সোনেলার আড্ডাবাজেরা কোথায়? শুরু হলো সোনেলার মেগা প্যাকেজ “সোনেলা আড্ডা।” সপ্তাহের প্রতি বুধবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত চলবে সোনেলায় অনলাইন আড্ডাবাজি। একই সাথে ফেসবুক থেকেও যে কেউ আড্ডায় অংশ নিতে পারবেন।
সো ডু-চিন্তা,মোর ফুর্তি!!! বন্ধুদের সাথে আড্ডাবাজিতে… জমজমাট বিনোদনে…একদম ফ্রি টিকেটে আপনাকে জানাই স্বাগতম। আড্ডা না জমলে জরিমানা মাস্ট!!!
আজকের আড্ডার বিষয় “আলাদিনের যাদুর চ্যারাগ।”
আসুন গল্পটা আরেকবার শুনে নেইঃ
সে এক আদ্যিকালের কথা। এক রাজ্যে ছিল এক বুড়ি। বুড়ির খুব দুঃখ। তার স্বামী মারা গেছে বহু আগে, কোনো ছেলেপেলেও নেই। আছে শুধু একটা ছাগল। ভিক্ষা করে কোনো রকমে নিজের আর ছাগলের পেট চলে।
তো একদিন বুড়ি ভিক্ষা করছে। এক বাড়িতে তাকে ভিক্ষা দিল একটা প্রদীপ। বুড়ি ভাবল এটা দিয়ে কি করা যায়? যা থাকে কপালে ভেবে ঘষা দিল প্রদীপে।
তারপর যা হয় আর কি! এক জ্বিন এসে হাজির। বলল, “হুকুম করুন। আপনার তিনটা ইচ্ছা পূরণ করব।”
বুড়ি তার প্রথম ইচ্ছা জানাল, “আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজপ্রাসাদের মালিক বানিয়ে দাও।”
“যো হুকুম।” বুড়ি রাজপ্রাসাদে এসে গেল।
“আপনার দ্বিতীয় ইচ্ছা কি?”
“আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজকন্যা বানিয়ে দাও।”
তাই হল।
“তৃতীয় ইচ্ছা কি?”
“আমার পোষা ছাগলটাকে পৃথিবীর সবচেয়ে যৌন আবেদনময় পুরুষ বানিয়ে দাও।”
বুড়ির এই ইচ্ছাও পূরণ হল।
“আমি এখন মুক্ত।” এই বলে জ্বীন অদৃশ্য হল।
সুদর্শন যুবক (যে কিনা আগে ছাগল ছিল) এগিয়ে এল বুড়ির (যে এখন সুন্দরী রাজকন্যা) দিকে। বুড়ির নিঃশ্বাস ভারী হয়ে এল। বুড়ির কানে কানে সে বলল, “আপনার কি মনে আছে শৈশবে আপনি আমাকে ছাগল থেকে খাসী করে দিয়েছিলেন???” :D) :D) :D)
মনে পড়েছে নিশ্চয়ই?
আজকের আড্ডা হবে সেই আলাদিনের যাদুর কুপি নিয়ে। প্রশ্ন রইলো, “আলাদিনের যাদুর চ্যারাগখানি(কুপি) যদি আপনি পেতেন তাহলে কোন ইচ্ছাগুলো পূরণের কথা বলতেন?”
আলাদিন তিনটি ইচ্ছার কথা বলতে পারতো। তবে আপনারা যতখুশি ইচ্ছা পোষণ করতে পারেন। তবে শর্ত আছে। একটি মন্তব্যে একটির বেশি আড্ডার কথা জানাতে পারবেন না। তাহলে দৈত্য রাগ করে আপনাকে কিক দিতে পারেন। 😀
সুতরাং- ১ মন্তব্য= ১ ইচ্ছা। আর হ্যাঁ যতবেশি কাউন্টার এ্যাটাক করতে পারবেন ততবেশি যাদুর চা পাবেন দৈত্যের কাছ থেকে।
আড্ডার সাথে সাথে দু’চার কাপ ঠান্ডা চা খাওয়ার নিমন্ত্রণ রইলো। :T :T :T :T
তো শুরু হয়ে যাক…
৩২১টি মন্তব্য
আফ্রি আয়েশা
কেউ নাই ক্যান ? 🙁 ।
আমার এখন ইচ্ছা সব কটা আইসা এই আড্ডায় হাজির হোক ।
নীলকন্ঠ জয়
হাজির হয়ে যাক সব নাবালক-সাবালকের দল। হে দৈত্য তুমি আফ্রি আপার মনের ইচ্ছা পূরণ করে দাও।
নীলকন্ঠ জয়
আফ্রি আপা আপনার ইচ্ছে পুরণ করেছে দৈত্য। \|/
আদিব আদ্নান
কোথায় গেল সব ?
নীলকন্ঠ জয়
আফ্রি আপুর ইচ্ছে পূরণ ঠিকই হয়েছে। কিন্তু উনি নিজেই গায়েব। :@
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
এসে গেছি \|/
নীলকন্ঠ জয়
কিছু চাইলেন না যে?
