
সবাই যখন নৌকায় উঠলো নৌকা কাত হয়ে ‘সোনেলার বাবুরা’ সব পানিতে পড়ে হাবুডুবু খেতে লাগলো, সাথে সুন্দরবনের টলটলে সুস্বাদু পানি। এবার তৌহিদ ভাইরে বন্যা আপু আর সাবিনা আপু পানি থেকে উঠিয়ে আনলো, আস্তে আস্তে বললো , “বাবু পানি আর খাইবা? কিপটামি ছাড়ো তা না হলে আরো পানি খাওয়ামু।” সবাই ভিজে টিজে একাকার হয়ে পাড়ে উঠলো । সবাই একসাথে বলে উঠলো, ‘ বাবুরা সুন্দরবনের পানি খাইছো?’
আবার নৌকা ঠিক করে সবাই ধীরে সুস্থে সুন্দরবন থেকে রওনা দিলাম। আমরা নারী ব্লগাররা নাকি বেশি খাই ! অদ্ভুত! প্রায় সব পর্বেই নারীদের কে হেয় করা হয়েছে এখানেও পুরুষতান্ত্রিক সমাজের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। মানিনা, মানবো না এমন বৈষম্য। বন্যা আপু আর সাবিনা আপুরে বললাম আপনারা দুজনে মিলে দায়িত্ব নেন এর একটা বিহিত করতেই হবে। বন্যা আপু মুখ দিয়ে ফুঁচ করে পানের পিক ফেলাইয়া কইলো, “চিন্তা কইরো না ছোটদি , মুই আছি কি হরতে?এমন জেলাপীর প্যাচ মারুম যে নাকের হ্যাত , চোখের হানি এক হইয়া ঠোঁট বাইয়া বাইয়া পড়বো আর খাইবো।”
খুলনা পৌঁছাতে প্রায় ঘন্টা দুই লেগে গেল, সবাই সাবধানে নামলাম। ওমা একি দেখলাম!! চোখতো সবার চড়কগাছে উঠে গেল । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসেছে সুন্দরবন ভ্রমনে তাই দেখে তৌহিদ ভাই আর রেহানা আপুর বর তাদের বৌকে আড়াল করে রাখলো । বেটার যে লুইচ্চামি স্বভাব মেয়ে মানুষ দেখলেই খালি গাল বেয়ে লালা বেরিয়ে আসে আর ছুঁড়ুৎ করে টান মারে? আমরা নারীরা সবাই যার যার গায়ের জামাকাপড় সাবধানে ঠিকঠাক করে নিলাম , মেয়েদের পোশাকের কারনেই নাকি পুরুষদের তেঁতুলের কথা মনে পড়ে আর খাইতে মন চায়।
ট্রাম্প ব্যাটা তো লাফাতে লাফাতে শিপাঞ্জির মতো মুখ ভ্যাটকাইয়া বলছে , “আই অ্যাম করোনা নেগেটিভ, প্লিজ হান্ডশেক। ” সবার সাথে হ্যান্ডশেক করতে চলে আসলো। যাইহোক সবাই দেখি খুব উৎসাহ নিয়ে তার সাথে সেলফি তুলতে ব্যতিব্যস্ত হয়ে গেল শুধু তৌহিদ ভাই আর আমাদের সবার দুলাভাই এদিক ওদিক উঁকি মারছে বৌদের নিয়ে। মিষ্টি রেহানা আপু এমন ধমক দিলো যে হঠাৎ ঠাডা পড়ার মতো গর্জনে সবাই চমকে গিয়ে ট্রাম্পের উপর হুড়মুড় করে পড়ে গেল। ফলাফল ট্রাম্পের কি অবস্থা হলো তাতো সবাই আন্দাজ করতেই পারছেন! ট্রাম্প এই অবস্থায় সুন্দরবন যাওয়া বাদ দিলো। আহারে বেচারার কত শখ ছিলো সুন্দরবনে স্বজাতি শিপাঞ্জি, হনুমানের সাথে সেলফি তুলবে , বাঘ মামার ঘাড়ে উঠে বীরের বেশে ছবি তুলবে তা আর হলো না।
ট্রাম্পের গাড়ি বহর ফিরে গেল সার্কিট হাউসে সাথে আমাদের বাস ও খুলনা সার্কিট হাউসে পৌঁছালো। সবার পেটের মধ্যে ক্ষুধায় ছুঁচো বুকডন দিচ্ছিল।
গরম ভাত সাথে নানারকম ভর্তা, ঘন ডাল, খাসির রেজালা, গরুর মাংসের কোরমা, নদীর নানান মাছ আর দই , মিষ্টি দিয়ে দুপুরের লাঞ্চ শেষ করলাম। বাপরে একেকজন এতো খেয়েছে যে পটকা মাছের মতো পেট ফুলে উঠেছে। মাসুদ ভাইয়ারে রুকু আপু জিজ্ঞাসা করলো, ‘বাবু কয় মাস?’
