
বহুবার হাতবদল হয়েছে খেলাঘর
কখনও তাদের, কখনও আমাদের।
বিপন্নতা নিয়ে উদভ্রান্তের মতো তাকিয়ে দেখেছি
গাছে গাছে ফুটে থাকা বকুল, ঝুমকোলতা
আরও দেখেছি গাছভরা সজনেফুল।
দেখেছি, অভিমানে কোনও এক সময়
অন্য কোথাও ঘরবাঁধা চড়ুই পাখিটি
হঠাৎ এসে ঘর বাঁধছে আমার ঘুলঘুলিতে
ডাল কেটে ফেলা ছাদ ছুঁই ছুঁই মেহেদী গাছটি
কখন কখন আবারও ছুঁয়ে ফেলেছে ছাদ।
যতবারই হাতবদল হোক
খেলাঘর ভেসে যাক সাগরের ঢেউয়ে
ঢেউয়ে ঢেউয়েই জমে ওঠে বালি
তোমার-আমার, আমাদের খেলাঘর
ভরে ওঠে আবার ঝিনুকে ঝিনুকে।
আমরা জানি, সব ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে আবার।
২৭টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“আমরা জানি,
সব ঠিক হয়ে যায়,
সব ঠিক হয়ে যাবে আবার।”
সেই প্রত্যাশায় দিন গুনে যাই।
শুভ কামনায়।
রেহানা বীথি
ভালো থাকবেন দাদা।
সুপর্ণা ফাল্গুনী
আপু শেষ প্যারাটা খুব ভালো লাগলো। একদিন সব ঠিক হয়ে যাবে , আবার নতুন উদ্যমে সব শুরু হবে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো আপনার জন্য
রেহানা বীথি
আপনিও আপনার পরিবার নিয়ে ভালো থাকুন আপু। শুভকামনা নিরন্তর।
জিসান শা ইকরাম
আশা নিয়েই বেঁচে থাকি আমরা,
সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যায় একসময়,
শুধু অপেক্ষা করা শিখতে হয়।
‘ খেলাঘর ভেসে যাক সাগরের ঢেউয়ে
ঢেউয়ে ঢেউয়েই জমে ওঠে বালি ‘ — অনেক ভালো লাগলো এই অংশ।
শুভ কামনা।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন, নিরাপদে থাকুন।
এস.জেড বাবু
যতবারই হাতবদল হোক
খেলাঘর ভেসে যাক সাগরের ঢেউয়ে
ঢেউয়ে ঢেউয়েই জমে ওঠে বালি
যেন আশার প্রদীপ জ্বেলে যায়
শুভকামনা আপু
রেহানা বীথি
ভালো থাকবেন ভাইয়া। শুভকামনা আপনার জন্যেও।
সাবিনা ইয়াসমিন
সময়ের সাথে সাথে একদিন সব ঠিক হয়ে যায়,
আমরা আশায় বাঁচি।
নেটের এই ছবিটা আমার অনেক প্রিয়,
শুভ কামনা 🌹🌹
রেহানা বীথি
আপনার নির্দেশিত পথে ছবি যোগ করেছি সফলভাবে। সার্বিক পরিস্থিতিতে মনটা খারাপ হয়ে আছে খুবই। তারমধ্যে আবার আমার বর হঠাৎ করেই হাঁচি-কাশি বাধিয়ে ফেলায় দুশ্চিন্তার মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। সেটা কাটিয়ে উঠেছেন উনি, ছবিও দিতে পেরেছি নিজে থেকেই, মনটা আজ হালকা লাগছে অনেক।
রেহানা বীথি
ভালো থাকবেন আপু।
হালিম নজরুল
যতবারই হাতবদল হোক
খেলাঘর ভেসে যাক সাগরের ঢেউয়ে
ঢেউয়ে ঢেউয়েই জমে ওঠে বালি
তোমার-আমার, আমাদের খেলাঘর
ভরে ওঠে আবার ঝিনুকে ঝিনুকে।
———–চমৎকার
রেহানা বীথি
ভালো থাকবেন। শুভকামনা সবসময়।
সুরাইয়া পারভীন
সময়ের সাথে সাথে আবার সব ঠিক হয়ে যায় বলেই তো এক আকাশ আশা আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে আছি, বেঁচে থাকি।
চমৎকার লিখেছেন আপু
রেহানা বীথি
অনেক ধন্যবাদ।
ভালো থাকুন এই বিরুদ্ধবাতাসে।
ছাইরাছ হেলাল
ভিড়-ক’রে আসা দুর্বিপাক পুচ্ছ গুটিয়ে পালিয়ে যাক
আমরা ফিরে যাই দুধে-ভাতে আর রঙ তুলির দ্বীপান্বিত শুভোৎসবে
ঝিনুক ভালোবাসার সৈকতে।
রেহানা বীথি
একদম ভাইয়া।
ভালো থাকুন, প্রত্যাশা সবসময়।
তৌহিদ
আশা নিয়েই বেঁচে আছি, একদিন সব ঠিক হয়ে যাবে। এই ধরাধামে আবার নিশ্বাস নিতে পারবো বুকভরে।
অবশেষে ছবি দিতে পেরেছেন জেনে আনন্দিত হলাম। ভালো থাকবেন আপু।
রেহানা বীথি
আপনাদেরকে অনেক জ্বালানোর পর অবশেষে পেরেছি। আপনিও ভালো থাকুন ভাই।
তৌহিদ
না না এভাবে বলছেন কেন! বোনকে সাহায্য করতেই পারি।
সঞ্জয় মালাকার
যতবারই হাতবদল হোক
খেলাঘর ভেসে যাক সাগরের ঢেউয়ে
ঢেউয়ে ঢেউয়েই জমে ওঠে বালি
তোমার-আমার, আমাদের খেলাঘর
ভরে ওঠে আবার ঝিনুকে ঝিনুকে।
আমরা জানি, সব ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে আবার।
রেহানা বীথি
ভালো থাকুন দাদা।
ফয়জুল মহী
লেখা পড়ে ভালো লেগেছে। চমৎকার l
রেহানা বীথি
খুশি হলাম।
ভালো থাকবেন।
নিরব সাগর
সময় সব ঠিক করে দেয় তবে তা অসময়ে।
রেহানা বীথি
হয়তো সেও এক নতুন সময়। অসময় বলবো না তাকে, হয়তো কিছু ভালো লুকিয়ে আছে সেই সময়েও।
ভালো থাকবেন।
নিরব সাগর
নতুন হলে তো পুরাতন ঠিক হলো না , নতুন দিয়ে পুরাতন ঢেকে রাখা হলো।