
ভাবনা-চোখ চেয়ে আছে নিবিড় আকাশ পানে,
জোড়া-স্মৃতিতে গেঁথে আছে ফুল-ঐশ্বর্য সম্মোহন;
রাত্রি-জাগা স্নিগ্ধ-সিক্ত জ্যোৎস্নার অবগাহন
পালকের মত জড়িয়ে আছে, গায়ে গায়ে।
অক্ষম বিকেল করজোড়ে ধার চায়
একটুখানি সোনাজ্বলা উজ্জ্বলতা, সন্ধ্যার কাছে,
যদি-বা অতিক্রান্ত জীর্ণ-হৃদয় ফিরে আসে
প্রাণৈশ্বর্যের কাঁচা শরীরী ঘ্রাণে।
বুনো মৌমাছিটি প্রতিধ্বনি তোলে
স্বপ্ন-হৃদয় ছিঁড়ে-খুঁড়ে, ক্লান্ত শয়ানে,
দগ্ধ-দিনের পথ-রেখার হাঁটা পথে
হেঁকে-হেঁকে ঐ যে ডাকে!
ছবি……… নেট থেকে।
৩৪টি মন্তব্য
তৌহিদ
বাহ! এতো সহজ কবিতাও হয়!! যেই ডাকুক তার আহবানে কান দিতেই হবে মহারাজ। এই আবেগকে যেই অস্বীকার করবে তার পাপা হবে পাপ, ঘোরতর পাপ।
ছাইরাছ হেলাল
এত্ত পাপের ডর দেখালে ডরামু কইলাম!
এসব কথা সহজ করেই বলতে হয়। কঠিন কথা তো ল্যাক্তে পারি-ই না।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ লেখা
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
নুর হোসেন
“বুনো মৌমাছিটি প্রতিধ্বনি তোলে
স্বপ্ন-হৃদয় ছিঁড়ে-খুঁড়ে, ক্লান্ত শয়ানে,
দগ্ধ-দিনের পথ-রেখার হাঁটা পথে
হেঁকে-হেঁকে ঐ যে ডাকে!”
-জবাব নেই এক কথায় শব্দের প্রতিমায় রত্ন খচিত!
ছাইরাছ হেলাল
আপনি নিয়মিত পড়ছেন, এটি-ই আনন্দের বিষয়।
ধন্যবাদ।
নুর হোসেন
ধন্যবাদ, ভাল থাকুন।
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকবেন অবশ্যই।
কামাল উদ্দিন
ভালো লাগা জানিয়ে গেলাম বড়ো ভা।
কামাল উদ্দিন
ভাই😀
ছাইরাছ হেলাল
হুম।
কামাল উদ্দিন
মোবাইল ফোনে মন্তব্য করতে গেলে সযুক্ত বানানগুলোতে যেমন সমস্যা হয় তেমনি এই মিসটেকগুলো হয় আমার প্রায়ই, ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
জিসান শা ইকরাম
লেখার মাঝে স্বপ্ন-হৃদয়ের প্রতিধ্বনি পাওয়া গেলো।
অসুস্থতা কাটিয়ে ব্লগে একটিভ হয়েছেন দেখে ভালো লাগলো।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
ফিরতে পেরে আমিও আনন্দিত।
হৃদয়ে স্বপ্ন নিয়েই আমরা বাঁচি।
শিরিন হক
এতোদিন পর এসে কি মন্তব্য করবো ভেবে শেষ আমি। কারন ভালো লেখকদের লেখায় মন্তব্য করা কবিতা লেখার চেয়েও দুরহ কাজ।
হৃদয়ের কথা শুনতে কি পাও
পাও কি তুমি কোনো সুর…