আমাদেরকে ডিনারের দাওয়াত দিলো ট্রাম্প। আমরা তো সবাই হৈ হৈ করে উঠলাম। হঠাৎ বৃষ্টি শুরু হলো সবাই তাই দেখে তা ধিন ধিন তা নাচতে শুরু করলো। ওমা তৌহিদ ভাই দেখি ভাবীরে নিয়ে গাল হা করে বৃষ্টি খাচ্ছে, তৌহিদ ভাইয়ের মনে হয় পদ্মার পানি খেয়ে মন ভরেনি; বাকীরাও কম বেশি তাই করছে । হঠাৎ বন্যা আপু হাচ্চি দিলো আর মুখ থেকে পানের পিক গিয়ে একদম ট্রাম্পের গালে গিয়ে পড়লো। ট্রাম্প ব্যাডার মুখটাই এমন যে সে হাসতেছে না রাগতেছে বোঝা গেল না, শুধু বললো, “ইটস ওকে, নো প্রবলেম।” সবাই একটু ভয় পেয়ে গেল। কিন্তু ভিতরে ভিতরে সবাই পেট চেপে হাসতে ছিল।
ট্রাম্পের সাথে ডিনারটা খুব ভালো হলো। ইলিশ মাছ খেতে গিয়ে গলায় কাঁটা বিঁধে গেল পারভীন আপুর , সেতো একটু চঞ্চল টাইপের তাই ইলিশের কাঁটা হান্দাইয়া গেল গলায়। পড়ে যাইহোক ওয়াক, ওয়াক করে গলা থেকে সে কাঁটা বের করলো। খাসির হাড্ডি থেকে মাংস ছিড়তে গিয়ে হালিম ভাইয়ের হাত ফসকে হাড্ডিটা ছিটকে মুড়িঘন্টের বাটির মধ্যে পড়ে গেলো । বাটির মুড়িঘন্ট মহী ভাইয়ের গায়ের উপর পড়লো, মহী ভাইতো রাগে আগুন হয়ে কটমট করে তাকিয়ে থাকলো সবার দিকে। ট্রাম্প ভাই বললো, ‘ কুল ম্যান, কুল।’ সবাই মিটমিট করে হাসছিল।
ডিনার শেষে সবাই হিন্দি গানের সাথে নাচ শুরু করলো, “হাওয়া মে উড়তা যায়ে, মেরা লাল দোপাট্টা……। কেউ কেউ ট্রাম্পের সাথে লুঙ্গি ড্যান্স দিল। আবার কেউ কেউ তোয়ালে নিয়ে দু’ঠ্যাঙ্গের মাঝখানে সালমান খানের স্টাইলে নাচলো।”
এদিকে শুনলাম নাজমুল ভাইয়ের ক্রাশের নাকি বিয়ে ঠিক হয়েছে তাই বেচারা ছোট ভাইয়ের মন খারাপ। আমরা ঠিক করলাম সবাই বিয়ে বাড়িতে যাবো, মেয়েকে তুলে নিয়ে আসবো যদি মেয়ের গার্ডিয়ান তেড়িবেড়ি করে মেয়েকে আটকে রাখে। ইঞ্জা ভাই, হেলাল ভাই, শামীম ভাই, সারোয়ার ভাই, মমি ভাই, নিতাই দাদা , সুপায়ন দাদা এরা দেখি পালোয়ানদের মতো পোশাক পড়ে নিল, হাতে দু’নালা বন্দুক।
ট্রাম্পের কাছ থেকে বিদায় ও আশীর্বাদ নিয়ে আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে উঠে প্রদীপ দাদা প্যারোডি গান ধরলো, “সে যে কেন বোঝে না,মজা দেখাবো আজ ক্রাশরে, ‘তা না তা না রে’ ।” সাথে সাথে রেজোয়ান আপু, পৌষি ভাবী, মুক্তা আপু, আরজু আপু গলা মেলানো শুরু করলো।
বিয়ে বাড়িতে ঢুকতেই দেখি বাংলা সিনেমার ভিলেনরা সব জড়ো হয়ে আছে। আমাদের দেখেই বিয়ে বাড়ি থেকে বের করে দিতে চাইলো। আমরা বের হতে চাইনি তাই আমাদের মারতে আসলো, আমরাও সবাই ঝাঁপিয়ে পড়লাম; অমনি দেখি আমি খাটের নীচে পড়ে আছি। কোমরে এমন ব্যথা পাইছি যে ব্যথায় কঁকিয়ে উঠলাম।
হায়রে ভগবান! আমিতো এতোক্ষণ ঘুমের মধ্যে #স্বপ্ন দেখেছি। সোনেলাতে স্বপ্ন নিয়ে কি লিখবো ভেবে ভেবেই তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়েছিলাম।
নোট: নাজমুল ভাইয়ের কারণে বন্যা আপুর জেলাপীর প্যাঁচটা আপাতত এই পর্বে স্থগিত রাখা হলো। আগামী কোনো পর্বে কোনো নারী ব্লগার বিষয়টি নিয়ে খুব সুন্দর করে উপস্থাপন করবেন আশা করি।
