স্নিগ্ধ এ পথে।

রিতু জাহান ১২ মার্চ ২০১৭, রবিবার, ০৯:৪৪:৩১অপরাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য

17308748_1889379404653891_3993087165174555081_n
আকাশে দেখ মেঘের চিহ্নমাত্র নেই,
সারা আকাশ জুড়ে তারার মেলা।
রাতের নির্জনতা এ পৃথিবীকে আরো ঘুমন্ত করেছে।
চাঁদ দেখ তার স্নিগ্ধ আলো নিয়ে হেসে উঠেছে।
এ আলোয় কৃত্রিম এক পথ তৈরি হয়েছে
আমি বিমুগ্ধ নয়নে চেয়ে আছি সে পথ পানে।
শুকনো পাতার মরমর ভেঙে চলে আস এ দ্বারে
বুকের ভিতর কাপন তোলো।
কর্মহীন পরিশ্রান্ত এ আমি তোমার ঘাসবুকে এলিয়ে পড়া এক শিশিরবিন্দু।
তন্দ্রাজড়িত নয়নে সুখের এক নিঃশ্বাস ফেলি।
ক্ষণকালের জন্য স্থীর হয়ে যাক সবকিছু।
বহুকাল ধরে ডায়রির পাতায় থাকা বিস্মৃত কোনো শুকনো ফুলের কলি
হেসে উঠুক আবারো।
এককালে তাকে সজীব অবস্থায় যত্নে রেখেছিলাম।
আজ সে বর্ণ গন্ধহীন আবর্জনা মাত্র।
,,,,,,,,,,মৌনতা রিতু,,,,,,
১২/০৩/১৭.

৫৮১জন ৫৮১জন

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