
স্বার্থের কারণে প্রিয়জন চলে যায় দূরে।
স্বার্থের কারণে জন্মদাত্রী মাকে বিদ্যাশ্রম এ রেখে আসে পুত্র,
মা তার অনাগত সন্তানকে দেখতে দেয় না পৃথিবীর আলো।
আপন ভাইয়ের হাতে খুন হয় ভাই।
শুধু স্বার্থের কারণে একমাত্র আদরের ছোট বোন হয়ে যায় অপ্রিয়।
ধনী গরীবের ব্যাবধানে আত্মীয় হয় পর।
এই স্বার্থের কারণে জনগণ ব্যবহৃত হয় আমলাদের কাছে,
খাদ্য কে অখাদ্য বানিয়ে ব্যাবসায়ী তার স্বার্থ হাসিল করে নানান উপায়ে।
নব বধুর লাশ ঝুলে থাকে ফ্যানে বাঁধা রশিতে।
কিশোরী বালিকার ক্ষতবিক্ষত শরীর পড়ে থাকে পরিত্যাক্ত বাড়িতে।
রাস্তায় পড়ে থাকা জীবন অর্থহীন হয়ে যায়।
খাঁচা বন্দী পাখি ডানা ঝাপটায় কারো স্বার্থের শিকার হয়ে।
চান্দিনায় দাগ লাগিয়ে অট্টহাসি দেয় রাজাকার ,
ধর্ম বাঁচাতে স্বজাতি ভাইয়ের জীবন বোনের সম্ভ্রম তুলে দেয় পাক বাহিনীর হাতে
শুধু স্বার্থের কারণে।
আমি ধর্ম কর্ম করিনা, বিশ্বাস করি আছে আল্লাহ।
আমিও স্বার্থপর হই
মানবতার অবক্ষয় দেখে লজ্জিত হই বারবার।
আমার ধর্ম আমার কর্ম
আমার পরিবার আমার সমাজ, আমার দেশ
দেশকে ভালোবেসে আমি স্বার্থপর হই।
২২টি মন্তব্য
রাফি আরাফাত
আমিও স্বার্থপর হই
মানবতার অবক্ষয় দেখে লজ্জিত হই বারবার।
আমার ধর্ম আমার কর্ম
আমার পরিবার আমার সমাজ আমার দেশ দেশকে ভালোবেশে আমি স্বার্থপর হই।
লাইন কয়টা খুবই ভালো লাগছে। হয়তো যদি আমি কখনো এমন কয়টা লাইন লিখতে পারতাম! ভালো লাগছে আপু। ভালো থাকবেন
শুভ কামনা
শিরিন হক
শুভকামনা রইলো।ধন্যবাদ মন্তব্যের জন্য।
রেহানা বীথি
মানবতার অবক্ষয় ভীষণ হতাশাজনক।
স্বার্থের কারণে আর কত নিচে নামবো আমরা?
ভালো লাগলো খুব।
শিরিন হক
শুভকামনা আপু।
প্রদীপ চক্রবর্তী
মানবতার প্রাচীরে জং ধরেছে আজ।
স্বার্থের কারণে মানুষ ভালোমন্দ কিছু বুঝে না।
ভালো লেখনী দিদি।
শিরিন হক
শুভকামনা রইলো দাদা।
ইঞ্জা
স্বার্থ তুমি স্বার্থপর কেন?
এই প্রশ্নের উত্তর খুঁজে মরি আমি, মাঝে মাঝে নিজেকে বড়ই অসহায় মনে হয় আমাকে।
শিরিন হক
সত্যি আমরা অসহায় স্বার্থপরতা গ্রাস করছে আমাদের।শুভকামনা ভাই।
ইঞ্জা
একদম ঠিক বলেছেন আপু, ধন্যবাদ।
শাহরিন
আসলেই হতাশাজনক আজ দেশের অবস্থা। কয়েকদিন আগেই নামি দামি একটি দোকান থেকে প্রতারিত হলাম। সাথে বিশ্বাস এর ও কবর দিলাম। শেষের অংশটুকু অনেক ভালো লেগেছে।
ছাইরাছ হেলাল
প্রতারণার গল্পটি বিস্তারিত লিখুন এবার।
ছাইরাছ হেলাল
স্বার্থপরতা কারণে এমন নীচে নেমে গেছি আমরা,
নিজেকে ছাড়া আর কিছুই চিনি না।
শিরিন হক
একদম ঠিক বলেছেন। আমরা সবাই স্বার্থপর। মন্তব্যের জন্য ধন্যবাদ।
শিরিন হক
শাহরিন আপু ধন্যবাদ মন্তব্যের জন্য।
জিসান শা ইকরাম
দিন দিন আমরা স্বার্থপর হয়ে যাচ্ছি,
তবে দেশের জন্য স্বার্থপর হতে রাজি হাজার বার।
শুভ কামনা।
শিরিন হক
ধন্যবাদ মন্তব্যের জন্য
তৌহিদ
স্বার্থ ছাড় নাকি মানুষ হয়না। আমি এই কথাটির বিরোধিতা করি। কিন্তু নিজের দিকে মাঝেমধ্যে তাকালে মনে হয় আমিও কি তাই নই?
সুন্দর লিখেছেন আপু।
শিরিন হক
আমরা সবাই স্বার্থের জন্যই বাঁচি।কিছু স্বার্থ মঙ্গল কিছু অমঙ্গল এনে দেয় এই যা।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
আরজু মুক্তা
স্বার্থপর মানুষগুলো ভালো থাকে সবসময়!
শিরিন হক
সার্থপর মানুষেরাই ভলো থাকে ঠিক বলেছেন আপু।
শুভ কামনা রইলো
সাবিনা ইয়াসমিন
স্বার্থের কারনেই মানুষ বারবার স্বার্থপর হয়। স্বার্থপরতায় নিজের স্বার্থকেও বলী দিতে হয় বহুবার।
শুভ কামনা 🌹🌹
শিরিন হক
একদম তাই।শুভকামনা আপু।