৬২টি মন্তব্য
বন্যা লিপি
হাজির, আগে পইড়ক নেই।মন্তব্য পরে
সুপর্ণা ফাল্গুনী
প্রথম হবার জন্যি অভিনন্দন।🌹🌹🍰🍵
বন্যা লিপি
ছোটদি, আমারে সবচে বেশি পচাইলেন আপনে। গল্প সুপার ডুপার হিট। এখনকার মতো এইটুকু আপাতত। আরো কতবার আসতে হবে আল্লাহ্ মালুম😃😃
সুপর্ণা ফাল্গুনী
ওরে রে আপু আপনারে পচাইনি পান খাওয়া লোকদের কি কি হয় এটাই তুলে ধরেছি। এই ব্লগে আপনার মতো সাহসী, সত্যবাদী, পান খাওয়া মানুষ হিসেবে আপনারেই পাইছি তাই আপনারেই হাইলাইট করছি মজা পাবার জন্য। আপনার মুখে এমন কমপ্লিমেন্ট পেয়ে সত্যিই আনন্দিত, বিমোহিত। আমি খুব ভয়ে ভয়ে ছিলাম, ঘুম ই আসছিল না টেনশনে। যাক আপনার মন্তব্য ই বলে দিল আমি সার্থক। আপনার এই অনুপ্রেরণা আমাকে সারাজীবন ভরিয়ে রাখবে আনন্দে। শুভ কামনা ও শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন। বৃষ্টিস্নাত সকালের শুভেচ্ছা
রেজওয়ানা কবির
আপু আপনার গল্পে ডোনাল্ট৷ ট্রাম্প বেচারার মুখে পানের পিক পরা ভেবেই বেচারার মুখখানা চোখের সামনে এমনভাবে ভেসে উঠল যে হাসি আর থামাতে পারছি না। সালমান খানের নাচ আহা! তৌহিদ ভাই ও মনে হয় এই গানে নাচছিল🤪আর আমি গানে গলা ভালোই মিলিয়েছিলাম।নাজমুল ভাইয়ের প্রেমিকার বিয়েটা মনে হয় আর হয় নি, তার আগেইতো স্বপ্নটা ভেন্ঙে গেল।সব মিলিয়ে আপনার স্বপ্ন খুব ভালো হয়েছে অনেক মজা পেলাম এই পর্বে।ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
হ্যাঁ আপু বিয়েটা আপাতত বন্ধ। আপু আমি এটা নিয়ে খুব টেনশন এ ছিলাম কি লিখব, কিভাবে লিখবো, সবাই যেভাবে সফল আমি কি পারবো অন্তত কাছাকাছি যেতে? যাক আপনাদের মন্তব্য ই বলে দিল আমি কিছুটা হলেও সফল হয়েছি আপনাদের হাসাতে। হাসাতে পারাটা সবথেকে কঠিন কাজ। অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল। শুভ কামনা ও কৃতজ্ঞতা। বৃষ্টিস্নাত সকালের শুভেচ্ছা
রোকসানা খন্দকার রুকু
** মাসুদ ভাইয়ারে রুকু আপু জিজ্ঞাসা করলো, ‘বাবু কয় মাস?’***
কি সর্বনাশা ব্যাপার স্যাপার। বলেছে অল্প দিন বাকি।
আমার সাধ্য নাই এখন কিছু লেখার। কারন বাকি রাত আর ঘুম হবে না। হাসতে হবে।
পাশের জন হাসির শব্দে ধরমরিয়ে চমকে উঠে ভাবছে জ্বীনে ধরছে তাই পালিয়েছে।
বাকি রাত আরামে হেসেই কাটাব।
সুপর্ণা ফাল্গুনী
আপুরে এমন মন্তব্য পড়ে ধন্য হয়ে গেলাম। আপনার কথাগুলো পড়ে সত্যিই আমিও আনন্দে আত্মহারা। খুব খুব চিন্তিত ছিলাম হাসানোর ব্যাপারটা নিয়ে এমনিতেই গল্প লিখতে সাহস পাইনা তার উপর হাসির গল্প যেটা সবথেকে কঠিন কাজ। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। বৃষ্টিস্নাত সকালের শুভেচ্ছা
রোকসানা খন্দকার রুকু
বাবুরা সুন্দরবনের পানি খাইছো?’ ****
বাবুদের বেহাল দশা। দেখতে এলাম বাবুরা হাজিরা দিয়েছে কিনা। নারী শক্তির জয় হোক; সব পানি খেয়ে এখনও উঠতেই পারেননি!
