
আমাদের সকলের প্রিয় সোনেলা ব্লগের শীর্ষ পঠিত লেখা নিয়ে অনেকের মনে প্রশ্ন আসে, বিভিন্ন সময়ে আমরা এমন প্রশ্ন পাই যে কিভাবে এটি করা হয়? সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এটি গুগল এনালাইটিক্স এর মাধ্যমে গুগল করে দেয়। আমরা কেবল মাত্র গত সাতদিন এর সংখ্যাটি দেখতে পাই। সাতদিন, আঠাশ দিন, নব্বুই দিন, সোনেলার প্রথম দিন থেকে এই কাউন্টিং নির্ধারন করলে সেভাবেই আসবে।
সোনেলার স্থায়ী পাঠক সংখ্যার কয়েকগুন বেশী আসেন গুগল সার্চ থেকে। পাঠকরা বিভিন্ন বিষয়ে সার্চ দিয়ে গুগলের মাধ্যমে সার্চের বিষয় বস্তু অনুযায়ী সোনেলার লেখায় চলে আসেন। এই পোষ্টে গত আঠাশ দিনের প্রতিটি পোস্টের পাঠক সংখ্যা দেখানো হয়েছে। এর মধ্যে পুরাতন পোষ্টই বেশী। আমরা যেহেতু সাতদিনের বেশী পুরাতন পোষ্ট হিসেবে আনি না, তাই পাঠকগণ সাত দিনের পুরাতন লেখাগুলো শীর্ষ পঠিত লেখা হিসেবে দেখেন। এরপরেও যারা বুঝতে পারছেন না , তারা আশাকরি নিঃসংকোচে প্রশ্ন করবেন।
দেখা যাক গত মাসের সর্বাধিক পঠিত লেখা গুলো। নিম্নে পোষ্টের নাম এবং পঠিত সংখ্যা দেখানো হলো।
=========================================================
কোন ধরনের লেখা আসলে পাঠকরা খুঁজে পড়েন, আশাকরি উপরের লেখা গুলো দেখে বুঝতে পারবেন বর্তমান ব্লগারগণ। বাবা মা এর উপরে লিখিত লেখা পড়েন পাঠকরা। সমসাময়িক লেখা পড়েন। যেমন মহালয়া, বৃষ্টি। এই লেখা সমুহের মধ্যে বর্তমানে নিয়মিত ব্লগার আছেন তিনজন।
সেপ্টেম্বর মাসের শীর্ষ পঠিত পোস্টের ব্লগারদের সোনেলার পক্ষ হতে অভিনন্দন ও শুভেচ্ছা।
১৮টি মন্তব্য
ইঞ্জা
অভিনন্দন অধিক পঠিত লেখার ব্লগারগণকে।
রেহানা বীথি
অভিনন্দন সবাইকে
মোঃ মজিবর রহমান
সকলের প্রতি রইল অশিম ভালবাসা
বন্যা লিপি
অভিনন্দন সর্বোচ্চ পঠিত লেখার লেখকগন কে।
তৌহিদ
সমসাময়িক বিষয় নিয়ে লেখাটা আমার কাছে দারুণ একটি বিষয় মনে হয়। কারন এতে পাঠকরা খুব সহজেই লেখকের আইডিয়ার কাছে যেতে পারেন।
লেখকদের অভিনন্দন রইলো।
ছাইরাছ হেলাল
সবাইকে শুভেচ্ছা।
সাবিনা ইয়াসমিন
শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে।
আমার একটা প্রশ্ন আছে। এই পর্যবেক্ষণ কি সোনেলা শুরু হওয়ার প্রথম থেকে সেপ্টেম্বর ২০১৯ ইং পর্যন্ত ধরা হয়েছে?
ব্লগ সঞ্চালক
সেপ্টেম্বরের দুই তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত। শুরু থেকে অদ্য পর্যন্ত পঠিত সংখ্যার ভিত্তিতে একটি পোষ্ট দেয়ার ইচ্ছে আছে। তাহলে বর্তমান ব্লগাররা বুঝতে পারবেন কোন ধরনের লেখা পাঠক পঠন করে বেশী।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ব্লগ কতৃপক্ষকে, এভাবে ব্লগারদের উজ্জীবিত করার জন্যে। 🌹🌹
মনির হোসেন মমি
শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে।ভাল লাগল এমন একটি রিপোর্ট পড়ে।
নীরা সাদীয়া
বাহ, অভিনন্দন রইলো।
নিতাই বাবু
সোনেলা ব্লগে সেপ্টেম্বর মাসের শীর্ষ পঠিত পোস্টের ব্লগারদের আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছাও।
হৃদয়ের কথা
সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি মাসে এমন পোষ্ট দিলে ভালো হয়।
মাছুম হাবিবী
অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সকল গুণি লেখকদের। ভালো থাকবেন সব সময়!
আরজু মুক্তা
অভিনন্দন!
আহমেদ ফাহাদ রাকা
সোনেলা পরিবারের সবাই কে শুভেচ্ছা ও অভিনন্দন
জিসান শা ইকরাম
সর্বাধিক পঠিত পোষ্ট নিয়ে বিস্তারিত একটি পোষ্ট দেয়ার জন্য অনুরোধ করছি।
প্রদীপ চক্রবর্তী
শুভেচ্ছা ও অভিনন্দন