আমাদের স্কুল ছিল মধুপুর
একদিন ছুটি হল মধ্যদুপুর
পথে ছিল ধু ধু মাঠ খাঁ খাঁ রোদ্দুর
নির্জন মাঠে চোখ যায় যদ্দুর।
তেরনলা বিল ছিল ঠিক মাঝপথে
সেই স্মৃতি ভেসে ওঠে আজ মনরথে
ওইটুকু পথ যেতে কেটে যেত বেলা
ফিরবার পথে হতো কত শত খেলা।
বিলটার নীল জলে মাছেদের দল
সারাক্ষণ নাচে গানে করে কোলাহল
কাতল-বোঁয়াল-রুই-টাকি-সরপুঁটি
আনন্দে মেতে রয়, করে খুনসুটি।
বিলপাড়ে মন কাড়ে কদমের গাছ
বাবুই – চড়ুই – টিয়া করে গান নাচ
ছাতা মেলে আছে আহা!
ফুলগুলো ডাহা ডাহা
আছি যেন মামনির আঁচলের ‘কাছ’।
রোদ্রের খরা তোপে
কদমের সেই ঝোপে
বিশ্রামে ছিল এক ক্ষুদে খরগোশ
ফুল আর ঘাসবনে
অন্তরে সেই ক্ষণে
কি যে সন্তোষ, আহা কি যে সন্তোষ!
মাথা-গায়ে হাত ‘বুলে’
আমি ক’টা ঘাস তুলে
খাওয়ালাম তাকে।
বহুদিন পরে যেন খুঁজে পেল মা’কে।
মাহফুজা এলো যেই
হারালো সে পলকেই
আতংকে দিশেহারা, কে পায় আর তাকে!
মুহূর্তে মনটা উঠেছিল কেঁদে
সাধগুলো উবে গেল নিয়েছি যা বেঁধে
সেই শোকে আজও কাঁদি, আজও ভারী মন
গেঁথে আছে তেরনলা, কালীতলা বন।
আহা সেই ছলাকলা
কদম-কেয়ার তলা
আজ আর নেই!
জীবনের পথ তাই হারিয়েছে খেই?
আহা সুখেভরা আমাদের ছেলেবেলা নেই!
————————0 0————————-
৩২টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“বিলটার নীল জলে মাছেদের দল
সারাক্ষণ নাচে গানে করে কোলাহল
কাতল-বোঁয়াল-রুই-টাকি-সরপুঁটি
আনন্দে মেতে রয়, করে খুনসুটি।”
সবাই দল বেঁধে নেমে পড়ি জলে
মাছ ধরি উৎসবে স্কুল হলে ছুটি।
ভাল লাগলো। শুভ কামনা।
হালিম নজরুল
শ্রদ্ধা ও ভালবাসা দাদা।
আলমগীর সরকার লিটন
বেশ বড় করে ফেলেছেন অনেক শুভ কামনা রইল কবি দা
হালিম নজরুল
কোথায় ছোট করা যায়, যদি একটু পরামর্শ দিতেন, উপকৃত হতাম।
আরজু মুক্তা
আসলেই সেই ছেলেবেলা নেই। যখন একা থাকি, তখন খুব মনে পরে। আহা, মধুময় ছেলেবেলা।
ভালো লাগলো ছড়াটি।
ধন্যবাদ
হালিম নজরুল
এখন শুধুই খুঁজতে থাকি হিরণ্ময় ছেলেবেলা
শামীম চৌধুরী
কবির কবিতার সঙ্গে নিজের ছেলাবেলার কথা জেগে উঠলো।
হালিম নজরুল
খুব মনে পড়ে ভাই।
সাদিয়া শারমীন
ছেলেবেলাটা একটা সোনালী সময় ।এই সময় আর কখনোই কারো জীবনে ফিরে আসবে না। কিন্তু বা চোখ বুজলেই সেই মধুর সময় গুলো ।
মনে পড়ে যায়
হালিম নজরুল
ধন্যবাদ আপু।
মনির হোসেন মমি