ডোনাল্ড বাবুর ইংরেজি অসাধারণ! সে ওভাবেই কথা বলে।
আমি ভাবতাম আমি একাই কমেডি জানি। কর্তৃপক্ষের কাছে আবেদন আমাদের দিদিভাইকে বেষ্ট কমেডিয়ান পদক দেয়া হোক!
দিদি আপনাকে স্যালুট! যেভাবে হাসি মশকরায় বাবুদের নাকানি চুবানি দিলেন তাতে আমাদের নিয়ে মশকরা আর করবেনা। আমরা নাকি বেশি খাই?
দারুন হয়েছে॥ আবার আসব,,,
সুপর্ণা ফাল্গুনী
আপু অনেক অনেক কৃতজ্ঞ আপনার কাছে। বেষ্ট কমেডিয়ান!!! খাইছে আমারে এতো বড় কমপ্লিমেন্ট। অশেষ ধন্যবাদ ও ভালোবাসা 💓💓
হালিম নজরুল
সাবধানে যতই জামাকাপড় ঠিকঠাক করেন না কেন, ট্রামদের লালা আসবেই। আর আমার লালা আসে এত সুন্দর গল্প পড়লে। আহ কি অসাধারণ পরম্পরা ও কাহিনীবিন্যাস! চমৎকার লিখেছেন। আমি খাওয়ার ব্যপারে আসলেই একটু কাবু। তবে যে সুন্দর মেনুর বর্ণনা দিয়েছেন, এমনটি রান্না করে দাওয়াত দিলে দেখবেন আমি দৌড়ে হাজির। আপাতত সেই স্বপ্ন নিয়েই থাকলাম।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আপনাদের মতো লেখকদের কাছ থেকে এমন সুন্দর , মিষ্টি উপমা পেলে আর কিছুই লাগেনা। আমি অনেক অনেক চিন্তিত ছিলাম এই লেখা নিয়ে ,ভেবেছিলাম লিখবো না তবুও একটু সাহস করে লিখতে শুরু করলাম। হাসানোর কাজটা যে খুব কঠিন তাতো জানেনই ! তাই সেটা আমার পক্ষে অসম্ভব কারণ আমি গল্প লিখতে সাহস পাইনা তার উপর রম্য রচনা আবার সিরিয়াল মেইনটেইন করে লেখা আমি সত্যিই ভয়ে ভয়ে ছিলাম । যাক কিছুটা হাসাতে পেরেছি এটাই বড় পাওয়া আমার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন। বৃষ্টিস্নাত সকালের শুভেচ্ছা
আরজু মুক্তা
বন্যা ফুপি পান খাওয়া ছাড়েন। এইবার যে কে কে কোনদিকে প্যাঁচ লাগায়।
ব্যাটা ট্রাম্প এখানেও আইছে। চলেন, ধাক্কা দিয়া পশুর নদীতে ফেলায় দেই।
হা হা। গল্প ভালো হইছে।
আর একটু হাসি। হি হি হি
সুপর্ণা ফাল্গুনী
আপু মনে হয় না পান খাওয়া ছাড়তে পারবো এসব নেশা ছাড়া দুরূহ ব্যাপার। আসলেই ধাক্কা মেরে ফেলা উচিত ও ব্যাটা রাষ্ট্র পরিচালক হিসেবে ও মানুষ হিসেবে ও খারাপ। আপু আপনারা হাসছেন এটা শুনেই আমি ধন্য । অনেক অনেক ভয়ে ছিলাম হাসানো আর সিরিয়াল মেইনটেইন এর ব্যাপারটা নিয়ে। অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। 💓💓। বৃষ্টিস্নাত সকালের শুভেচ্ছা
রোকসানা খন্দকার রুকু
জোর লাগাকে হেইয়ো,, ডোনাল্ড ট্রাম্প পানিতে বাইয়ো!!