নীলকন্ঠ জয়
আমার পয়লা ইচ্ছা হইলো গিয়া,
সুন্দরী কমলার লগে কদম ডালে বইস্যা গপ্প করা। ইচ্ছা অফুরন্ত 🙂 যা ইচ্ছা আজ তাই চামু। \|/
নীলকন্ঠ জয়
আমার ইচ্ছে পূরণ হবে না। কদম গাছে নাকি কমলা চড়তে নারাজ। ;( ;(
শুন্য শুন্যালয়
এইটা আমরা কমলার নিজ মুখে শুনতে চাই, বুলান তারে…
নীলকন্ঠ জয়
কমলারে বুলান যাইতো না। পাছে সবাই যদি আমাদের ব্যাপারটা জেনে যায়??? :p
"বাইরনিক শুভ্র"
আমি গাছ দিতেছি । দৈত্যের কাছে চাওনের দরকার নাই । 😀
আদিব আদ্নান
কদমের ডাল নাকী ভীষন ভীষন নরম , তাতে অবশ্য সমস্যা নেই বরং ক্ষেত্র বিশেষে কিছু সুবিধে আছে বলেই মনে হয় , তা না হলে এত গাছ থাকা সত্বেও কদম ট্রি কেন ?
অতএব ডাল ভেঙ্গে নীচে পড়ার সময় আপনি কমলার উপর সঠিক কৌণিক বিন্দুতে নিখুঁত পতনের উপরই
আপনার সাফল্য অর্থাৎ আঁখেরে আপনি অক্ষত থাকার বিমলানন্দ লাভ করবেন ।
আজকাল কদম গাছের বড়ই অভাব , সব ফ্যাক্টরিতে চালান হয়ে যাচ্ছে ।
কদম পিপাসুদের জন্য কোনই সুসংবাদ দেখছি না ।
অবশ্য আপনি ভাল গাছি হলে আমাদের আপত্তি নেই , অন্তত ভাল কিছু লেখা বেড়িয়ে আসবে ।
আমরা বাসি মুখে তারই না হয় স্বাদ নেব ।
ও হ্যা , কমলার আপডেট দিত যেন ভূল না হয় ।
নীলকন্ঠ জয়
ব্যাপারখানা খুলেই বলি, আমার তো আবার কমলা টমলা কেউ নেই। আমি মুখ ফুটে দৈত্য মামারে কিছু বলতে পারছিলাম না। তাই একটু ঘুরাইয়া ফিরাইয়া টোপ মারলাম। কিন্তু ধরা খেয়ে গেছি। মামাও চালাকি করে বলেছে কমলা গাছে চড়তে নারাজ। :c
জিসান শা ইকরাম
আগে এই পোস্ট পড়ার সুযোগ চাইতাম 🙂
নীলকন্ঠ জয়
সোনেলা দৈত্য ওনারে পড়ার সুযোগ করে দিন। ভালো ইচ্ছা।
নীলকন্ঠ জয়
দৈত্য জানালো আপনার ইচ্ছে পূরণ করা হয়েছে। নতুন কোন ইচ্ছে থাকলে বলুন। 🙂
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
এই শীতের রাতে এককাপ :T ছাড়া আর কিছুই দরকার নাই, বাকি দুইটি পরে চেয়ে নেব।
নীলকন্ঠ জয়
চা’তো ইমো শপে এভাইলেবেল। ইচ্ছা কিন্তু তিনটা না। যতখুশি চাইতে পারেন। আগে চা খান :T
এবার ইচ্ছে প্রকাশ করুন। গোপন কিছু থাকলে কানে কানে বলুন।
শুন্য শুন্যালয়
নিমন্ত্রন দিছেন তাও আবার ঠান্ডা চা এর, ঐ চা খাইলে মেজাজ গরম হইবে মাস্ট…
নীলকন্ঠ জয়
মেজাজ গরম থাকলে এই শীতে আপনিও গরম থাকবেন । :D)
স্বপন দাস
যৌবনে পদার্পণ করিবার সময় শ্রীদেবী ছিলো সবচেয়ে সুন্দরী নায়িকা — আমার ঘর ভর্তি ছিলো শ্রীদেবীর পোস্টার দিয়ে। । এখনো সেই আমার কামনার ধন—- একটি বর দিলে আমি ২০ বছর আগের শ্রীদেবীকে এক রাতের জন্য কামনা করবো ।।
নীলকন্ঠ জয়
দাদাগো দৈত্য বুঝি পালালো। ^:^ আমারো ইচ্ছে হয় ২০ বছর আগের মাধুরী দিক্ষিতের সাথে ডেটিং এ যাওয়ার। 😀
নীলকন্ঠ জয়
দাদা দৈত্য বলেছে তিনদিন না খাইয়া তপস্যা করলে ইচ্ছা পূরণ হবে। শুরু করে দিন তপস্যা। :D)
শুন্য শুন্যালয়
একটা রাতের জন্য ২০ টা বছর ধরে তপস্যা, চোক্ষে পানি এসে গেলো… ;(
