ছোটবেলা থেকেই সঙ্গীত প্রেমী মানুষ আমি। প্রতিদিন দিন শুরুও হয় গান দিনে আবার শেষও হয় গান দিয়েই। তাছাড়া দিনের অন্য সময় তো শুনিই। খুব ছোট বেলায় গান শুনতাম ক্যাসেট প্লেয়ারে, তারপর DVD Player আর এখন মোবাইলে….
পিসির কথা বাদ মোবাইলের মেমোরি তেই দেড় হাজারের বেশি গান আছে।। এই গানগুলো খুঁজে খুঁজে শোনা সম্ভব না, তাই এলবাম/মুভির আলাদা আলাদা ফোল্ডার করা আছে….. এভাবে শোনা সহজ…. তবে একটা কথা কি জানেন? গান তখনই বেশি ভালো লাগে যখন তার লিরিক্স, সুর আর মিউজিক ভালো হয়। লিরিক্স আর সুর তো আমাদের হাতে থাকেনা তবে মিউজিক টা ভালো করতেই পারি…. আর এ জন্য দরকার একটা ভালো মিউজিক প্লেয়ার….
আমার মতে আদর্শ মিউজিক প্লেয়ার হতে হলে অবশ্যই তার সাউন্ড কোয়ালিটি ভালো হতে হবে আর তার সাথে ফোল্ডার প্লে ফিচার থাকলে খুবই ভালো হয়….. যখন নোকিয়া জাভা সেড় ইউজ করতাম তখন সেটের যে প্লেয়ার ছিলো ওটার সুন্দর ছিলো।। একদম পার্ফেক্ট কিন্তু এন্ড্রয়েডে চাইলে অন্য প্লেয়ারও ইউজ করা যায়।। গত তিনদিন মোটামুটি একটু নাম ডাক শোনা যাত এরকম সব মিউজিক প্লেয়ার ট্রাই করলাম…. একটা প্লেয়ারও একেবারে মনের মত পাইনি। তবে কিছু কিছু প্লেয়ারের কিছু কিছু ফিচার খুব ভালো লেগেছে সেগুলো নিয়ে কয়েকটা কথা বলছি এখন…….
1. Google Play Music
এর মত সাউন্ড কোয়ালিটির এন্ড্রয়েড মিউজিক প্লেয়ার মনে হয়না আর একটা আছে।। আসাধারন সাউন্ড কোয়ালিটি যেমন আমি চাই।। সাথে সেটের ডিফল্ট ইকুলাইজার ইউজ করার ব্যপারটা ভালো লাগাকে অনেক উচ্চতায় নিয়ে গেছে….. তবে সমস্যা একটাই এটাতে ফোল্ডার প্লে অপশন নেই। অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে এই ফিচার টা আসবে।। এটা আসলে আর জীবনে অন্য কোন প্লেয়ারের দিকে তাকিয়েও দেখব না…..
২. Walkman
আসলে এটা সব সেটেএ প্লেয়ার না। সনি এক্সপেরিয়ার প্লেয়ার হলেও এখন সব ভার্সন যেকোন সেটে ইউজ করা যায়।। সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার। ফোল্ডার প্লে অপশনও আছে তবে সমস্যা হলো সেটের ইকুলাইজার টা কাজ করেনা….
3. Default Music Player
আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটের জন্য যেগুলো পার্ফেক্ট এপ শেগুলোই কম্পানি দেয়। আমরা একটু এক্সট্রা সুবিধার জন্য অন্য জিনিস ইউজ করি। সাউন্ড কোয়ালিটি বা ইকুলাইজার সবই ভালো লাগে তবে সমস্যা ঐ একটাই ফোল্ডার প্লে নেই……
4. Poweramp
সবচেয়ে জনপ্রিয় প্লেয়ার। ট্রায়ল ভার্সন মাত্র ১৫দিন চলে। তারপর চালাতে হলে Cache সব রিমুভ করে লাকি প্যাচার দিলে আবার ইস্টল দিতে হয়।।
লুক নিয়ে কিছু বলার নেই।। ফিচারো অসম্ভব সুন্দর আর ফোল্ডার প্লে??? ওয়াও।। এর উপর হয়না….. সমস্যা বলতে সাউন্ড কোয়ালিটি ভালো লাগেনি। কেমন যেন থ্যাসথেসে।। বেশি বেজ ওয়ালা গানেত বেজ বেশি দিয়ে হাই ভলিউমে চালালে সাউন্ড বিগরে যায়…… খালি সাউন্ড কোয়ালিটি Google Play Music এর মত হলে ঘুরেও অন্য প্লেয়ারের দিকে তাকাতাম না……
5. MusiXmatch
প্লে স্টোরে এডিটর চয়েজ হিসাবে থাকা প্লেয়ার টা খারাপ না। তবে ডিফল্ট ইকুলাইজার ইউজের অপশন থাকলেও কাজ করেনা। ক্যারাওকে দিয়ে গান গাওয়া যায় কিন্তু গাইতে গেলে গানের অবস্থা দেখলে সেট ভাঙ্গতে ইচ্ছা করে…
6. Player Pro
ফোল্ডার প্লে টা ভালো লাগে। সিম্পল প্লেয়ার। তবে সাউন্ড আর একটু ভালো হলে ইউজ করে আরো শান্তি পেতাম।। দুই বছর আগে এটা অনেদিন ইউজ করেছি।। এখন ভালো লাগেনা…
7. Shuttle +
মোটামুটি ভালো।। নিজস্ব ইকুলাইজার টা ভালো কিন্তু ফোল্ডার প্লে খুবই বাজে।।
8. NexMusic
সুন্দর সাউন্ড কোয়ালিটি।। খারাপ না। তবে ফোল্ডার প্লে অপশন টা টেরিফিক খারাপ…. বাদবাকি ওকে টাইপ….
এই মোটামুটি আমার পছন্দের কয়েকটা মিউজিক প্লেয়ার।।।। অনেকে সাউন্ড সুন্দর করার জন্য Viper4android FX ইউজের কথা বলেন।। ট্রাই করেছিলাম, খুব একটা ভালো লাগেনি। এর থেকে সেটের ডিফল্ট ইকুলাইজার অনেক বেশি ভালো সাউন্ড প্রোভাইড করে…….
আবার অনেকে TTPOD পছন্দ করেন।। কিন্তু কেন পছন্দ করে আজ পর্যন্ত বুঝলাম না।। ইন্সটল দিয়ে দুই মিনিট রাখতে পারিনা।। এতই জঘন্য লাগে যে সাথে সাথে সেট Trash Box এ ফেলে দিতে ইচ্ছা করে….. যাই হোক সবার আলাদা আলাদা রুচি আমার খারাপ লাগার মানে এই নয় অন্যদেরো খারাপ লাগতে হবে……
যাই হোক আজকের মত পোস্ট এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো গান শুনবেন…….
৪টি মন্তব্য
সঞ্জয় কুমার
বিশ্লেষণ ধর্মী লেখা
খেয়ালী মেয়ে
ধন্যবাদ শেয়ার করার জন্য…..
সনেট
ধন্যবাদ আপনাকেও 🙂
ব্লগার সজীব
এত মিউজিক প্লেয়ার দিয়ে কি করবো ভাই?আপনি কি সবগুলো ইউজ করেন?