
জীবন শুধুই জীবন ধারণ
কেউ নয় কারো আপন,
শুধু বেঁচে থাকা মিথ্যে মায়ার বন্ধন।
নিভৃতে অভিষিক্ত নয়ন নৈশ-উপাধান
কেনো ছলা-কলা,উদাস হাসি,
পাষাণ হৃদয় মিথ্যে অভিলাষ
অবোধ উদ্ভ্রান্ত বাণী।
শুধু অশ্রুজল
নিরব দীর্ঘশ্বাস,
আহত হৃদয় না পাওয়ার বেদনায়
বয়ে চলে গ্লানি।
দিনের আলো হয় ম্লান
হতাশার নিঃশ্বাসে
থেমে যায় হাসি গান
ফুরিয়ে যায় বেলা..
মিছে হাসি খেলা
দিন হয় অবসান
সুখ দিয়ে বলিদান।
১৯টি মন্তব্য
নিতাই বাবু
আপনার মূল কবিতার মাঝে আমি বান্দা এখানেই থেকে গেলাম। বেঁচে থাকতে শুধু মায়ার বন্ধন।
শিরিন হক
ধন্যবাদ দাদা লেখাটি পড়েছেন। মন্তব্যের জন্য কৃতজ্ঞতা
ইঞ্জা
কবিতাতে হেরিলাম মন। 😊
শিরিন হক
ধন্যবাদ
ইঞ্জা
কৃতজ্ঞতা আপু।
মনির হোসেন মমি
নিভৃতে অভিষিক্ত নয়ন নৈশ-উপাধান
কেনো ছলা-কলা,উদাস হাসি,
পাষাণ হৃদয় মিথ্যে অভিলাষ
অবোধ উদ্ভ্রান্ত বাণী।
চমৎকার অনুভুতি।
শিরিন হক
ধন্যবাদ
জিসান শা ইকরাম
জীবনটা এমনই,
অনেক ঘটনার পরে এক সময় থেমে যাওয়া,
ভালো হয়েছে কবিতা।
শিরিন হক
খুশি হলাম মুল্যায়নে
বন্যা লিপি
জীবন এমনই। এমনি করেই বেঁচে থাকা।তবু হতাশা চাইনা। ভালবাসায় ভালো থাকো মিতা💓💓
শিরিন হক
হতাশার কবিতায় প্রেম দিতে পারবোনা।
ভালোবাসা নিও।
আরজু মুক্তা
জীবনকে রাঙানো শিখতে হয়। তাহলে আর মিছে ৃননে হবেনা। একদিন তো সবাইকে মরতে হবে। ইহা সত্য ও কঠিন। তবুও জীবন চলুক জীবনের নিয়মে।
শিরিন হক
হম একদম ঠিক।
তবে বিরোহের সময় সেখা বুলি উড়াল দেয় কারন কবিতার নিয়ম ই এটা
তৌহিদ
জীবন যেন এরকমই, এই চলে তো এই থেমে যায়। কবিতা ভালো লেগেছে আপু।
শুভকামনা রইলো।
শিরিন হক
জীবন সুখ আর দুঃখের মেরুবন্ধন। সুখ যদিও বেশি দুঃখের চেয়ে তবুও কষ্ট যেনো দাগ কেটেথাকে।
কবিতা ভালোলাগায় ধন্য আমি
রেহানা বীথি
তবুও জীবন সুন্দর।
ভালো লাগলো আপনার কবিতা।
শিরিন হক
জীবন সত্যি সুন্দর। ধন্যবাদ আপু কবিতাটি ভালোলেগেছে জেনে।
চাটিগাঁ থেকে বাহার
‘‘শুধু অশ্রুজল
নিরব দীর্ঘশ্বাস’’
হতাশা ছাড়া যেন জীবনে আলোর দেখাই মিলে না!
শিরিন হক
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য