নীলকন্ঠ জয়
এখন তো মাত্র তিনদিন নাই খেয়ে তপস্যা করলেই হবে। আমি শুরু করে দিয়েছি :D)
"বাইরনিক শুভ্র"
দুষ্টু ইচ্ছা 😀
নীলকন্ঠ জয়
(y) (y)
স্বপ্ন
আমিও আড্ডা দিতে ইচ্ছুক ।
নীলকন্ঠ জয়
ইচ্ছা পূরনের দৈত্যের কাছে কিছু চেয়ে নিন। চান্স কিন্তু বারবার আসে না।
হলুদ পরী সাদা নাকফুল
ভাইয়া বিষয় টা ঠিক বুজতে পারিনি সোনেলায় কয়টা চাওয়ার কথা বল্লেন
যাই হোক আমাকে কিছু চেতে বলা হলে আমি চাইতাম
১।আমার ভালবাসা যা চায় তাই যেন পায় তার সব সপ্নো যেন পুরনো হয়।
২। আমার বাবা-মা, আত্তিও-সজন,প্রতিবেশি,বন্ধুবান্ধবি, শিক্ষক এক কথায় যাদের সম্পরকে একটু হলেও জানি বা চিনি তারা যেন সবসময় সুখি ও নিরাপদ থাকে।
৩। আমার দারা যেন কেউ কখনো কস্ত না পায়।
নীলকন্ঠ জয়
দৈত্য আপনাকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে বলেছে। -{@ -{@ মেয়েটা এত ভালো কেন? আপনার জন্য আরো ইচ্ছে পূরণ বরাদ্ধ করেছে। সো নেক্সট ইচ্ছা কি কি??
হলুদ পরী সাদা নাকফুল
আমার এ ছাড়া আর কোন ইচ্ছা নেই ভাইয়া।
নীলকন্ঠ জয়
আপনাকে আমার পক্ষ থেকে এক কাপ চা :T
বাকিদের ইচ্ছে গুলোতে হামলা করুন। গোপনে বলে রাখি দৈত্য কিন্তু সেরা কাউন্টার অ্যাটাকের জন্য পুরষ্কার রেখেছে। \|/
ছাইরাছ হেলাল
দেখবেন দৈত্যকে আবার কাঁদিয়ে দিয়েন না যেন ।
তবে আজকালকার দৈত্যরা দৈত্যই হয় , ছিচ কাঁদুনে হয় না ।
নীলকন্ঠ জয়
আজকালকার দৈত্যরা দৈত্যই হয় , ছিচ কাঁদুনে হয় না । (y)
স্বপ্ন
১ নং এ আমি চাইতাম মিথুনকে :p
নীলকন্ঠ জয়
দেখি দৈত্য কি বলেন……।।
হ্যাঁ বলেছে আপনার ইচ্ছে পূরণ হবে। তবে অধৈর্য্য হলে চলবে না। -{@ নিন চা খান। :T আরো ইচ্ছে থাকলে জানান।
স্বপ্ন
কিন্তু গত দিন সে আমাকে উপেক্ষা করেছে 🙁
নীলকন্ঠ জয়
দৈত্য জানালো, ” ওরে পাগলি একটু আধটু টেষ্ট করে দেখছে তোকে। ভয় নেই কোন। তোর (-3 ব্রেকিং হার্ট (3 জোড়া লেগে যাবে। ” \|/
জিসান শা ইকরাম
প্রথম চাওয়া – রাজাকার এবং তাদের বিবি বাচ্চাদের দেশ থেকে বিতারন 🙂
নীলকন্ঠ জয়
দারুণ ইচ্ছা। দৈত্য মহাশয় দারুণ ক্ষিপ্ত ছিলো এতদিন। শুধু কারো ইচ্ছার অপেক্ষায় ছিলো। উনি খুশি হয়ে আপনার জন্য দুই কাপ চা :T :T দিয়েছেন।
আর বলেছেন, “হাসিনারে আবারো ভোট দে পাগলা। ” :p
ছাইরাছ হেলাল
দৈত্যরা অনেক কিছুই পারলেও এ মহৎ কাজটি করা দৈত্যকুলের জন্য ও কঠিন
হয়ে যাচ্ছে ।
নীলকন্ঠ জয়
কঠিন মানে? সেইরকম কঠিন। উনারা ফোন না ধরলে চা পানের দাওয়াত করবেন কিভাবে। তাছাড়া একজনের ফোনতো আবার ডেড । 😮
নীলকন্ঠ জয়
তবে দুই নেত্রী ছাড়াই পিডানোর ইচ্ছে দৈত্য মামার অনেক দিনের। এখন জেলে আছে কুলাঙ্গার গুলো, এত বড় শরীর নিয়ে ক্যামনে ঢুকবে গারোদ খানায়?? তাই ওয়েট করতে বলেছে। যায়গা মত সিল মারতে বলেছে।
"বাইরনিক শুভ্র"
একমত
ওয়ালিনা চৌধুরী অভি
এখানে এত হইচই কিসের রে ?