হা হা হা হা।
সুপর্ণা ফাল্গুনী
🤣🤣🤣🤣 আরো জোরে হেইয়ো। ধন্যবাদ রুকু আপু
আরজু মুক্তা
হা হা। চলেন কাজটা করি। তবে স্বপ্নে
ছাইরাছ হেলাল
ট্রাম সাব আপনারে কী কৈলো চুপি চুপি তা কিন্তু কইলেন না!
খালি পান খাওয়া মুখের দিকে তাকিয়ে থাকলেন! কোথায় ফিস ফিস কর পিক পড়ে!!
ইটস ওকে, নো প্রবলেম! ল্যাহা ভাল হৈছে ।
সুপর্ণা ফাল্গুনী
🤣🤣🤣🤣 টপ সিক্রেট ভাইয়া।নিজেরে ক্যামনে লজ্জায় ফেলি!! ল্যাহা ভালো হইছে এটুকু শুনেই পরানে পানি জমছে। হা হা হা। যারা পান খায় তাদের এই জিনিস গুলো দেখলে খুব অবাক হই আবার মজাও পাই কেমনে পানের পিক ফেলে সেই স্টাইল, এক্সপ্রেশন নিয়ে ভাবি। যে ভয়ে ছিলাম রম্য রচনা নিয়ে, সবার লেখা পড়ে মনে হচ্ছিল আমি কি লিখুম?? যাক কিছুটা পারছি লিখতে। বৃষ্টিস্নাত সকালের শুভেচ্ছা। এমন বৃষ্টি আর চাইনা কালকে থেকে থামাথামির খবর নেই। ভালো থাকবেন সুস্থ থাকবেন
বন্যা লিপি
ছোটদি, ভালো হবে না বলে দিচ্ছি, বহুত কইছেন! আমারে কেউ কইতে পারবো না, আমি পান খাইয়া পিক পিচিৎ কইরা মারি😊 তয়, শালা ট্রাম্পের ব্যাপারে কিছু কওন যায়না।হালারে খালি পানের পিচকারি ক্যা? ভালো হইতো বনশ্রীর পচা খালে চুবানী দিতে পারলে।
সুপর্ণা ফাল্গুনী
আপু আপনাকে মজা করাই জন্যি এভাবে বলেছি😋😋। আপনি তো আমাদের সবার সোনা আপু। অনেক অনেক ভালোবাসি আপনাকে
রোকসানা খন্দকার রুকু
ট্রাম্পরে পানিতে চুবাইলেও উইঠা বলবে- ইটস ওকে বন্যা এন্ড ফাল্গুনী।
সুপর্ণা ফাল্গুনী
রুকু আপু এই ডায়লগটা ভালো হইছে । 🤣🤣
রেহানা বীথি
আমি হাসতে হাসতে শেষ। এত চমৎকার করে সাজিয়েছেন গল্পটা! ট্রাম্পকে অন্তত স্বপ্নে একটা শিক্ষা দেয়া গেছে দেখে কী যে ভালো লাগছে! লুইচ্চাদের মুখে এমনভাবেই পানের পিক ছিটে ছিটে পড়ুক। বন্যা আপু, পান খাওয়া বন্ধ করবেন না একদম।
রুকু আপুর প্রশ্ন “বাবু কয় মাস?”
ওহ্, হাসি থামছেই না কিছুতেই।
খুব খুব মজাদার একটা স্বপ্ন উপহার দিলেন আপু।
অনেক অনেক ভালোবাসা দিলাম।
সুপর্ণা ফাল্গুনী
আপু অনেক অনেক ভালো লাগলো। আমি খুব ভয়ে ভয়ে আর টেনশনে ছিলাম আপনাদের সবার মন্তব্য পড়ে স্বস্তি পেলাম। হুম এসব লোকদের এভাবেই লজ্জা দিতে হয়। আপনার জন্য ও অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল। বৃষ্টিস্নাত সকালের শুভেচ্ছা রইলো🌹🌹। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
রোকসানা খন্দকার রুকু
বীথি আপু হেয় বলছে তার দিন হইছে। দেখেন না মন্তব্যের ঘরে এহনও আসতে পারে নাই ভারে!!
রেহানা বীথি
হা হা … সত্য না-কি রুকু আপু? কাম সারছে!
