সোনেলায় আজই প্রথম । একেবারে নতুন আরকি ! জিসান ভাইয়ের উৎসাহে । কিভাবে শুরু করবো , কোথা থেকে বুঝতে পারছি না । অবস্থা আমাআর সেই অন্ধের দুধ খাওয়ার মতোই । খালি হাতড়ে বেড়াচ্ছি । কাউকে জানি না ,চিনি না জিসান ভাই ব্যতীত ।
পরিচয়ে বলার মতো তেমন কিছুই নাই । আমি রুম্পা ।ব্রহ্মপুত্রের কন্যা। পড়াশোনা শেষ করে বেকারত্বকে উপভোগ করছি । কবিতা , বৃষ্টি ,ফুল , পাখি , শিশু , চাঁদের অন্ধ ভক্ত । সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটু আধটু কাজ করি। বই পড়া এবং সংগ্রহ করা দুটোই আনন্দ দেয় । এই তো….
৪২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এসেই যখন পড়েছেন নুতন তো আর রইলেন না,
শুরু কিন্তু করেই ফেলেছেন, একজনকে চিনেছেন, এখন আমাদের চিনে আমাদের
সোনেলা পরিবারের একজন হয়ে উঠুন।
স্বাগত আপনি এখানে, আপনি লিখবেন, আমরা পড়বো।
অপেক্ষা করছি আপনার লেখা পড়ার জন্য।
রুম্পা রুমানা
আবেগে আপ্লুত হয়েছি এমন সম্ভাষণে । লিখবো।কিন্তু তার আগে আপনাদের লেখা পড়বো এবং শিখবো। অনেক ধন্যবাদ ।
ইঞ্জা
সোনেলায় স্বাগতম আপনাকে, গঠনমূলক, ভ্রমন, একান্ত অনুভূতি, গল্প, কবিতা অনেক কিছুই লেখা লিখতে পারেন তার আগে নিয়মাবলী একটু পড়ে নেবেন। এইখানে জিসান ভাই আর লীলাবতি আপু ছাড়া প্রায় সবাই আমারো অপরিচিত ছিলেন কিন্তু ২ দিনেই বুঝতে পারি সোনেলার সোনারা কতোইনা আপন, আশা করি আমার মতো আপনারো এই উপলব্ধি হবে, আর হাঁ চেষ্টা করবেন সবার স্টাটাস পড়ার আর কমেন্ট করার।
শুভেচ্ছা ও শুভকামনা রইল। 🙂
-{@
রুম্পা রুমানা
ধন্যযোগ । আপনার উষ্ণতা ছড়ানো মন্তব্য ভালো লাগায় ভরিয়ে দিলো ।দিক নির্দেশনা মনে থাকবে। অবশ্যই মন্তব্য দেবো।
ইঞ্জা
আবারো শুভকামনা
মৌনতা রিতু
প্রথমেই অনেক অভিনন্দন জানাই, আমাদের এই প্রানের উঠোন, সোনেলায়। শুভকামনা দিয়ে আপনাকে স্বগতম জানাচ্ছি।
যার বই পড়া ও বই সংগ্রহের নেশা আছে তার সাথে কে বা পারে বলুন!
আপনার মহৎ কাজের সাথে পরিচিত হলাম। এই জন্য স্যলুট আপনাকে।
সবার লেখা পড়ুন, নিজেও লিখুন। ধন্যবাদ।
রুম্পা রুমানা
এমন সতেজ ভালোবাসা দেয়ার মানুষেরা যেখানে আছে সেখানে ভালো লাগবে বলেই বিশ্বাস। কাছে থাকুন , কাছে রাখুন । খুব শুভ কামনা রইলো।
শুন্য শুন্যালয়
সোনেলায় আপনাকে সুস্বাগতম রূম্পা।-{@ এইখানে যা ইচ্ছে তাই লেখা যাবে, আপনার সংগ্রহের বই-এর লিস্ট দিয়েই না হয় শুরু করুন, কোন কোন বই ধার এনে আর ফেরত দেবোনা, আমিও একটু লিস্টি করি 🙂
আপনি চাঁদের অন্ধ ভক্ত, তাহলে তো আপনার সাথে আমার রোজ ঝগড়া হবে, আমি অন্ধকার ভালোবাসি। 🙂
লিখুন অনেক অনেক রূম্পা। ভালো থাকুন।
রুম্পা রুমানা
প্রীত হলাম । হাহা। আলোর পথের যাত্রী আমি , অন্ধকারে ভীষণ ভয় ! আপনাদের লেখা পড়ে শিখি আগে।তারপর দেখা যাবে। ভালো থাকুন।
মিষ্টি জিন
আমাদের সোনেলায় স্বাগতম রূম্পা।
-{@
সবার লেখা পডুন । নিজেও লিখুন
ভালথাকুন। ধন্যবাদ
রুম্পা রুমানা