নীলকন্ঠ জয়
চিল্লাবেন না। পোষ্ট পরে ইচ্ছা প্রকাশ করুন। সোনেলায় আলাদিনের দৈত্য এসেছে। সুযোগ আছে সময় থাকতে ইচ্ছে করুন , কাজে দিবে। \|/ চান্স কিন্তু সীমিত।
মা মাটি দেশ
আড্ডা চলছে ….আ আ আ আড্ডা…… :T চা……চা………..চায়ের.।
নীলকন্ঠ জয়
ইমো শপে বিনা পয়সায় পেয়ে যাবেন। যতখুশি খেয়ে নিন। আর দৈত্যকে খুশি রাখেন, চায়ের সাথে টা-ও পাবেন। 😀
মা মাটি দেশ
টা আবার কি ঘোষ?নাকি মাইর?
নীলকন্ঠ জয়
হি হি হি বলতে মানা। 😀
মা মাটি দেশ
আমার চাওয়া….. ^:^ চিন্তা করছি….. \|/ পেয়ে গেছি দেশের সম্মানীত দুই নেত্রীকে সোনেলায় চা এর আমন্ত্রন জানাবে….. ;? আর কিছু…….. := না থাক টা টা…..।
নীলকন্ঠ জয়
দৈত্য আপনাকে ওয়েটিং লিষ্টে রেখেছে। উনি রেড টেলিফোনে দুই জনরে ফোন লাগাইছেন। ওয়েট করেন … সাথে পরের ইচ্ছা গুলোও চালিয়ে যান… \|/
মা মাটি দেশ
আপনারা বলে আমি কেবল শুনি….মনে অফিসের কাজ শেষ হতে হতে আরো ঘন্টা দুই লেগে যাবে দৈত্য মামা কি সাহায্য করবে?
নীলকন্ঠ জয়
হুম দৈত্য মামা বলেছে,” নিজের হাতের কাজ নিজে করতে হয়।” উনি মনোযোগটা বাড়িয়ে দিয়েছেন। বলেছে, “নে এবার ঠিকঠাক মত কাজ কর ।” :c
শুন্য শুন্যালয়
মা মাটি দেশ ভাইয়া, আমার ধারনা দৈত্য মহাশয় জীনদিগেতে এমন ঝামেলায় পরে নাই…
নীলকন্ঠ জয়
আমি দৈত্য হলে সাথে সাথে আত্মহত্যা করতাম।
ইয়ে মানে উনি রাত থেকে রেড টেলিফোনে ফোন দিয়েই যাচ্ছেন। 😀
মা মাটি দেশ
মিথ্যে নয় তবে সোনেলা বলে কথা…..
মা মাটি দেশ
আমার মনে হয় আড্ডা শেষ কেউ কিছু বলছেনা। 🙁 ঘুমাই
নীলকন্ঠ জয়
রাত বেড়েছে…সকালে আবার দেখা হবে। ভুলে যাবেন না কিন্তু।
মা মাটি দেশ
কি যে কন ভাই আমার আবার ঘুম কখন ঘুমাব কে জানে তাইতো দৈত্যের কাছে সাহায্য চেয়েছিলাম।
নীলকন্ঠ জয়
হুম এই ইচ্ছেটা দেখি দৈত্য পুরণ করে কিনা।…
হ্যাঁ বলেছে,” এই ছেলেটাকে (উনি সবাইকে ছেলে/মেয়ে বলেন) বল এত টেনশন কিসের? সব ঠিক হয়ে যাবে। যা ওকে আড্ডায় থাকার জন্য থ্যাঙ্কস জানা। আর বল ইচ্ছে পূরণ হবে। নে বাছা ঘুম দিলাম…”
ওয়ালিনা চৌধুরী অভি
ঘুমাতে পারছিনা হট্টগোলের জন্য :p
নীলকন্ঠ জয়
দৈত্য বলেছে, ” এই মেয়েকে আজ আর ঘুমাতে দিস না। ওকে কান ধরে সোনেলায় নিয়ে আয় পাগলা।” :D)
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
দ্বিতীয় চাওয়া হচ্ছে বাংলাদেশের নোংরা রাজনীতির দ্রুত যেন অবসান হয়, আর ভালো লাগেনা এগুলো। স্বাধীনতার ৪২ বছর পরে এসেও যেন শুনতে না হয় মুক্তিযুদ্ধে ৩০ হাজার লোক মরেছে।
নীলকন্ঠ জয়
হুম আপনার সাথে আমারও ইচ্ছের মিল দেখছি। দেখি দৈত্য কি জানায়…
হ্যাঁ হবে হবে… ভোট বাক্সে সিল কিন্তু একটাই মারতে হবে। তাহলেই হবে… আর জোরে বলতে বলেছে, “জয় বাংলা। “
ওয়ালিনা চৌধুরী অভি
আমার একটা শান্তির ঘুম দরকার । আগামী কাল আড্ডা দেব , এই ইচ্ছে আমার 😀 , গেলাম ভাই ।
নীলকন্ঠ জয়
😮 সবার শান্তির ঘুম বর্ষিত হোক। দৈত্য ঘুমানোর ইচ্ছাতে না করেন না। \|/
জিসান শা ইকরাম
এখন এককাপ কফি চাই 🙂
নীলকন্ঠ জয়
দেওয়া হলো, চিনি ছাড়া। :D)
মা মাটি দেশ
তার অর্থ কি জিসান ভাইয়ের ঘুম এসে গেছে?
