ছোট বেলায় হুজুর সুর করে পড়াতেন – ইসলাম অর্থ শান্তি
এই বড় বেলায় রমজান মাসে মিছিল শুনি
রমজানের পবিত্রতা বাজায় রাখতে গিয়ে
অথবা বিভিন্ন ইসলামী অনুষ্ঠানে-
আমরা চাই আমরা চাই – শান্তি শান্তি !!
ফিরে যাই ১৯৭১ এ কিশোর বয়সে—
রাজাকারদের নেতৃত্বে ” নারায়ে তাকবীর আল্লাহ হু আকবর ” হুংকার দিয়ে
প্রতিদিন কয়েকশত লুটেরা লঞ্চে করে আমাদের এখানের পেয়ারা বাগান এলাকায়
চালিয়েছে লুট তরাজ , পুরিয়ে দিয়েছে গ্রামের পর গ্রাম
প্রতিদিন টেনে হেঁচড়ে নিয়ে এসেছে ওদের প্রভুদের মনোরঞ্জনের জন্য
হিন্দু যুবতীদের
হয়ত শান্তি নামের কোন হিন্দু যুবতী ও ছিল সেই সব হায়েনাদের খাদ্য ভাণ্ডারে।
আমেরিকায় টুইন টাওয়ারে হামলার পরে
শুধু মাত্র পাসপোর্টে আমার নামের পূর্বে মুহাম্মদ লেখার কারণে
বিদেশের এয়ারপোর্ট গুলোর ইমিগ্রেশন কঠিন হয়ে পরে
২০০৯ এ বেজিং এয়ারপোর্টে একটি কক্ষে নিয়ে গিয়ে সব পরিধান এমনকি
টাই পর্যন্ত খুলে সার্চ করা
১৫ বারের অধিক বার যাওয়া ব্যাংকক এয়ারপোর্ট এও বাড়তি প্রশ্নের সম্মুখীন হওয়া
শুধুমাত্র এই সব উগ্র মুসলিমদের কারণে
এই ভোগান্তি আমার।
রামু জ্বলেছে আবার সেই ১৯৭১ এর মত
আবার সেই হায়েনাদের ভিতরকার হিংস্রতা বেড়িয়ে এসেছে
শুধু সুযোগের অপেক্ষায় থাকে এরা – –
এই সব হায়েনাদের কারণে বলিষ্ঠ ভাবে বলতে পারিনা এখন আর ” ইসলাম শান্তির ধর্ম ” ।
** টেস্ট পোস্ট
১৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ধর্মের নামে এ উগ্রতা আর কত কাল চলবে কে জানে ……।
জিসান শা ইকরাম
এটা চলবে ,কিছু লোক এটা চালায়। তাদের অস্তিতে মিশে আছে এই উন্মাদনা । এদের কোন ধর্ম নেই। এরা সব এক ।
জবরুল আলম সুমন
ইসলাম যে শান্তির ধর্ম এ নিয়ে কোন সন্দেহ নেই… সঠিক ভাবেই ইসলামের ছায়াতলে আসতে পারলে এই শান্তির পরশ লাভ করা যায় কিন্তু তথা কথিত কিছু ধর্ম ব্যবসায়ী আর জঙ্গিদের স্বীয় স্বার্থে ইসলাম ধর্মকে কলঙ্কিত করার অপচেষ্টা করা হচ্ছে। এই সব জঙ্গি আর ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে…
জিসান শা ইকরাম
একমত মন্তব্যের সাথে , জবরুল আলম সুমন ।
লজিক্যাল সুমধু
“এই সব হায়েনাদের কারনে বলিষ্ঠ ভাবে বলতে পারিনা এখন আর ” ইসলাম শান্তির ধর্ম ” ।”
আসলেই তাই জিশান দা।
জিসান শা ইকরাম
কই যে হাড়ায়ে গেলেন আপনারা এক একজন?
সালমা আক্তার মনি
নিদারুণ কষ্টের কথা যারা ধর্মের বুলি বেশি। আওড়াৎ তাঁরাই এর ক্ষতি করে বেশি আর ধর্মপ্রাণ মানুষদুলো বুক ফাটে তো মুখ ফোটে না , ধর্মের নামে অনাচার ঘটে তাই বলিষ্ঠ ভাবে সত্যিই আর বলতে পারি না ইসলাম শান্তির ধর্ম!
জিসান শা ইকরাম
হ্যা আসলেই বলতে পারিনা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
এত আগের পোস্ট আপনি খুজে পেলেন কিভাবে?
শুভ কামনা।
জাকিয়া জেসমিন যূথী
হাঙ্গামাগুলো সত্যিই খারাপ লাগে।
জিসান শা ইকরাম
হ্যা, কিন্তু এসব শক্ত ভাবে বলা যায় না।
তৌহিদ
টেস্ট পোস্টে মন্তব্য করার সৌভাগ্য এতদিনে আমার হলো!! ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে।
ইসলাম শান্তির ধর্ম নিশ্চিত তবে ইসলামে নামে যারা অরাজকতা চালায় তারাই প্রকৃত অমানুষ। এসব মানুষের কারনে সাধারণ মুসলমানকেও অনেক হয়রানির শিকার হতে হয়েছে, হচ্ছে।
ভালো থাকবেন ভাই।
জিসান শা ইকরাম
সোনেলার প্রথম টেস্ট পোষ্ট নাজমুল আহসান এর, যদিও সেটা নেই আর। এরপরের পোষ্ট এটি।
ইসলামকে অনেকেই ব্যবহার করছে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে। ধর্মকে এরা ব্যক্তি স্বার্থে ব্যবহার করছে।
শুভ কামনা।
কামাল উদ্দিন
ব্লগের টেষ্ট পোষ্ট পড়ে গেলাম। আর লিখার বিষয়বস্তুর সাথে আমি কঠিন ভাবে একমত।
জিসান শা ইকরাম
ধন্যবাদ কামাল ভাই,
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
ধর্মের নামে এমন অধর্ম
চলছে চলবেই অবিরাম অবিরত
চমৎকার লিখেছেন ভাইয়া
জিসান শা ইকরাম
ধন্যবাদ এত আগের পোষ্ট পড়ার জন্য।