সাহসীকতা...
সাহসীকতা…

খুব সৎ এবং সাহসী একজন প্রেমিক চাই।
আকাশের মতো উদার, ঝড়ের মতো উদ্দাম,
বৃক্ষের মতো কঠিন একজনকে চাই
এমন একজন প্রেমিক;
যার চোখে কোনো ভণিতা নেই, মুখ ভরা ঢঙ্গী ভাব নেই
আবেগে ডুবে যেমন যেতে পারে,
ঠিক তেমনি ডোবাতেও পারে, এবং ভাসতে ও ভাসাতে;

অমন প্রেমিক আছে নাকি এ সময়ে?
অসম্ভবের যুগ চলছে এখন
আজকাল ধর্ষণকারী না চাইতেই পাওয়া যায়,
সাহসী প্রেমিক নয়।

হ্যামিল্টন, কানাডা
২৩ অক্টোবর, ২০১৬ ইং।

৯৪৩জন ৯৪১জন

৪৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