মা মাটি দেশ
বুঝছি চা আর পাবনা নিজে দোকানে গিয়ে চা খেয়ে আবার বসি আড্ডায়।
নীলকন্ঠ জয়
:D) :D) মাঝে মাঝে কিছু সত্য মানতে হয়। (y)
মা মাটি দেশ
কি দৈত্য মামা রেড ফোন কি ঠিক হয়েছে আর কত অপেক্ষা করব।ধৈর্যের বাধ যে ভেঙ্গে যায়।
স্বপ্ন
সারাদিন কেটেছে অস্থিরতায় 🙁
নীলকন্ঠ জয়
আহারে বেচারীকে সুস্থিরতা ফিরিয়ে দিন দৈত্য মামা। ;(
শুন্য শুন্যালয়
মিথুনকে ধরে আনার ব্যবস্থা করতেছি স্বপ্ন ভাইয়া, ধৈর্য ধরেন… 🙂
আদিব আদ্নান
আপনি এলেন আপনার সে (মিথুন) যে এখনও এল না ।
নীলকন্ঠ জয়
আসবে আসবে। এত পাগল হলে চলবে। দুই নেত্রীকে ফোন দিতে না হলে তো দৈত্য মামা এক্ষুনি কান ধরে নিয়ে আসতো। 🙂
নীলকন্ঠ জয়
স্বপ্ন ভাই না আপু??? কনফিউজড হয়ে গেলাম । :D)
মিথুন
আ্মি ও কিছুটা কনফিউজড হয়ে গেলাম, 😀
নীলকন্ঠ জয়
😀 😀 :D)
লীলাবতী
হাজিরা দিলাম । আগামী দিন দেখা হবে 🙂
নীলকন্ঠ জয়
ওকে দেখা আগামীদিনই দেখা দেন। হাজিরা যখন দিছেন, এককাপ চা খেয়ে যান । :T
হতভাগ্য কবি
দৈত্য কাল্পনিক জিনিস, বাস্তবে নাই, টয় জ্বীন আছে, জ্বীনের কাছে অনেক দাবি আছে। উল্লেখ্য,আপনারা হয়তো জানেন না- এই ব্লগের একজন সুলেখক ব্লগার, আমার প্রিয় ভাই ই হলেন জ্বীনের বাদশা,উনার নাম ” জ্বীন-শাহ ইকরাম”
\|/ \|/ 😀
নীলকন্ঠ জয়
:D) :D) :D) :D) :D) ভাই মধ্যরাতে কি বিনোদনই না দিলেন। হতভাগ্য কবি হতভাগাদের জন্য কবিতা লিখুন সোনেলায়।
শুন্য শুন্যালয়
জ্বীন-শাহ ইকরাম এই নামের পাকাপোক্ত ব্যবস্থা করা হোক… 😀
নীলকন্ঠ জয়
সোনেলায় জ্বীন-শা- ইকরাম বাবার আগমন হলো অবশেষে। এই নামই সমর্থন করলাম। :D)
"বাইরনিক শুভ্র"
শুন্য আপু আমি আপনার কথায় নৈতিক সমর্থন দিলাম ।
মা মাটি দেশ
সহমত আপু।
আদিব আদ্নান
এত দিন কোথায় ছিলেন আমাদের ছেড়ে ?
নীলকন্ঠ জয়
যেখানেই থাকুক দৈত্য মামা ঠিকই ধরে এনেছেন। 😀
হতভাগ্য কবি
😀 😀 \|/ \|/
ছাইরাছ হেলাল
আপনার সাথে কথা নাই ।
ছাইরাছ হেলাল
আপনার কম্পু সমস্যার শেষ খবর জানান ।
নীলকন্ঠ জয়
কম্পু সমস্যাডা আমার কিতা? ^:^
ছাইরাছ হেলাল
প্রথমেই নীলকন্ঠ জয় কে অনেক ধন্যবাদ এমন একটি সুন্দর প্রাণবন্ত আড্ডা আয়োজনের চিন্তার জন্য
এবং সফল বাস্তবায়নের জন্য ।
এমন করেই হয়ত আমরা আমাদের সৌহার্দ্যের নূতন মাত্রায় উপস্থাপন করতে সক্ষম হব ।
নীলকন্ঠ জয়
🙂 ধন্যবাদতো পাবে সোনেলা আর সোনেলার সবাই যারা রাত জেগে আড্ডা দিলো। আমিতো উপলক্ষ মাত্র। -{@
ছাইরাছ হেলাল
দৈত্যের কাছে প্রথম চাওয়া……………রাতের শেষ প্রহরে ,
নীলকন্ঠ জয়ের এমন অটুট অকৃত্রিম আমান আমৃত্যু অদম্য নিষ্কলুষ নিমগ্ন নিবিষ্ট নির্নিমেষ নির্ভেজাল ধনুর্ভঙ্গ পণের ভালোবাসা সোনেলার জন্য চালু থাকুক ।
শুন্য শুন্যালয়
ছাইরাছ ভাইয়া, এ বয়সে দাঁত নড়লে আর রক্ষে নেই বাপু… কি মন্তব্য কইরলেন, আই বুইঝলাম না ?