সুরাইয়া পারভীন
বলে রাখা ভালো আমি কখনো মাছের কাঁটা বেছে মাছ খাই না আর তা ছাড়া আস্ত মাছের পিছ মুখে পুরে মাছ খেয়ে কাঁটা ফেলে দেই। তাই আমার গলায় কাঁটা বেঁধে যাওয়া অসম্ভব কিছু নয় দিভাই। গলায় কাঁটা লাগার মতো ঘটনা এই প্রথম ঘটল। আমার তৌহিদ ভাইয়া আর দুলামিয়ার কথাই মনে পড়ছে। বাপ্রে এক মুহূর্ত বউদের চোখের আড়াল হতে দিচ্ছে না। হা হা হা হা হা
ভালো লিখেছেন দিদিভাই। এরপর আমার পালা
তাই আমি আবার ঘুমিয়ে পড়ি আর স্বপ্ন দেখতে শুরু করি। শুভ রাত্রি
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। ভালো লাগলো জেনে খুশি হলাম অনেক। হুম তারা তাদের বৌকে খুব ভালো পায়। বৃষ্টিস্নাত সকালের শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালোবাসা অবিরাম 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
এ তো দেখি ডোনাল্ডরেও মুখে পুরে কাটা থু করে ফেলবে। সাবাস আমাদের সাহসী কন্যা।
সুপর্ণা ফাল্গুনী
তাইতো দেখতে পাচ্ছি। ডোনাল্ড কি ভুই পাইবো বুঝতাছি না??
উর্বশী
গল্পটি পড়তে পড়তে হাসি ঠেকানো মুশকিল হলো আপু।প্রচুর হাসলাম।দারুন বিনোদনের সৃষ্টি করেছেন।আর আপু তো প্রথমে কাজ সেরে ফেলেছেন,গল্প সুপার- ডুপার হিট।তবে এর উপরে তো কোনো ক্যাটাগরি পাচ্ছিনা। যদি থাকে তাহলে সেটাও আপনার জন্য বরাদ্দ করা হলো।
অনেক ভালোবাসা ও শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
আপনার জন্য ও অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা। আপু আমি শরম পাইতাছি আপনাদের এমন কমপ্লিমেন্ট পেয়ে। সত্যিই অনেক শান্তি লাগতাছে আপনাদের হাসাতে পেরে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
দিপালী
চমৎকার স্বপ্ন। আমি নতুন হলেও যেন একটু একটু সবাইকে চিনতে এবং বুঝতে পেরেছি। এমন উপভোগ্য স্বপ্নের দেশে বিচরন করানোর জন্য সুপর্না আপুকে অভিনন্দন না দিলেই নয়। অনেক ভাল লাগল। শুভকামনা নিরন্তর।
সুপর্ণা ফাল্গুনী
আপু আপনাকে পাশে পেয়ে মন্তব্যের ঘরে দারুন লাগলো আর আপনার প্রশংসা আমাকে আপ্লুত করে দিল। আস্তে আস্তে সবাইকে চিনে নিবেন সমস্যা নেই। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা রইলো। 💓💓 ভালোবাসা অবিরাম
খাদিজাতুল কুবরা
দিদি ভাই ফাটিয়ে দিয়েছেন স্বপ্ন!
সমসাময়িক প্রসঙ্গযোগে দারু রম্য স্বপ্ন দেখলেন এবং দেখালেন। বেটা ডোনাল্ড ট্রাম্পকেও ছাড়লেন না। একদম ঠিক আছে।
সব বাবুদের একসঙ্গে চুবানি খাইয়েছেন স্বপ্নে হলেও।
অনেক হাসলাম।
খুব খুব ভালো হয়েছে স্বপ্ন গল্প!
আমি আগেই জানতাম দিদি ভাই এমন সুন্দর লিখবেন।
এতো হাসাবেন ভাবতে পারিনাই।
সুপর্ণা ফাল্গুনী
আপু আপনি আগেই জেনে গেছেন আর আমি সত্যিই খুব ভয়ে আর চিন্তিত ছিলাম । একেতো গল্প লিখতে পারিনা তার উপর রম্য রচনা সিরিয়াল মেইনটেইন করে এযে আমার কাছে আকাশ কুসুম ব্যাপার । যাইহোক আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে কিছুটা সফল হয়েছি বোঝা যাচ্ছে। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন সবসময়
খাদিজাতুল কুবরা
আপনার জন্য শারদীয় শুভেচ্ছা রইল।
খুব আনন্দে পুজো কাটুক
শামীম চৌধুরী
পদ্মার পানিতো ছিলো মিষ্টি। শেষ পর্যন্ত দিদিভাই নোনা পানি খাওয়াইয়া ছাড়লেন। আর কমু না বাবু নুনের পানি খাইছো। ট্রাম বেডার লুচ্চামী দেখে আমিতো মারতেই গেছিলাম। আপনি বারন না করলে বেটার একদিন কি শেষদিন বানাইয়া ছাড়তাম। হো আমরা পালোয়ান। পরের পর্বে আমাদের পুরুষদের নিয়ে কম ট্রল কইরেন। ;