চমৎকার লিখেন আপনি।
ছাইরাছ হেলাল
এগুলো বলে কাজ হবে না, আপনি কবি,
লিখতে আপনাকে হবেই।
ধন্যবাদ দিচ্ছি।
মোঃ মজিবর রহমান
যদি-বা অতিক্রান্ত জীর্ণ-হৃদয় ফিরে আসে
প্রাণৈশ্বর্যের কাঁচা শরীরী ঘ্রাণে।৷ এই বয়সেও কাচা শরীরের ঘ্রান কি আশা রে বাবা স্বপ্ন দেখারও সীমা থাকে রে ভাই।
ছাইরাছ হেলাল
লেখায় স্বপ্ন ই থাকে, বয়স কোন ব্যাপার না।
মোঃ মজিবর রহমান
অবশ্য বয়স অভারকাম করা যায় আর্থিক সামর্থ্য থাকলে, কারণ মনে কেউ অস্থির হয়েও লিখতে পারে কিন্তু আমি স্থির নিরিবিলি প্রতিবেশ ছাড়া পারিনা। একেক জনের এক্বক সমস্যা হয়ে থাকে।
ছাইরাছ হেলাল
লেখায় আমরা মনের ভাব প্রকাশ করি মাত্র।
এর বেশি কিছু না।
এস.জেড বাবু
লিখক কিছুটা নিরুত্তাপ হলেও সপ্ত ইন্দ্রীয় সজাগ বৈকি।
মনে হলো আরকি- এর বেশি বুঝি না।
আর এক কথা-
ডাক শুনলে প্রতিউত্তর দিতে হবে।
ছাইরাছ হেলাল
লেখক ও খুব বুঝে ফেলেছেন এমন না!
হতে পারে ডাক ঠিক ঠাক হৃদয়ে পৌঁছাচ্ছে না।
সুরাইয়া পারভিন
ভাবনা-চোখ চেয়ে আছে নিবিড় আকাশ পানে,
জোড়া-স্মৃতিতে গেঁথে আছে ফুল-ঐশ্বর্য সম্মোহন;
রাত্রি-জাগা স্নিগ্ধ-সিক্ত জ্যোৎস্নার অবগাহন
পালকের মত জড়িয়ে আছে,গায়ে গায়ে।
চমৎকার উপস্থাপন, শব্দের গাঁথুনিও বেশ
ছাইরাছ হেলাল
আপনি নিয়মিত পড়েন, কৃতজ্ঞতা জানাচ্ছি।
নৃ মাসুদ রানা
স্বপ্ন-হৃদয়ের প্রতিধ্বনি… মাঝেমধ্যে এরকম আশাকরি
ছাইরাছ হেলাল
সবাই আমরা স্বপ্ন-হৃদয়ের আকাঙ্খা করি।
মাহবুবুল আলম
কবিতাটি ভাল লাগলো। শুভেচ্ছা জানবেন!
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা, নিয়মিত পড়ছেন আপনি।
সাবিনা ইয়াসমিন
কি লিখবো এমন কবিতায়! এই লেখায় আমার অ-কবিতা বেমানান 🙇🙇
একাকী বিকেল
প্রতিক্ষায় জোড়া-আখি,
ক্লান্ত নুড়ি-ধুলোর পথ;
নিরুত্তাপ আবাহন
মৃদুলা বাতায়ন,
পৌষালী পারিযায়ী হট্ট-উল্লাস
সুদুর গগন
বিদায়ী অনল
সম্মোহিত তটিণী-র চোখে
সোনালী সন্ত্রাস..
ছাইরাছ হেলাল
এই-ই যদি অ-কবিতা হবে আমাদের লেখা তো তাহলে মুড়ি-মুড়কি!
একদম সন্ত্রাসের ভয় দেখিয়ে দিলেন। আহা, কবে যে এমন মন্তব্য লিখতে পারব কে জানে।
কী লিখব এমন মন্তব্যে কে জানে!
সঞ্জয় মালাকার
অসাধারণ লেখা শ্রদ্ধে দাদা।
ভালো লাগলো খুব।
ছাইরাছ হেলাল
অনেক অনেক ধন্যবাদ।