আদিব আদ্নান
আপনি ঠিকই বলেছেন ,
এত্ত এত্ত বিশেষণ একটু বেশিই বেশি মনে হচ্ছে ।
তবে কণ্ঠ সাহেব রকছ্ অবশ্যই ।
নীলকন্ঠ জয়
দৈত্য মামা, ” মাইরাল্লা, আমারে কিক দিয়া মাইরাল্লা।” -:- -:-
ছাইরাছ হেলাল
আপনাকে তো এত সহজে মেরে ফেলা যাবে না ।
এবং আমরা দৈত্যকেও এই অনুমতি দিতে পার না ।
নীলকন্ঠ জয়
যে উপধি গুলো দিয়েছেন তা বহন করার চেয়ে মরে যাওয়াও ভালো। :p
শুন্য শুন্যালয়
আমার নিজের কোন ইচ্ছে নেই… সোনেলার সব বন্ধুদের ইচ্ছে পুরোন হোক এটাই আমার ইচ্ছে…
ছাইরাছ হেলাল
এ দেখছি অত্যন্ত মহৎ ইচ্ছে ।
হে দৈত্যকুল শিরোমণি , এদিকে যৎসামান্য কৃপাদৃষ্টি আমরাও কামনা করছি ।
নীলকন্ঠ জয়
দৈত্য মামা বলেছে, ” দোকানে গিয়ে পয়সা দিয়ে দৈত্যের নাম করে দুইটা চকলেট খেতে।” আরো বলেছে, ” এই মেয়ে বেশি ভালো, ওকে এককাপ ঠান্ডা চা পানের দাওয়াত দিস আজ রাতে। ওর ইচ্ছে পূর্ণ হলো। আর কিছু চাওয়ার আছে?” 😀
"বাইরনিক শুভ্র"
আপনে এত্ত গুলা ভালা ।
আদিব আদ্নান
অবশেষে শিবের ইচ্ছেই সফল হল । হবেনা , এ ত যেমন তেমনের ইচ্ছে নয় ।
ধন্যবাদ দিতেই হচ্ছে শিব জয় সাহেব কে এখানে প্রথম সুন্দর প্রচেষ্টার জন্য ।
আরও সাফল্য কামনা করি নীলের এবং সোনেলার , যার কারণে আমরা সবাই আপাতত এখানে ।
নীলকন্ঠ জয়
আমাকে এভাবে বলবেন না। আমি চাই সোনেলা ব্লগ ব্লগারদের একটা সেরা প্লাটফর্ম হোক। এই আড্ডাকে উপলক্ষ করে সবাই আরো প্রাণবন্ত হোক। ব্লগাররাইতো সোনেলার প্রাণ। -{@
ছাইরাছ হেলাল
অবশ্যই ভোর হয়েছে , রোদ ও চোখ মেলেছে শুধু ‘জয়’ ছাড়া ।
নীলকন্ঠ জয়
আমি এসে গেছি। দৈত্য মামা থাপ্পড় দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলো, এতো এতো ইচ্ছা দেখে ওনার মাথা ঠিক ছিলো না। নইলে কি আর এতখানি মিস করতাম?
জিসান শা ইকরাম
ঘুম কি ভেঙ্গেছে সবার ? আগে বেড টি খামু , দেন 🙂
নীলকন্ঠ জয়
দেওয়া হলো। দৈত্য মামা জিগাইলো, “এই খাদকটা দেখি খাওন ছাড়া কিছুই বোঝেনা। ” :D)
হতভাগ্য কবি
শুভ সকাল ভাই, নতুন নাম পছন্দ হৈসে আপ্নার??
নীলকন্ঠ জয়
নতুন নাম পছন্দ উনার না হোক আমাদের ব্যাপক পছন্দ হইছে। :D)
মাহবিন কামালী
প্রথম ইচ্ছা – বলতাম আমারে এত টাকা দেয়া হউক যে টাকা দিয়া পুরা দুনিয়ার গরীব মানুষদের দারিদ্র বিমোচন করা যায়
নীলকন্ঠ জয়
ভাই আপনি মহান। প্রথমেই স্যালুট আপনাকে। আপনাকে আমাদের ছোট একটা সংগঠনে আমন্ত্রণঃ
Ruins of Poverty(Please Help The Poor)
ফেইসবুক লিঙ্কঃ https://www.facebook.com/groups/188495241208835/
দৈত্য যেনো এমন ভালো মানুষদের ইচ্ছা পূরণ করেন ।
মাহবিন কামালী
Group a Join korar jonne req patalam
নীলকন্ঠ জয়
অ্যাড করা হয়েছে । অনেক ধন্যবাদ। 🙂
মাহবিন কামালী
২য় ইচ্ছা – বলতাম সেই টাকা (আমাকে যেটা দেয়া হয়েছে) দুনিয়ার সব গরীব মানুষদের মাঝে বিলিয়ে দিয়ে আসুক
নীলকন্ঠ জয়
(y) (y) (y)
হতভাগ্য কবি
হেলাল ভাই- কম্পু মৃত, সাইবার ক্যাফে আর আনস্মার্ট ফোনে মানবেতর জীবন যাপন কর্ছি . ডোয়া কৈরেন
নীলকন্ঠ জয়
কম্পু রোগটাইতো বুঝলামনা 😮 বুঝিয়ে বলবেন? কি হেতু এই নামকরণ?