দারুন স্বপ্ন দেখাইলেন দিদিভাই। শেষ পর্যন্ত ট্রামের ভোজে সোনেলা পরিবার।
শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আপনাদের সবার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আমি ভাবতে পারিনি আমি সফল হবো হাসাতে । আপনাদের আশীর্বাদ ও অনুপ্রেরণায় উৎরে গেলাম এবারের মতো। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা রইলো ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন
নাজমুল হুদা
আমি কাইন্দা দিয়াম আমার নামে সবাই খালি মিছা কথা কয়। আমার কেউ নাই। আমি ছোডো মানুষ দেইখ্যা সবাই খালি আমারে পচায়। 😢
বড় আপু বেশি বেশি পান খান, পানের পিক দিয়া ট্রামকে ধুয়ে দিন।
সুপর্ণা ফাল্গুনী
ছোড ভাইয়া আপনারে আমরা সবাই অত্যাধিক ভালা পাই। আপনি কাইন্দেন না , আপনার জন্য দেখেন না সবাই ক্যামনে জান হাতে নিয়া ভিলেন গো লগে লড়তাছে আগামী পর্বেই তারে পাইবেন চিন্তা কইরেন না। তয় তার আগে পারভীন আপুরে খুশি করে দিয়েন তানা হলে গুটির চাল অন্যদিকে যাইতে পারে। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও শুভকামনা রইলো
জিসান শা ইকরাম
ট্রাম্প বাবাজি এবার বুঝে গেলো সোনেলার ব্লগারদের খপ্পরে পরলে কি দশা হয়,
হাসতেই আছি ট্রাম্পের বর্ননা পড়ে। তেতুল বাবার উপযুক্ত শিষ্য বলা যায় ট্রাম্পরে।
লিপির পানের পিক ট্রাম্পের গালে, দৃশ্যটা কল্পনা করতেই হাসলাম একচোট।
গল্পের শুরুতেই সাবিনা, লিপির তৌহিদ ভাইকে প্রশ্ন ” বাবু পানি আর খাইবা? কিপটামি ছাড়ো তা না হলে আরো পানি খাওয়ামু।”
হা হা হা , মজা পাইলাম খুব।
খুব সুন্দর আর আকর্ষনীয় ভাবে গল্পকে এগিয়ে নিয়েছ ছোটদি।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা ভাই আপনাদের সবার মন্তব্যে মুগ্ধ হয়ে গেলাম আমি যে এভাবে হাসাতে পারবো সেটা ভাবতেই পারিনি। খুব খুব ভয়ে ছিলাম। ভাবছিলাম লেখা দিতেই পারবো না। আপনাদের সবার আশীর্বাদ আর ভালোবাসা সাথে ছিলো বলেই পারলাম। অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম। ভালো থাকুন সুস্থ থাকুন। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা রইলো
তৌহিদ
লুচ্চা বেটা ট্রাম্প! তার সাথেই কিনা স্বপ্ন দেখলাম সবাই? কাম সারছে! ট্রাম্পের নিজের বউই সুন্দর পুরুষের সাথে ছবি তুলে বেড়ায়। আমাদের বউকে আমরা সেভ রাখব এটাই স্বাভাবিক।
সাবিনা আপু আর বন্যা আপু না থাকলে আমার যে কি হত! বোনেরা ভাইদেরকে সাহায্য করে এটাই স্বাভাবিক। কিপ্টামি ছাইরা দিছি অনেক আগেই ।আপনাদের মত বোন থাকলে কি সেখানে কিপটামি চলে ?
চমৎকার স্বপ্ন লিখেছেন আপু,পড়ে খুবই মজা পেলাম ।আপনার লেখার হাত দারুন।
আমার ডাকনাম কিন্তু বাবু কেউ জানেনা আজই বললাম হি হি হি।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়ারে আমি সত্যিই খুব খুশি হলাম আমার লেখা আপনাদের ভালো লেগেছে জেনে। খুব টেনশনে ছিলাম সবার এতো সুন্দর সুন্দর স্বপ্ন রচনা দেখে , আমিতো গল্প লেখা থেকে হাজার মাইল দূরে থাকি তার উপর রম্য রচনা বাপরে যে ভয়ে ছিলাম। বোনেরা থাকতে ভাইয়েদের কোনো চিন্তাই নেই। আহারে বাবু! এখন থেকে তাহলে বাবু নাম চালু হোক? শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
সাবিনা ইয়াসমিন
সবাই ভালো ভালো কমেন্ট দিয়ে ফেলেছে, এখন আমি কি লিখবো ভাবছি!
