সুবাসহীন বসন্ত

রিতু জাহান ১৩ ফেব্রুয়ারি ২০১৭, সোমবার, ১০:১৭:০৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

তোমার এ রঙ্গিন বসন্তে যেন বাঁধা না হয় আমার এ প্রেম।
আমার যা কিছু আছে সব জমা থাক অক্ষত পাথরের মতো।
তোমাকে ভালবাসি নিভৃতে রাত্রি আর সত্তার পরিসরে।
তোমায় ঘিরে স্বচ্ছ ফুলদানির ফুলের সুবাস।
আমার এ বনফুলে তাই সুবাস ছড়ায়নি
শুধু শিশিরে ভিজে হয়েছে সজিব।
এ বনভূমির এক গুচ্ছ নীল ফুল
বিদ্ধ করে অচেনা সব সুবাস।
আমার এ বসন্তে, ঝাঁক ঝাঁক জোনাকির আলোয় ঘাসবুকে নেচে ওঠি আমি প্রজাপতির মতো।
শুক্লপক্ষে তারাময় ঐ নীল আকাশে মুখ রাখি।
আকাশের মতো আমার প্রেমে মায়াময় দীপ্তি নেই,নেই সুনিবিড় ছায়া।
আমি কাটাবো বসন্তহীন অনন্ত প্রহর।
,,,,,,,,,,,,,,মৌনতা রিতু,,,,,,,,,,,
১৩/২/১৭.

৪৪৮জন ৪৪৮জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