বনলতা সেন
এই সব অজুহাত (সত্য হলেও) দিয়ে আমাদের ভুলে যাবেন এটা কিন্তু ঠিক না ।
নীলকন্ঠ জয়
মোটেও ঠিকনা।
মাহবিন কামালী
৩য় ইচ্ছা – বলতাম এখন আমি সে মানুষগুলির মুখের হাসি দেখব, আমাকে সেই হাসি দেখিয়ে আনা হউক
নীলকন্ঠ জয়
🙂 🙂 শুভ ইচ্ছেগুলো দৈত্য না শুনলেও সৃষ্টি কর্তা নিশ্চয়ই শুনবেন।
শুভেচ্ছা আপনাকে। -{@
হতভাগ্য কবি
\|/ \|/
নীলকন্ঠ জয়
কি ব্যাপার হঠাত বলা নেই কওয়া নেই লুঙ্গি ড্যান্স \|/ শুরু করে দিলেন?
"বাইরনিক শুভ্র"
আমার প্রথম ও একমাত্র ইচ্ছা জীন তুমি তোমার প্রদীপ নিয়ে অদৃশ্য হয়ে যাও । কেউ যেন আর তোমাকে খুজে না পায় ।
নীলকন্ঠ জয়
^:^ ^:^ এই ব্যাটা তো আচ্ছা বদ? বদ লোকের ইচ্ছে পূরণ হবে না। :D) অন্য ইচ্ছে করুণ।
নীলকন্ঠ জয়
ও ভাই আপনাকে গাছ দেওয়ার জন্য থ্যাঙ্কু। -{@
"বাইরনিক শুভ্র"
ঐ মিয়া আপনে নিজেই কি জীন নাকি যে কইয়া দিলেন আমার ইচ্ছা পুরন হবে না 😀
নীলকন্ঠ জয়
আমি ওনার মুরিদ। খাস মুরিদ। তাই আমার মাধ্যমেই সব হবে। ঘুষ দিলে কাম তাড়াতাড়ি হইবো। 😀
"বাইরনিক শুভ্র"
গাছ তো দিলাম
নীলকন্ঠ জয়
গাছের জন্য থ্যাঙ্কু। হুম আপনার ইচ্ছে পূরনের সব প্রচেষ্টা এবং তদবির করা হবে/
তন্দ্রা
আমার ইচ্ছে সব মিথ্যাবাদী রাজনিতির সঙ্গে রাজাকার ও তাদের সঙ্গী মুক্ত বাংলা চাই।
নীলকন্ঠ জয়
আপা চা খাইছেন? :T এই লন খাইয়া লন। এইবার চিল্লাইয়া কন “জয় বাংলা।”
তন্দ্রা
সবাই নাচ আর গাও মন খুলে
^:^ :D) \|/
নীলকন্ঠ জয়
ভাইয়েরা তো লুঙ্গি ড্যান্স আপনি কি ম্যাক্সি ড্যান্স দিবেন আপু?? :D) :D)
নীলকন্ঠ জয়
আমার ইচ্ছে হলো, সোনেলায় মন্তব্যের প্রতি মন্তব্য সংখ্যা কম হওয়ায় একই মন্তব্যে ৬/৭ এর বেশি প্রতিমন্তব্য করতে পারছি না। এই সংখ্যা বাড়ানো হোক।
"বাইরনিক শুভ্র"
আচ্ছা যান তাইলে ২য় ইচ্ছা আলিয়া ভাঁটের সাথে হরর মুভি দেখতে চাই ।
নীলকন্ঠ জয়
যান গিয়া মুভি দেখেন। তয় শর্ত আছে কিন্তু???? মুভি দেখবেন ভালো কথা ভাঁটেরে কিন্তু দেখবার পারবেন না। শুধু মুভি দেখতে চাইছেন। ওক্কে???
