ইদানীং দুঃস্বপ্ন প্রচন্ড বেড়ে গেছে। প্রতিদিন দুঃস্বপ্ন দেখে চিৎকার দিয়ে ঘুম ভাঙা অভ্যাসে পারিনত হচ্ছে…. দুঃস্বপ্ন গুলো দীর্ঘ স্থায়ী হওয়া স্বত্বতেও ঘুম থেকে উঠার পর কোন কিছুই মনে থাকছে না… কিংবা করতে পারি না…. একটা কল্পনা শূন্য ফিল্ম রূপী নিউরনে মৃত রঙ ভেসে উঠে… একটা অদ্ভুত অস্বস্তি মধ্য দিয়ে আগামী কোন দুঃস্বপ্নের চিত্রনাট্য আয়োজিত হয়… এগুলো কি শুধুই দুঃস্বপ্ন, নাকি কোন অগত বিপদের পূর্বাভাস????
১৫টি মন্তব্য
নীহারিকা
দুঃস্বপ্ন যেন কখনোই সত্যি না হয়। এই দোয়া করি।
সনেট
অনেক ধন্যবাদ আপু 🙂
লীলাবতী
ছোট কবিতায় অনেক ভালোলাগা।
শিরোনাম দিন ভাইয়া।
সনেট
🙂 🙂
জিসান শা ইকরাম
এটা কবিতা কথায় লীলাবতী ?
ছাইরাছ হেলাল
দুঃস্বপ্ন স্বপ্নে পরিণত হলে মন্দ হয় না ।
অভিনন্দন এখানে প্রথম লিখলেন বলে ।
সনেট
অনেক ধন্যবাদ। হ্যাঁ প্রথম কোন ব্লগে লিখলাম।। ভালই লাগছে। আপনাদেরও সাথে পেলাম।।। 🙂
প্রহেলিকা
না না কখনো না। আমরা যা চিন্তা করি অথবা যেটা আমরা ভেবে থাকি সেটার প্রতিফলন হয় স্বপ্নে তাই বলে তবে আগামী দিনের পূর্বাভাস হিসেবে চিন্তা করবেন না। সেটা শুধু উপরের সৃষ্টিকর্তার হাতে। আর যদি পূর্বাভাস হয়েও থাকে তাহলে সমস্যা নেই যত মুসকিল তত আসান। ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা জানবেন। -{@
সনেট
আমিও তাই বিশ্বাস করি। কিন্তু আশ্চর্য হলেও সত্য আমার ৭৫% স্বপ্নই সত্যি হয়ে যায়।।। 🙁
প্রহেলিকা
৯৯% হোক তাতে দুঃশ্চিন্তার কোনো কারণ নেই। মনে শুধু সাহস রাখবেন দেখবেন বাতাসের গতি উল্টে গেছে।
সনেট
ইনশাল্লাহ 🙂
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
দুঃস্বপ্নের অবসান হোক ।
সনেট
ধন্যবাদ আপনাকে 🙂
শুন্য শুন্যালয়
দুঃস্বপ্ন নিয়ে একদম ভাববেন না, তবে স্বপ্ন নিয়ে ভাবুন…
ভালো থাকুন, সোনেলা ঘিরে… -{@
সনেট
🙂