দুঃস্বপ্ন

সনেট ২৪ মার্চ ২০১৪, সোমবার, ০৪:৪০:৩০অপরাহ্ন বিবিধ ১৫ মন্তব্য

ইদানীং দুঃস্বপ্ন প্রচন্ড বেড়ে গেছে। প্রতিদিন দুঃস্বপ্ন দেখে চিৎকার দিয়ে ঘুম ভাঙা অভ্যাসে পারিনত হচ্ছে…. দুঃস্বপ্ন গুলো দীর্ঘ স্থায়ী হওয়া স্বত্বতেও ঘুম থেকে উঠার পর কোন কিছুই মনে থাকছে না… কিংবা করতে পারি না…. একটা কল্পনা শূন্য ফিল্ম রূপী নিউরনে মৃত রঙ ভেসে উঠে… একটা অদ্ভুত অস্বস্তি মধ্য দিয়ে আগামী কোন দুঃস্বপ্নের চিত্রনাট্য আয়োজিত হয়… এগুলো কি শুধুই দুঃস্বপ্ন, নাকি কোন অগত বিপদের পূর্বাভাস????

৫০২জন ৫০২জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