আকাশে দেখ মেঘের চিহ্নমাত্র নেই,
সারা আকাশ জুড়ে তারার মেলা।
রাতের নির্জনতা এ পৃথিবীকে আরো ঘুমন্ত করেছে।
চাঁদ দেখ তার স্নিগ্ধ আলো নিয়ে হেসে উঠেছে।
এ আলোয় কৃত্রিম এক পথ তৈরি হয়েছে
আমি বিমুগ্ধ নয়নে চেয়ে আছি সে পথ পানে।
শুকনো পাতার মরমর ভেঙে চলে আস এ দ্বারে
বুকের ভিতর কাপন তোলো।
কর্মহীন পরিশ্রান্ত এ আমি তোমার ঘাসবুকে এলিয়ে পড়া এক শিশিরবিন্দু।
তন্দ্রাজড়িত নয়নে সুখের এক নিঃশ্বাস ফেলি।
ক্ষণকালের জন্য স্থীর হয়ে যাক সবকিছু।
বহুকাল ধরে ডায়রির পাতায় থাকা বিস্মৃত কোনো শুকনো ফুলের কলি
হেসে উঠুক আবারো।
এককালে তাকে সজীব অবস্থায় যত্নে রেখেছিলাম।
আজ সে বর্ণ গন্ধহীন আবর্জনা মাত্র।
,,,,,,,,,,মৌনতা রিতু,,,,,,
১২/০৩/১৭.
৩১টি মন্তব্য
ব্লগার সজীব
ঘাসফুলের বুকটি কার কে জানে? তবে সজীব কিন্তু আমি না :p আপু সবাই কবি হয়ে যাচ্ছেন, আমিই কবিতার কিছুই বুঝি না 🙁 লেখা এবং ছবিটি খুবই সুন্দর।
মৌনতা রিতু
ঘাসফুল বুকটির অহংকার ভারি। বুক সে পাতে না। শিশিরও তাই পড়ে না।
এটাকে কুবিতা বলে! ভাবু ভাইয়া, আপনি খুবই হাসাতে পারেন। ছেলেকে তো সেই থেকেই বলি,”খবরদার গার্লস্ স্কুলের সামনে দিয়ে আসবি না”। কে জানে কখন পেশার কুকারের সিটি বেজে ওঠে!
নীহারিকা
আবারও জেগে উঠুক সবাই।
মৌনতা রিতু
হুম জেগে উঠুক সব সজীবতা নিয়ে। ভাল থাকুন শুভকামনা রইলো।
নীলাঞ্জনা নীলা
শেষটানে সব রঙ একাকার হয়ে মিশে গেলো।
সময় সবকিছু পারে। যা একসময় যত্ন পেয়েছিলো অনেক আদর জড়ানো ভালোবাসার ভেতর। সেসব কিছুই অপ্রয়োজনীয় হয়ে গেলো। সময় কতো কি যে খেলা করে আমাদের এই মনকে নিয়ে।
দারুণ লিখেছো শান্তসুন্দরী। মন ভরে গেলো। ভালো থেকো। -{@
মৌনতা রিতু
ধন্যবাদ আপু। ভালবাসা নিও।
নীলাঞ্জনা নীলা
-{@ (3
আগুন রঙের শিমুল
কি স্নিগ্ধ লেখা, অথচ শুন্য আপনাকে গুন্ডা বলে … ভারী অন্যায় 🙁
মৌনতা রিতু
ঠিক ঠিক ঠিক ভারি অন্যায় ;( তবে এমন ননদিনী পেয়ে আমি খুবই গর্বিত।
ওর এবং সোনেলার সবার ভালবাসায় সিক্ত আমি।
ভাল থাকবেন।
প্রহেলিকা
খুব সুন্দর, মায়াময় লেখা। দিনের সেরা পাঠের অন্যতম এই কবিতাটি। কাল সম্ভবত পূর্ণিমাতিথি ছিল। পড়তে পড়তে নিজেকে আবিষ্কার করেছিলাম পূর্ণিমাতে। খুব ভাল লেগেছে আমার কাছে।
মিষ্টি জিন
এক কালে তাকে সজীব অবস্হায় রেখেছিলাম
এখন বর্ন গন্ধহীন আবর্জনা মাত্র ..
সত্যি কি তাই?