পুরনো স্মৃতি যেন ফিরে পেলাম কবি।যদি কবিতাটি আপনার কণ্ঠে আবৃত্তি শুনতে পারতাম মনটা আনন্দে ভরে যেন।দারুণ কণ্ঠ আপনার।শুভ কামনা রইল।অপেক্ষা সোনেলা ফের মিলন মেলার তখন আপনর কবিতা পাঠ শুনব।
হালিম নজরুল
ইনশাআল্লাহ সুযোগ আসবে। অপেক্ষায় থাকলাম ভাই।
সুরাইয়া পারভীন
আহা! সুখে ভরা ছেলে বেলা
আর নেই আর নেই
আসবেও না কোনো কালে
ছন্দে ছন্দে ছেলেবেলায় ফিরে
যাওয়া দারুণ আনন্দের
চমৎকার লিখেছেন ভাইয়া
হালিম নজরুল
তোমরা সাহস দাও বলেই লিখতে পারি।
ফয়জুল মহী
দুরন্তপনা কিশোরকাল ভুলে থাকা যায় না। মধুময় স্মৃতি।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
রেজওয়ানা কবির
আপনার লেখায় নিজের ছোটবেলা ফিরে পেলাম।
হালিম নজরুল
তাইলে সম্ভবত ঠিক লিখেছি। ধন্যবাদ আপু।
বন্যা লিপি
চোখের সামনে দূরন্ত শৈশব এসে হেসে খেলে গেলো প্রতিটি শব্দের গাঁথুনিতে। সোনা রঙের সোনালী দিন গুলি……
হালিম নজরুল
অফুরান শুভেচ্ছা ও শুভকামনা আপা।
রোকসানা খন্দকার রুকু
মুহূর্তে মনটা উঠেছিল কেঁদে
সাধগুলো উবে গেল নিয়েছি যা বেঁধে
সেই শোকে আজও কাঁদি, আজও ভারী মন
গেঁথে আছে তেরনলা, কালীতলা বন।*****
সত্যিই মনটা ছেলেবেলার জন্য কাঁদে।
শুভ কামনা।
হালিম নজরুল
একরাশ শুভেচ্ছা ও শুভকামনা আপু।
ছাইরাছ হেলাল
হারানো ছেলেবেলার আক্ষেপ-সুর ছন্দে ছন্দে খুব সুন্দর করে তুলে এনেছেন।
যা হারায় তা আর ফিরে আসে না/আসবে না, কিছু রেশ তার থেকেই যায় আনন্দ-বেদনায়।
হালিম নজরুল
অন্তহীন শুভকামনা ও ভালবাসা ভাই।
মোঃ মজিবর রহমান
সুন্দর বাল্যবেলার কাহীনি নিয়ে বেশ ভাল লাগার কবিটা খানি।
মন ছুয়ে যায়।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
তৌহিদ
আপনার লেখা পড়ে স্কুল জীবনের স্মৃতিগুলো মানসপটে ভেসে এলো। আহা! ছেলেবেলার মত সোনালী সময় আর ফিরে আসবেনা।
চমৎকার লেখা পড়লাম ভাই।
হালিম নজরুল
আপনার মন্তব্য আমাকে শক্তিশালী প্রেরণা দেয়। ধন্যবাদ ভাই।
সুপর্ণা ফাল্গুনী
ছন্দে ছন্দে ছেলেবেলা তাও চিঠির মোড়কে। বোনাস পেলাম। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
হালিম নজরুল
শুভেচ্ছা ও শুভকামনা
উর্বশী
যদি মধুময় ছেলে বেলা আবার ফিরে আসতো? নতুন আলোকে ছেলেবেলা উপস্থাপন দারুন লেগেছে ব্যস্তপাখি।
ভাল থাকুন,শুভ কামনা সব সময়।
আর গ্রুপের কথা বলবো না আপনাকে।ঘি যোগার হোক, রাধা নাচুক,তারপরে যদি আপনার সময় হয়।
হালিম নজরুল
করোনার ভয়াল থাবা কেটে যাক। ভালোবাসি। ভাল থাকুন।