
হায়েনার দলেরা আজো উল্লাসে মাতে লাখো মায়ের বস্ত্র-হরণে,
আজো প্রতিবাদে ভাইয়ের শব রাস্তায় পরে রয়;
সিঁথির সিঁদুরে ধর্ষণের হোরিখেলা চলছে হরদম।
অনাহারে, অর্ধাহারে দুগ্ধশিশু ডুকরে কাঁদে উঠোন জুড়ে;
বাক-স্বাধীনতা আজো ভূলুণ্ঠিত হয় ক্ষমতার করাল গ্রাসে।
পথে-প্রান্তরে দুর্গন্ধ আছড়ে পড়ে বেওয়ারিশ লাশের,
পিতার বুকে সন্তান হারানোর আর্তনাদ আজো দৃশ্যমান;
সখিনা, জাহানারারা আজো স্বামী হারিয়ে চোখের জলে বাঁচে।
খরস্রোতা জলে রক্তের ধারা আজো সমান্তরালে বহমান;
বাতাসের বুক চিরে গগনবিদারী চিৎকার কর্ণগহ্বরে বিঁধে,
তবুও থামেনা অসুরের অট্টহাসির ধারাপাত।
কবে আসবে সে-ই বিজয়? কবে আসবে পরাধীনতার শিকল ছেঁড়া পাল?
২৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
অসুর বিনাশ হয়নি তাই আজো বিজয় আসেনি স্বাধীনতার ৫০ বছরেও।
** সিঁথির সিঁদুরে ধর্ষণের হোরিখেলা চলছে হরদম।**
এখানে সম্ভবত টাইপো হয়েছে, শব্দটা হোলিখেলা হবে মনে হয়।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো আপু। অভিনন্দন প্রথম হবার জন্য 💐💐। আপু হোলি/হোরি একই । ভুল হয়নি। ধন্যবাদ নিখুঁত ভাবে পড়ার জন্য। অবিরাম ভালোবাসা
মোঃ মজিবর রহমান
খুব ব্যস্ত মনে হই সাবিনাকে। তাইতো দেখিনা তাঁকে।
সুপর্ণা ফাল্গুনী
সেটাই , আপু ব্যস্ত।
মনির হোসেন মমি
৫০ বছর কম নয়।প্রত্যাশা রাখি পরিপূর্ন স্বাধীনতার।
সুপর্ণা ফাল্গুনী
অবশ্যই সময় অনেক হয়েছে। এখনো সেই স্বাধীনতা আসেনি এদেশে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
বন্যা লিপি
কার গ্রাস থেকে কেড়ে নিয়ে কি দিয়েছি এ মাটিকে?
আমি আজো খুঁজে বেড়াই লাল সবুজের নিখোঁজ রঙের পতাকাকে।
উলঙ্গ হয় আজো যে মা!
নষ্ট যত ঘুণপোকাদের তাণ্ডবে!
তার চোখে আজও দিশাহীন স্বাধীনতা।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবকিছুতেই এখন নষ্টামি, দুর্নীতি, দখলের খেলা। শহীদদের আত্মা হয়তো কেঁদেই যাচ্ছে এসব দেখে। বিজয় দিবসের শুভেচ্ছা
বোরহানুল ইসলাম লিটন
বিজয়ের মাসে সুন্দর বিদ্রোহী কবিতা।
স্বাধীন দেশ বটে কিন্তু আজও দালাল- শত্রুরা রয়েই গেছে।
নিরন্তর শুভ কামনা রইল আপনার জন্য।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। পাশে থাকার জন্য কৃতজ্ঞ
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর অনুভূতির প্রকাশ করেছেন কবি দিদি অনেক বিজয়ের শুভেচ্ছা রইল
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন
ছাইরাছ হেলাল
তবুও আমরা আশাবাদী হয়েই শুভ দিনের অপেক্ষায় থাকবো।
সুপর্ণা ফাল্গুনী
প্রত্যাশায় বেঁচে আছি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
মোঃ মজিবর রহমান
এতো মতভেদ থাকলে কিভাবে স্বাধিনতা মুল্যায়িত হবে সেটাই মনে জাগ্রত হই। স্বাধিনতা প্রশ্নে কোন মতভেদ থাকারই কথা না কিন্তু আছে।
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো বলেছেন, মতভেদ থাকার কথা নয় কিন্তু আজ দেখছি মুক্তিযুদ্ধ, জাতির জনক কে নিয়েও দ্বিমত পোষণ করছে এইদেশের ই কিছু কুলাঙ্গার।
নার্গিস রশিদ
সত্যিকারের অর্থপূর্ণ স্বাধীনতার অপেক্ষায় আমরা সবায় । ভালো লাগলো ।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্যের জন্য। অপেক্ষার পালা শেষ হোক
খাদিজাতুল কুবরা
রাজাকার লুটেরা হায়েনারা যা যা করেছে আজ ও তা অব্যাহত আছে। সে অর্থে স্বাধীনতা প্রশ্নবিদ্ধ অবশ্যই।
সুন্দরভাবে তুলে ধরেছেন সমৃদ্ধ শব্দের সমাহারে।
নিয়মিত লিখুন দিদি ভাই।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। পাশে থাকবেন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
হালিম নজরুল
কবে আসবে সে-ই বিজয়? কবে আসবে পরাধীনতার শিকল ছেঁড়া পাল?
————–চাই প্ররকৃত স্বাধীনতা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা সতত
হালিমা আক্তার
এরই নাম স্বাধীনতা, নিরাপদে পথ চলা দায়। চলন্ত বাসে উম্মুক্ত লালসার শিকার কন্যা, জায়া, জননী।এ লজ্জা কোথায় রাখি। কবে আসবে সেই স্বাধীনতা, সেকি তবে শুধুই মরিচীকা!!??
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভ রাত্রি
রোকসানা খন্দকার রুকু
অনেক পড়ে পড়লাম দিভাই।।।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। পাশে আছেন তাতেই খুশি। ভালো থাকবেন। শুভ রাত্রি