সাহস দেবার জন্য ধন্যবাদ। আপনিও ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
আপনারে সাদর সম্ভাষণ।
এই আফিম আর ছাড়ছেনারে ভাই কিট্টু বাইধা গেছে।
মন চেষ্টা লেখার জন্য ভাল জায়গা। আপনার সময় ভালই যাবে সোনেলার ভালবাসা রইল এক কলস।
ভাল থাকুন আপু।
শুভেচ্ছা অবিরত।
রুম্পা রুমানা
আপনাদের মতো প্রাণবন্ত মানুষেরা থাকলে সময় মন্দ যেতেই পারে না ! শুভ কামনা ।
মোঃ মজিবর রহমান
সোনেলার ভালবাসা খুব ভাল আপু।
শুভেচ্ছা অবিরত।
গাজী বুরহান
সোনেলায় স্বাগতম। -{@
রুম্পা রুমানা
ধন্যবাদ।
আবু খায়ের আনিছ
স্বাগতম সোনেলায়, জিসান ভাই এর হাত ধরে যখন এসেছেন তখন সব কিছুই শিখে যাবেন আশা করি। উনার মাধ্যমে আসাটা একটা সৌভাগ্যের বিষয়।
বই সম্পর্কে আমাদের ধারণা দিলে আমরা ও পড়তে পারবো। আর প্রকৃতির সাথে যে সম্পর্কের কথা বলেছেন তাতে এগুলো নিয়ে নিশ্চয় লিখেছেন বা লিখবেন। আশা করি সোনেলা আপনার জন্য উপভোগ্য হবে।
রুম্পা রুমানা
হ্যাঁ।জিদান ভাইয়ের উৎসাহেই সাহস পেলাম এখানে আসার। বই এবং প্রকৃতি নিয়ে লিখতে ভালো লাগে সবসময়ই। লিখবো অবশ্যই। ধন্যবাদ।
মারজানা ফেরদৌস রুবা
স্বাগতম -{@ -{@ -{@
সোনেলার উঠোনে। কি? এই আমাকে চেনা যাচ্ছে?
সব্বাইকে বলে দিচ্ছি রূম্পা রুমানা কিন্তু দারুন লিখেন। আমি উনার লিখার ভক্ত। লেখনশৈলী অনেক সুন্দর। মুগ্ধতা আনে।
আর এই উঠোন? ক’দিন বিচরণ করলেই টের পাবেন সব্বাই কেমন ঘিরে ধরেছে আপনাকে। মনে হবে যেনো কতোকালের চেনাজন। এক আনন্দ আড্ডাবাজ পরিবার এটি।
লিখতে শুরু করুন। ভালো লাগবে। আমিতো সময়ে কুলিয়ে উঠতে পারি না। তবুও ফাঁকেফাঁকে এসে ঘুরে যাই আমাদের এই প্রাণের উঠোনে।
শুভকামনা। -{@
রুম্পা রুমানা
ও আপু , আপনার সাথে দেখা হয়ে সাহস পাচ্ছি গো ! আপনজন থাকার সাহস। আর আমি লিখতে জানি নাকি ! সাহস দিবেন কিন্তু ।পাশে চাই।
নাসির সারওয়ার
অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।
সোনেলাতে অনেক ভালো লিখিয়েরা আছে।
লিখুন এবং অন্যের লেখা পড়ুন।
রুম্পা রুমানা
ধন্যবাদ অফুরান। আপনাদের লেখাগুলোই আগে পড়তে চাই।
অনিকেত নন্দিনী
সোনেলায় স্বাগতম। -{@
আপনি তো তবু আগে থেকেই একজনকে চিনেন আর তাঁর মাধ্যমেই এসেছেন। আমার ব্যাপারটা পুরাই উল্টো। নেটে বাংলা ব্লগ খুঁজতে গিয়ে অনেক অনেক ব্লগের তালিকায় সোনেলাকে পাই। একটা আইডি খুলে ঘাপটি মেরে ছিলাম বছর দেড়েক। এরপর পা ভেঙে যখন বিছানায় চিৎপটাং তখন হুট করেই সোনেলায় লিখতে শুরু করলাম। আস্তে আস্তে সোনেলার সবার সাথে পরিচিত হলাম, আন্তরিকতা গড়ে উঠলো। 🙂
লেগে থাকুন, ঝুলে থাকুন। আপনি আরো বেশি দূর যাবেন। 😀
রুম্পা রুমানা
আপনার অভিজ্ঞতার কথা শুনে ভালো লাগলো ! লেগে থাকতে পারি।কিন্তু ঝুলে থাকাটা হবে না। ধন্যবাদ।
অনিকেত নন্দিনী
‘হ্যাং অন’ বললে নিশ্চয়ই এককথায় রাজি হয়ে যেতেন, ঝুলে থাকেন বলাতে হলেননা।
যাইহোক, লেখালেখিতে লেগেই থাকুন তাহলে।
শুভকামনা। (y)
ইকরাম মাহমুদ
নতুন আরেকজনের আগমন
শুভেচ্ছা স্বাগতম।
নতুনের কাছে নতুনত্ব খুঁজছি, খুঁজতে থাকব।
