তোমার এ রঙ্গিন বসন্তে যেন বাঁধা না হয় আমার এ প্রেম।
আমার যা কিছু আছে সব জমা থাক অক্ষত পাথরের মতো।
তোমাকে ভালবাসি নিভৃতে রাত্রি আর সত্তার পরিসরে।
তোমায় ঘিরে স্বচ্ছ ফুলদানির ফুলের সুবাস।
আমার এ বনফুলে তাই সুবাস ছড়ায়নি
শুধু শিশিরে ভিজে হয়েছে সজিব।
এ বনভূমির এক গুচ্ছ নীল ফুল
বিদ্ধ করে অচেনা সব সুবাস।
আমার এ বসন্তে, ঝাঁক ঝাঁক জোনাকির আলোয় ঘাসবুকে নেচে ওঠি আমি প্রজাপতির মতো।
শুক্লপক্ষে তারাময় ঐ নীল আকাশে মুখ রাখি।
আকাশের মতো আমার প্রেমে মায়াময় দীপ্তি নেই,নেই সুনিবিড় ছায়া।
আমি কাটাবো বসন্তহীন অনন্ত প্রহর।
,,,,,,,,,,,,,,মৌনতা রিতু,,,,,,,,,,,
১৩/২/১৭.
২৮টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আমার এ বসন্তে, ঝাঁক ঝাঁক জোনাকির আলোয় ঘাসবুকে নেচে ওঠি আমি প্রজাপতির মতো।
শুক্লপক্ষে তারাময় ঐ নীল আকাশে মুখ রাখি।
আকাশের মতো আমার প্রেমে মায়াময় দীপ্তি নেই,নেই সুনিবিড় ছায়া।
আমি কাটাবো বসন্তহীন অনন্ত প্রহর।
তা কি হয় মনু আপনার উনিতো আছেন হা করে….
খুব ভাল লাগল বসন্তের বিরহী কবিতাটি।বসন্তের শুভেচ্ছা -{@
মৌনতা রিতু
হা হা হা, হ্যাঁ ভাই উনি তো আছে।
ধন্যবাদ ভাই, কবিতা ভাল লাগার জন্য।
শুভকামনা রইল। বসন্তের শুভেচ্ছা সেই সাথে। -{@
শুন্য শুন্যালয়
*তারাময় আকাশ নীল হবার কথা নয়, হবে কালো। কিংবা হতেও পারে।
*পাথর কিন্তু অক্ষয় নয়
*ঝাঁকে ঝাঁকে জোনাকির আলোয় নেঁচে ওঠা তবুও বলছো দিপ্তী নেই!
*তুমি বড্ড স্বার্থপর ভালোবাসায়।
……. ভালো হয়েছে কবিতা ভাবীজান 🙂
মৌনতা রিতু
ম্যাডাম, ভাল হইছে হোমওয়ার্ক?
থ্যাংকু ম্যাডাম। -{@
নিহারীকা জান্নাত
প্রেম জেগে উঠুক। সুবাস ছড়াক চারিদিকে।
বসন্তের শুভেচ্ছা আপা -{@
মৌনতা রিতু
হুম সুবাস ছড়াক।
বসন্তের শুভেচ্ছা আপু। -{@
নাসির সারওয়ার
খাইছেরে খাইছে, প্রেম কি শুধু বসন্তে উথলে ওঠে! আর ৫ কালের কি হবে তাহলে!!
মৌনতা রিতু
প্রেম আসে কতো ভাবে তার ঠিক নাই। বসন্তে আসে, শীতের কনকনে ঠান্ডায় আসে, চৈত্রের দুপুরে আসে। বরষায় ভিজে জুবুথুবু হয় প্রেম।
আর পাঁচ কাল কি আর আছেনি এহন?
রিতুও এখন ছন্নছাড়া। কাইটা ছাইটা তিন খান।
নাসির সারওয়ার
ঠাডা পরা চৈত্রেও আসে!
‘রিতুও এখন ছন্নছাড়া।’ তাইতো!
