ছোট বেলায় হুজুর সুর করে পড়াতেন – ইসলাম অর্থ শান্তি
এই বড় বেলায় রমজান মাসে মিছিল শুনি
রমজানের পবিত্রতা বাজায় রাখতে গিয়ে
অথবা বিভিন্ন ইসলামী অনুষ্ঠানে-
আমরা চাই আমরা চাই – শান্তি শান্তি !!

ফিরে যাই ১৯৭১ এ কিশোর বয়সে—
রাজাকারদের নেতৃত্বে ” নারায়ে তাকবীর আল্লাহ হু আকবর ” হুংকার দিয়ে
প্রতিদিন কয়েকশত লুটেরা লঞ্চে করে আমাদের এখানের পেয়ারা বাগান এলাকায়
চালিয়েছে লুট তরাজ , পুরিয়ে দিয়েছে গ্রামের পর গ্রাম
প্রতিদিন টেনে হেঁচড়ে নিয়ে এসেছে ওদের প্রভুদের মনোরঞ্জনের জন্য
হিন্দু যুবতীদের
হয়ত শান্তি নামের কোন হিন্দু যুবতী ও ছিল সেই সব হায়েনাদের খাদ্য ভাণ্ডারে।

আমেরিকায় টুইন টাওয়ারে হামলার পরে
শুধু মাত্র পাসপোর্টে আমার নামের পূর্বে মুহাম্মদ লেখার কারণে
বিদেশের এয়ারপোর্ট গুলোর ইমিগ্রেশন কঠিন হয়ে পরে
২০০৯ এ বেজিং এয়ারপোর্টে একটি কক্ষে নিয়ে গিয়ে সব পরিধান এমনকি
টাই পর্যন্ত খুলে সার্চ করা
১৫ বারের অধিক বার যাওয়া ব্যাংকক এয়ারপোর্ট এও বাড়তি প্রশ্নের সম্মুখীন হওয়া
শুধুমাত্র এই সব উগ্র মুসলিমদের কারণে
এই ভোগান্তি আমার।

রামু জ্বলেছে আবার সেই ১৯৭১ এর মত
আবার সেই হায়েনাদের ভিতরকার হিংস্রতা বেড়িয়ে এসেছে
শুধু সুযোগের অপেক্ষায় থাকে এরা – –
এই সব হায়েনাদের কারণে বলিষ্ঠ ভাবে বলতে পারিনা এখন আর ” ইসলাম শান্তির ধর্ম ” ।

** টেস্ট পোস্ট

১জন ১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