আশা করি নতুনের সন্ধান পাব।
-{@ -{@ -{@ -{@ -{@
রুম্পা রুমানা
স্লোগান শুনে মনে হচ্ছে নির্বাচন করছি ! হাহাহা। আগে পুরাতন দের লেখা পড়ি । তারপর দেখা যাবে ।
ইকরাম মাহমুদ
আমাকে পুরাতন মনে হতে পারে, প্রোফাইলও তাই প্রমাণ দিবে কিন্তু আমিও নতুন। বুড়ো খোকা টাইপের।
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলার এই ছোট্ট উঠোনে -{@
এ বাড়ির উঠোনে আপনি পৌঁছুতেন, জিসান শা ইকরাম বা অন্য কারো উৎসাহ বা মাধ্যমে,
আমাকে কেউই সোনেলার কথা বলেনি, খুঁজতে খুঁজতে পা ব্যাথা হয়ে গিয়েছিল,
আপনাকে খুঁজতে তো হয়নি 🙂
কেবল জিসান নয়, মারজানা ফেরদৌস রুবাও আপনার পরিচিত।
ব্রহ্মপুত্রের কন্যা আপনি, শুরুটা ব্রহ্মপুত্র থেকেও হতে পারে, বা আপনার ইচ্ছে।
শুভ কামনা।
রুম্পা রুমানা
আপনাকে ধন্যবাদ দিবো না ভাইয়া। সত্যিই উপভোগ্য হয়ে উঠেছে সোনেলা যাত্রা ! ব্রহ্মপুত্র দিয়ে না হলেও আপনাদের লেখা পড়ে শুরু করা যায় ।
ক্রিস্টাল শামীম
স্বাগত আপনাকে সোনেলায় এখানে যখন এসে পরেছেন আমরা আপনার পরিচিত হয়ে গেছি ।
রুম্পা রুমানা
ধন্যবাদ। সবার আন্তরিকতা দেখে তেমনই লাগছে।
প্রহেলিকা
পরিচয় পর্বে বেশ সুন্দর করেই নিজেকে তুলে ধরেছেন। ভালো লিখেন তার কথাও ইতিমধ্যে সোনেলাবাসী জেনে গেছেন। আর লুকানো যাবে না কিছু নিশ্চই বুঝতে পারছেন। তাহলে আর দেরি না করে শুরু করে দিন। আমরা অবশ্যই পড়ব।
স্বাগতম সোনেলায়।
শুভকামনা অহর্নিশ।
রুম্পা রুমানা
পরিচয় পর্ব যা লিখলাম সেও ভয়ে ভয়ে । লিখতে জানিনা। তবে পাঠক মন্দ নই। আপনাদের লেখা পড়বো অবশ্যই। ভাল থাকুন ।
নীলাঞ্জনা নীলা
রুম্পা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সোনালী সোনেলা নীড়ে।
এতো সুন্দর আগমনী পোষ্ট যিনি লিখতে পারেন, উনার লিখনী কেমন হবে সে তো আন্দাজ করাই যায়।
আমার জিসান নানার বিশাল বড়ো গুণ তিনি সবাইকেই সুন্দর পথ দেখান।
এবার এসে যখন পড়েছেন, আপনার লেখা পড়ার অপেক্ষায় রইলাম। -{@
রুম্পা রুমানা
হুম। জিসান ভাইয়ের উৎসাহেই ভয়কে জয় করতে এসেছি । পারবো কিনা কে জানে ! অনেক ধন্যবাদ আপু।
নীলাঞ্জনা নীলা
পেরে তো গেছেন। কি সুন্দর গল্প লিখেছেন।
ইলিয়াস মাসুদ
বলার জন্য শুনার জন্য সোনেলার বিকল্প হয় না………।
ব্রহ্মপুত্রের কন্যা নিশ্চয় মেঘনার মত !
আপনার লিখার অপেক্ষা রইল
স্বাগতম সোনেলায়।
রুম্পা রুমানা
ব্রহ্মপুত্রে কন্যা ঝর্ণার মতো ! সোনেলাবাসীগণ খুব আন্তরিক এটুকু বুঝে গেছি। ধন্যবাদ ।
মুহাম্মদ আরিফ হোসেইন
স্বাগতম।
বই পড়তে আর জমাইতে আমারও ভালো লাগে।
অলস ব্লগার। আসলে সহজে যাই না, যাইলে আর আসতে পারি না।
রুম্পা রুমানা
আসবেনই যখন তখন সহজে যাবেন কেন ! ধন্যবাদ।
ব্লগার সজীব
স্বাগতম আপনাকে সোনেলায় -{@ জিসান ভাইয়ার কাছ থেকে শুনে এসেছেন, এবার আমাদের মায়ায় থেকে যান এখানে।
আপু আপনি তো এখনো সোনেলার সেরা গিয়ানী ব্লগার সজীবেরই তো লেখা পড়লেন না :p কি যে লস করছেন আপনি কি তা জানেন? 🙂