সুপর্ণা ফাল্গুনী
আপুপুউউউউউ 🤔🤔 দিয়ে দেন
সুপায়ন বড়ুয়া
ট্রাম্পের সাথে ডিনার খেয়ে
বিয়ে বাড়িতে মাস্তানি
দিদির স্বপ্নে মজা পেলাম
রম্য লেখার হাতছানি।
ভাল লাগলো দিদি। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় শেষ পর্যন্ত রম্য লিখেই ফেললাম। হাসাতে পারবো এতোটা ভাবিনি। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা
সুপায়ন বড়ুয়া
আপনাকে ও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা রইলো।
ভালো থাকবেন শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
“” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসেছে সুন্দরবন ভ্রমনে তাই দেখে তৌহিদ ভাই আর রেহানা আপুর বর তাদের বৌকে আড়াল করে রাখলো । বেটার যে লুইচ্চামি স্বভাব মেয়ে মানুষ দেখলেই খালি গাল বেয়ে লালা বেরিয়ে আসে আর ছুঁড়ুৎ করে টান মারে? আমরা নারীরা সবাই যার যার গায়ের জামাকাপড় সাবধানে ঠিকঠাক করে নিলাম , মেয়েদের পোশাকের কারনেই নাকি পুরুষদের তেঁতুলের কথা মনে পড়ে আর খাইতে মন চায়। “”
হাহাহাহা, লাস্টের লাইনটা দারুণ লিখেছেন।
সুপর্ণা ফাল্গুনী
আপু অনেক অনেক ভালোবাসা ও ভালো লাগা রইলো। হাসাতে পেরেছি এটা ভাবতেই খুব ভালো লাগছে। আপনাদের সবার আশীর্বাদ আর ভালোবাসা ছিল বলেই সম্ভব হয়েছে লেখা। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও শুভকামনা রইলো। 💓💓
সাবিনা ইয়াসমিন
আপনি সবাইকে নিয়ে স্বপ্ন দেখেছেন আর সেই স্বপ্ন সফল হবে না, এমন ভাবলে হবে!!
আপনার লেখা সব সময়ই সুন্দর, আর এই স্বপ্ন অনেক সুন্দর হয়েছে। ভালো থাকুন, শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা আপনাকেও। উৎসব আনন্দময় হোক এই শুভ কামনা রইলো 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
স্বপ্ন।
সোনেলা ব্লগারদের সম্মিলিত ধারাবাহিক গল্প।
যা মাইলফলক হতে যাচ্ছে।
প্যাচটা শুরু হয়ে জিলাপি দিয়ে শেষটা যে কি দিয়ে হবে তা একমাত্র জিলাপির বড়ভাই জানে😂
আহারে গান, ট্রাম্পের কাছ থেকে বিদায় ও আশীর্বাদ নিয়ে আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে উঠে প্রদীপ দাদা প্যারোডি গান ধরলো, “সে যে কেন বোঝে না,মজা দেখাবো আজ ক্রাশরে, ‘তা না তা না রে’ ।” সাথে সাথে রেজোয়ান আপু, পৌষি ভাবী, মুক্তা আপু, আরজু আপু গলা মেলানো শুরু করলো।
কেমন করে এসব লিখলেন, দিদি?
আমি হাসতে হাসতে শেষ।
কালকে রাত্রে পড়েছিলাম আর জোরে জোরে হাসি পাচ্ছিল। ভাবলাম সবার ঘুম নষ্ট হবে এমন হাসিতে।
অনেক ভালো লাগলো,দিদি।
পুরোটা রম্য।
সুপর্ণা ফাল্গুনী
জানিনা ক্যামনে জানি লিখে ফেললাম। সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে এটা আমার জন্য আশীর্বাদ ও বিস্ময়কর। দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর। মহা অষ্টমীর শুভেচ্ছা রইলো
প্রদীপ চক্রবর্তী
শুভ মহাষ্টমী, দিদি।
মনির হোসেন মমি
লেটে এসে কমেন্টস পড়ে কী কমেন্টস করব খুজে পাচ্ছি না যাই একটু ট্রাম্পের কাছ থেকে বুদ্ধি লইয়া আসি।
সুপর্ণা ফাল্গুনী
হা হা হা । ভাইয়া ও ব্যাটা কি বুদ্ধি দিবো! দেখেন কি বুদ্ধি দেয় ! জানাইয়েন বুদ্ধিটা সবাইকে। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন। মহা অষ্টমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
মনির হোসেন মমি
মহা অষ্টমীর শুভেচ্ছা আপনাকেও
আলমগীর সরকার লিটন
খুবি ভাল লেখেছেন দিদি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া পড়ার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন। মহা অষ্টমীর শুভেচ্ছা রইলো। নিরন্তর শুভকামনা