12511886_474432629427818_1276638281_n
একটি মূহুর্তের অসতর্কতা, অন্যমনস্কতা বড় ধরনের বিপর্যয় আনতে পারে। আমাদের সোনেলা ব্লগের অতি প্রিয় ব্লগার, আমাদের স্বজন নীলাঞ্জনা নীলা, আজ কর্মস্থল থেকে ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে একটি মারাত্মক গাড়ি দূর্ঘটনার স্বীকার হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার পেলভিক ফ্রাকচার ধরা পড়েছে। তবে আল্লাহ্‌র অশেষ রহমতে তিনি বিপদমুক্ত আছেন। সোনেলার সকল ব্লগার কে তার জন্য প্রার্থনা করতে বলেছেন।
আমাদের প্রিয় ব্লগার শিঘ্রই সুস্থ হয়ে যাতে আমাদের ফিরে আসতে পারে, তার জন্য মনেপ্রাণে দোয়া করছি।

প্রিয় ব্লগার নীলাঞ্জনা নীলা, উই মিস ইউ।

আপডেটঃ
মেজর ফ্র্যাকচারের কারনে তার ব্যাথা  অনেকদিন যাবতই থাকবে। আশার কথা হচ্ছে, কোন সার্জারি লাগবেনা। তবে ইমমোবাইল থাকতে হয় অনেকদিন। মাথায় ষ্টিচ করতে হয়েছে ছয়টি। সম্পুর্ন সুস্থ্য হতে প্রায় তিন মাস সময় প্রয়োজন হবে।

৯৭৩জন ৯৭৩জন

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