শান্ত স্নিগ্ধ মায়ায় ভরা লেখা।
ভালো থাকিস ।
মিষ্টি জিন
সরি প্রহেলিকা ভাই ,কমেন্ট ভুলে এখানে চলে এসেছে।
মৌনতা রিতু
অনেক ধন্যবাদ। চাঁদ হলো উদাসিন নারী তার একাকিত্বের খবর নাকি ঐ শুক্লপক্ষই ভাল জানে।
ভাল থাকবেন ভাই। শুভেচ্ছা রাশি রাশি।
প্রহেলিকা
মরা চাঁদরাতে অন্ধকারে পৃথিবী পুড়ে। যাহোক চাঁদকে উদাসীন নারী উপমাটা মনে ধরেছে। বাহ বাহ
মৌনতা রিতু
হুম, চেয়ে দেখবেন চাঁদের পানে মাথা নতো উদাসিন এক নারীর ছায়া সেখানে।
সৈয়দ আলী উল আমিন
বাহ খুব সুন্দর লেখা। ভাল লাগলো।
মৌনতা রিতু
অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন। শুভকামনা রইলো।
মিষ্টি জিন
এক কালে তাকে সজীব অবস্হায় রেখেছিলাম
এঁখন বর্ন গন্ধহীন আবর্জনা মাত্র
সত্যি কি তাই ?
শান্ত স্নিগ্ধ মায়ায় ভরা লেখা।
ভালো থাকিস।
মৌনতা রিতু
তাই তো হয়।
ভাল থেকো আপু। ভালবাসা নিও।
শুন্য শুন্যালয়
নামের মতোই স্নিগ্ধ একটি লেখা। ঘাসবুক তোমার বুঝি অনেক প্রিয়? আর অনেক আপন?
বহুদিন পর একটা শার্টের পকেটে দাগ দেখে হাত দিতেই একটা শুকনো ফুল। ওটা আবর্জনার স্তুপেই গেছে।
অনেক ভালো লিখেছ ভাবী, পথ টা যেন আমারই। (3
মৌনতা রিতু
ঘাসবুক আপন হয়েও নয় সে আপন
তাই তো এতো শব্দের আসর।
কিছু কিছু জিনিস আবর্জনার স্তুপে যাওয়াই ভাল।
কিছু কিছু ড্রয়ার না খোলাই ভাল।
থাক তা আজিবন বন্ধ।
ভাল থেকো সব সময়। ভালবাসা নিও।
শুন্য শুন্যালয়
কিছু কিছু ড্রয়ার না খোলাই ভাল।
থাক তা আজিবন বন্ধ। বাহ (y)
মৌনতা রিতু
বন্ধ থাক। যখন দাঁত পড়ে যাবে তখন পান ছিঁচে খাওয়ানোর সময় খুলে দেখব ও দেখাব।
ছাইরাছ হেলাল
প্রহেলিকা এত্ত সুন্দর করে বলে ফেলেছে যে, এরপর আর কী বলব ভেবে পাচ্ছি না,
তবে এটি বলতে পারি, সময়স্রোত অনেক কিছুই কেড়ে নেয়,
মৌনতা রিতু
সময়স্রোত কেড়ে ভাসিয়ে নিক সব। সাগরের বুকে নিয়ে আছড়ে ফেলুক।
অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।
আবু খায়ের আনিছ
ছোট বেলায় দেখতাম মেয়েরা বইয়ের ভাঁজে, খাতায় ফুলের পাপড়ি রেখে দিত, আর রাখত ময়ূর পালক। তাহলে এগুলো এই প্রতিক্ষায় রাখত? আহা! হারানো সেই দিন।
মৌনতা রিতু
ছেলেরাও এই ব্যাপারে কম না। যখন তখন প্যান্টের পকেটে জামার বুক পকেটেও গোলাপ পাওয়া যায়। তাই তাদের কাছে তা মুল্যহীন। ডায়রির পাতায় যে গোলাপ তার মূল্য অনেক।
ভাল থাকবেন ভাইটু। শুভেচ্ছা রইলো।
আবু খায়ের আনিছ
আমার এই ধরনের কোন অভ্যাস ছিল না, তবে মজার অভ্যাস ছিল একটা, কাগজ রাখতাম পকেটে, সেটা হতো কোন বইয়ের বা পত্রিকার কাটিং।
মেহেরী তাজ
ভাবীজান চালাকি হচ্ছে খুব তাই না? কবিতাকে “একান্ত অনুভূতি ” বলে চালায়ে দিচ্ছো???
;?
মৌনতা রিতু
এটা কুবিতা হইছে! সত্যি বলছিস তো? এই নে ভালবাসা নে -{@ (3 -{@
মেহেরী তাজ
ভাবীজান থাকো কই কই?
এতো করে যখন বলছো তখন নিলাম তোমার এই ভালোবাসা! :p