সে আমাকে সময় দেয় না, এই কথাটার সাথে আমরা সবাই পরিচিত। জীবনের এমন কোন জায়গা নেই যেখানে সময় দরকার নেই। আমরা দিনের শুরুতে যেমন ঘুম থেকে উঠেই দেখি কয়টা বাজে, ঠিক মৃত্যুর আগেও দেখি কয়টা বাজে। ছেলেটা আমাকে সময় দেয় না, সে অনেক ব্যাস্ত, আমাকে সময় দাওয়ার মতো সময় তার কাছে নেই, এমন কথা আমরা প্রতিনিয়ত একটা সম্পর্কে শুনে থাকি। হ্যাঁ ছেলেটা সত্যি সময় দেয় না, ছেলেটা সত্যি অনেক ব্যাস্ত, কিন্তু একটা ছেলে কখনো একা ব্যাস্ত থাকে না, আসেপাশের মানুষগুলোকে নিয়ে সে ব্যাস্ত থাকে। একটা মেয়ে সকালে উঠেই ভাবে সে আজ কি করবে,কি রান্না করবে,কাজে কখন যাবে? আর একটা ছেলে সেই মেয়েটিকে নিয়ে ভাবতে হয় যে, মেয়েটি কি রান্না করবে, মেয়েটি কিভাবে কাজে যাবে, মেয়েটি আজ কি করবে, কোথায় করবে? বড় হলে যখন পরিবারের কাছে টাকা চাইতে লজ্জা করে, “তখন ঘরের মধ্যে শুয়ে ঘুমানোটা, আমাদের কাছে আজ, সে আমাকে এড়িয়ে চলছে ৷” দুপুরে খাওয়া করে মেয়েটা ফোন দিয়ে যখন বলে তুমি কি খেয়েছো? তখন না খেলেও এটা ভেবে খুশি থাকতে হয় যে, খোঁজ নাওয়ার মতো কেউ আছে। সকাল সবার হয়,কিন্তু ছেলেদের সকালটা হয় ব্রাশ করে আমি কি করবো দিয়ে। ছেলেটা সারাদিন মেয়েটির সাথে কথা না বলার কারনে মেয়েটা অনেক রেগে আছে, কিন্তু মেয়েটা তখন বুজেনা ৩ ঘন্টা লোকাল বাসে দাঁড়িয়ে থাকার পর সকল ক্লান্তি ভুলে গিয়ে সেই মেয়েটিকেই আগে কল করছে। সে তখন বুঝে না, ছেলেটারও রাগ হয়, সে বুঝে না ছেলেটা ক্লান্ত। ছেলেটা পড়তে বসে এই ভেবে যে, মেয়েটাকে পাওয়ার জন্য আমাকে পড়তে হবে, ভালো কিছু হতে হবে, আর পড়া শেষ করে এটা শুনে যে, তুমি থাকো তোমার পড়াশোনা নিয়ে, আমাকে সময় দিতে হবে না, আমি এভাবে সম্পর্ক রাখতে পারবো না। চাকরির জন্য আজ মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে, মেয়েটা তাই ভাবছে সব ছেলেরা এমনি, হ্যাঁ ছেলেরা এমনি,তারা নিজেদেরকে নিয়ে ভাবতে পারেনা, আর ভাবার আগেই তা ফুরিয়ে যায়। পারবা এক বেলা খায়ে হাসিমুখে কাজ করতে? পারবা সারাদিন কাজ করে বাসায় এসে আমার সোনামণিটা কই বলে ডাক দিতে? পারবা ৩ ঘন্টা লোকাল বাসে দাঁড়িয়ে থেকে বাস থেকে নেমেই মেয়েটাকে ফোন দিয়ে ভালবাসি বলতে? সারাদিন ক্লান্ত হয়ে আসে যখন দেখো, বুয়া রান্না করে নি তখন নিজের রাগ থামায় পারবা সবার সাথে স্বাভাবিক ব্যাবহার করতে? জানি এসব শুনতে অনেকটা বেমানান লাগবে কিন্তু সত্যি। ছেলেটা এতো কিছুর পরেও তোমাকে সময় দেয় মানে তার জীবনে তুমি গুরুত্বপূর্ণ, সেটা কম হোক আর বেশি হোক। সময় দেয় না এটা ভাবলে হবে না, সময় দশ মিনিট হলেও দিচ্ছে তো এটা ভাবতে হবে।
[ ছেলেটা একদিন ভুলে যায়, জীবনটা তার! ]
১০টি মন্তব্য
শিরিন হক
ইস বাহির থেকে এসে ফেইসবুক নিয়ে বসা। টিভির সামনে পাদুলিয়ে আপন মনে টিভি দেখা কত কস্টের পর একটু আড়াম।
এমন সময় একজন যদি এসে বলে তুমি আমাকে সময় দেওনা। কেমনটাই লাগে না?
বোঝাপড়া ভিন্নবিষয় একজনকে অন্য জনের বুঝতে হবে।
কাজের ফাঁকে দুজনকেই একটু সময় বের করে বলতে হবে কেমন আছো। কেমন কাটলো সারা দিন।
তবে আর অভিযোগ থাকেনা ভাই।
ভালো লিখেছেন।
রাফি আরাফাত
জি আপু। বোঝাপরাটা আসল কথা।
ভালো থাকবেন।
মনির হোসেন মমি
জীবনের বাস্তবতার মাঝে জীবন যখন ডুবে যায় তখন সময় বলে দূর দূর তবুও এরই মাঝে জীবন চলে জীবনের দোষত্রুটি নিয়েই। খুব ভাল লিখেছেন।
বন্যা লিপি
সময়…..আহারে সময়ের ব্যবচ্ছেদ!!
চমৎকার লিখেছেন।
আরজু মুক্তা
খুনসুটি নিয়ে জীবন এগিয়ে যাক।
শুভকামনা
ছাইরাছ হেলাল
সময় খুব মূল্যবান, বুঝে-সুঝে দিতে হবে কিন্তু।
শাফিন আহমেদ
লেখাটা পড়ে শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু ভাইয়ের একটা গান মনে পরে গেল ” হাঁসতে দেখ গাইতে দেখ , অনেক কথায় মুখোর আমায় দেখ , দেখোনা কেউ হাঁসি শেষে নিরবতা ।
শাহরিন
ভালোবাসা তো এতো হিসাব নিকাশ করে হয়না। এরচেয়ে বেশি আর কিছু বলার নেই।
সাবিনা ইয়াসমিন
কেউ বলে অভিমান অণুরাগ বাড়ায়, কেউ বলে অভিযোগ ভালোবাসতে অণুপ্রেরনা যোগায়। আবার কেউ এটাও বলে, অভিমান অভিযোগ ছাড়া প্রেম স্থবির হয়ে থাকে।
আসলে সম্পর্ক ততোক্ষনই সুন্দর থাকে, যতক্ষন একে অপরের যত্ন করে। যখন থেকে অপরের যত্ন ছেড়ে মানুষ নিজের যত্ন নেয়া শুরু করে তখনই সম্পর্কে ফাটল ধরে।
ভালোবাসায় লেনদেন থাকা ভালো, কিন্তু দেনা-পাওনা নয়।
শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
সময় খুবি মূল্যবান।
সময় কারো জন্য অপেক্ষা করে না। তাই সময়কে নষ্ট করতে নেই।
.
ভালো লেখনী ভাই।