সোনেলায় নতুন যুক্ত হলাম

রুম্পা রুমানা ২০ আগস্ট ২০১৬, শনিবার, ১১:১৪:৪৮পূর্বাহ্ন বিবিধ ৪২ মন্তব্য

সোনেলায় আজই প্রথম । একেবারে নতুন আরকি ! জিসান ভাইয়ের উৎসাহে । কিভাবে শুরু করবো , কোথা থেকে বুঝতে পারছি না । অবস্থা আমাআর সেই অন্ধের দুধ খাওয়ার মতোই । খালি হাতড়ে বেড়াচ্ছি । কাউকে জানি না ,চিনি না জিসান ভাই ব্যতীত ।
পরিচয়ে বলার মতো তেমন কিছুই নাই । আমি রুম্পা ।ব্রহ্মপুত্রের কন্যা। পড়াশোনা শেষ করে বেকারত্বকে উপভোগ করছি । কবিতা , বৃষ্টি ,ফুল , পাখি , শিশু , চাঁদের অন্ধ ভক্ত । সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটু আধটু কাজ করি। বই পড়া এবং সংগ্রহ করা দুটোই আনন্দ দেয় । এই তো….

৪৯৩জন ৪৯৩জন
0 Shares

৪২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