খুব তাড়াতাড়িই শুধু এক কাল দেখবেন। হে চৈত্রের ঠাডা পরা রোদ, এসো এসো, এসে আমাদের প্রেমের ভীত আরো শক্ত পোক্ত করো।
মৌনতা রিতু
এক্কেরে বিদেশ থেকে আনা সিমেন্ট দিয়ে ভিত্তি শক্ত হোক।
যাইব কৈ? ভুমিকম্পেও নড়বে না।
হ, রিতুর এক কালই শুরু হইবে খুব শিগ্গির।
জিসান শা ইকরাম
বনফুলই ভালো, এর আলাদা সুবাস আছে, এটি একধরনের গর্বও।
লেখা ভাল হয়েছে,
শুভেচ্ছা বসন্তের।
মৌনতা রিতু
ধন্যবাদ ভাইয়া।
আবু খায়ের আনিছ
২৫ বসন্ত পার করেছি, ৩৩ পার করি, তারপর সুনিলের মত করে একখানা কবিতা লিখে আপুকে বলল আমিও লিখতে পারি।
এখন পারি না, তবে পড়ে মুগ্ধ হয়ে যাই।
মৌনতা রিতু
আমার আনিস ভাইটু যে সুন্দর করে গল্প লেখে তা কজনই লিখতে পারে। আমি খুব অপেক্ষায় আছি কবে ভাইটুর একটা বই বের হবে।
এগুলোরে কবিতা বলে!
আজাইরা প্যাঁচাল। ভাল থেকো ভাই।
আবু খায়ের আনিছ
গল্প আর কবিতা অনেক পার্থক্য আপু। গল্প লেখা সহজ, কিন্তু কবিতা ওরে বাবা সে অনেক জটিল বিষয়।
নীলাঞ্জনা নীলা
ও শান্তসুন্দরী তোমার বসন্তে সজীবতা নেই, তাই আমার মন খারাপ।
এদিকে আমার কি হয়েছে জানো?
আগামীকাল ডেটিং-এ যাবো মানে ১৪ তারিখে। :p
কিন্তু কার সাথে সেটা বলবো না। শরম করে। :p
“ফাগুণ হাওয়ায় হাওয়ায় করেছি যে দান”—ফাগুনী শুভেচ্ছা আপু। -{@
মৌনতা রিতু
দাঁড়াও গুগল মামাকে জিজ্ঞেস করি তুমি কার সাথে যাচ্ছ।
আপু তোমাকেও অনেক অনেক অনেক বেশী শুভেচ্ছা দিলাম। ভাল থেকো।
নীলাঞ্জনা নীলা
উত্তর পেয়েছো?
তোমার গুগল মামা পারলো বের করতে? 😀
ইঞ্জা
বাহ, মনোমুগ্ধকর লেখা, ভালো লাগা রেখে গেলাম আপু।
মৌনতা রিতু
ধন্যবাদ ভাইজু। ফাগুনের শুভেচ্ছা রইল।
রিমি রুম্মান
ভালোবাসা বেঁচে থাকুক …
উপমাগুলো বেশ …
মৌনতা রিতু
ধন্যবাদ রিমি আপু। তোমাকে ফাগুনের শুভেচ্ছা। -{@
আমির ইশতিয়াক
মনোমুগ্ধকর লেখা। মন ছুয়ে গেল।
মৌনতা রিতু
ধন্যবাদ ভাই, ভাল থাকবেন। ফাগুনের শুভেচ্ছা রইল।
ইকরাম মাহমুদ
“আমি কাটাবো বসন্তহীন অনন্ত প্রহর।”
কথাটি বেশ লেগেছে।
মৌনতা রিতু
ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো। ব্যাস্ততার কারনে উত্তর দিতে দেরি হলো।
এজন্য দুঃখিত।
ছাইরাছ হেলাল
নীলফুলের অচেনাসুবাস সহ্য করা খুব কঠিন,
সাধনা চালু থাকুক।
মৌনতা রিতু
সাধনা চলতে থাকুক। যদি সুবাস পাই
কিন্তু ডাইনি পেত্নির যে উৎপাত!
দেখা যাক। 🙂