^
মাগার জানে উত্তর নাহি পায় ;(
নীতেশ বড়ুয়া
জিগাইতে জিগাইতে জান যে যায়
লাল রঙে ড্রথি কেন ভাল পায়,
মাগার জানে উত্তর নাহি পায়
ড্রথি এখন কালোতে কেন গায় ;?