"বাইরনিক শুভ্র"
এই ফতোয়া মানব না ^:^
নীলকন্ঠ জয়
ইচ্ছে পূরণ হয়েছে। আপনিতো শুধু মুভি দেখতে চেয়েছেন। ভাটেরে দেখতে তো চান নি? :D)
"বাইরনিক শুভ্র"
তুই চিরদিন
তোর দরজা খুলে থাকিস
অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস
সাক্ষাত আলাদিন
তোর প্রদীপ ভরা জীনে
কেন খুজতে জাস আমায়
সাজানো ম্যাগাজিনে
নীলকন্ঠ জয়
^:^ কবি আইছে দেখতাছি। ^:^
"বাইরনিক শুভ্র"
কপি কবি 😀
রিমি রুম্মান
আহা… আমার কেবলই দেরি হয়ে যায়…
নীলকন্ঠ জয়
জরিমানা দিয়ে কথা বলতে হবে। দুই-চার কাপ কফি বানিয়ে আনুন। আমরা যারা রাত জেগে আড্ডা দিছি তাদের জন্য একটু মায়া করে হলেও আনুন। :D)
রিমি রুম্মান
প্রেমিক হিসেবে টম ক্রুজ কে পাইলে বড় বেশি আনন্দিত হইতাম… :p
নীলকন্ঠ জয়
বর্তমান জনের অনুমতি লাগবে। :p আর আপনি শুধুই লেট করে ফেলেন। :@
বনলতা সেন
ঠিক বলছেন তো ? ক্রুজ কে পেলে অন্য কারও কথা মনে হবে না তা কি আপনি নিশ্চিত ?
নীলকন্ঠ জয়
তাছাড়া উনি অলওয়েজ লেট করেছেন। টম ক্রুজ তো বুক হয়ে আছে, জলিল ক্রুজও বুকড। :D)
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
ভর দুপুরের কাছাকাছি এসে সবাইকে শুভ সকাল। :T
নীলকন্ঠ জয়
এতক্ষণে সকাল হলো??? 😮
মা মাটি দেশ
কেউ আছে কি জেগে?
নীলকন্ঠ জয়
জেগে আছি ভর দুপুরেও।
মা মাটি দেশ
দৈত্য শুধু বোনদের সাথে কথা বলে আমরা ভাইয়ারা কি পর?
নীলকন্ঠ জয়
আহারে দৈত্যরাও দেখি একচোখা। ^:^
মা মাটি দেশ
আমার প্রথম এবং একমাত্র দু নেত্রীকে চায়ের দাওয়াত কিন্তু এখনও দিতে পারলেননা রেড ফোন কি আর ঠিক হবে না নাকি ভন্ডামী করছেন রাজাকারদের
মত।
নীলকন্ঠ জয়
ভাই সবুরে মেওয়া ফলে। দৈত্য মামা রেড ফোন নিয়েই আছেন। ডেড 🙁 ফোন না উঠালে ওনার কিছু করার নেই।
জিসান শা ইকরাম
আমার মাড়ির দাত ৪ তা উঠাই ফেলছি , ফেরত চাই ।
নীলকন্ঠ জয়
আপনাকে সাবালক (জিশান শা-বালক) করা হয়েছে। জরিমানা হয়েছে চা-পান দেরীতে সাপ্লাই দেওয়ার অপরাধে আরো দুইটি দাঁত উঠিয়ে নেওয়া হোক। :D)
লীলাবতী
১ । আমার কালো প্রফাইল পিকচার যেনো সোনেলায় আর না দেখি 🙁
নীলকন্ঠ জয়
হাড়ির কালির মতো মুখটাতে 🙁 একটু ঝিলিক মারুক 😀 ইচ্ছা পূরণ হবে। \|/
লীলাবতী
২ । স্কুল জীবনে একটা বদ ছেলে আমার পেন্সিল সব নিয়ে যেতো। ঐ বদ ছেলেটাকে চাই , মাইর দিতে হবে :p
ছাইরাছ হেলাল
দৈত্যকে দিয়ে মাস্তানি করাবেন ! ঈশ্বর দৈত্যকে এবার রক্ষা করুন ।
নীলকন্ঠ জয়
দৈত্য কিন্তু উলটাপালটা একদম পছন্দ করেন না। মাইর হবে মাস্ট। 😀
ছাইরাছ হেলাল
প্রায় সবার এই প্রাণবন্ততা দেখে ভালই লাগে ।
নীলকন্ঠ জয়
🙂 🙂 🙂 সবাইকে -{@ শুভেচ্ছা।
লীলাবতী
৩ । জীবনের শেষ দিন পর্যন্ত হাসি আনন্দের মাঝে থাকতে চাই 🙂
নীলকন্ঠ জয়
যথা আজ্ঞা।। দৈত্য বলেছে ক্লোজ আপ দিয়ে মেক-আপ করতে আর ফেয়ার এন্ড লাভলী দিয়ে ব্রাশ করতে। তাহলেই হবে।
লীলাবতী
৪ । নীলকন্ঠ জয় ভাইয়া যেন এমন আড্ডার পোস্ট আরো দিতে পারেন তা চাই :p
নীলকন্ঠ জয়
😀 😀 😀
বনলতা সেন
এখানে দেখি চাঁদের হাট বসেছে ।
উপস্থিত থাকার ওয়াদা রক্ষা করলাম ।
যা ফরমায়েশ দেখলাম তাতে দৈত্য বাবাজীর অবস্থা সঙ্গিন মনে হচ্ছে ।
আপনাকে কি ধন্যবাদ দিতে হবে ?
নীলকন্ঠ জয়
ধন্যবাদ লাগবে না। নিন :T খান।