
স্বপ্নগুলোর মুখ এখন পিছন দিকে ফেরানো,
মানবতার মাথা যেমন নীচের দিকে।
বলতে পারো রোহিঙ্গাদের ভাগ্যের মতন
আমার অন্তরাত্মা এখন উদ্বাস্তু শিবিরে অপেক্ষমান।
বিশ্ববার্তায় ত্রানের খবর শুনবো বলে
কানগুলো খাড়া হয়ে আছে সেই সন্ধ্যে থেকে,
কখন সকাল হবে কে জানে?
নাকি আমাদের জন্য অপেক্ষমান কোন কালরাত?
এমন সুবর্ণ পৃথিবী ছাড়তে চায় কী কেউ!
যেখানে হাতের মুঠোর ক্রীড়নক মৃত্যুর দুত,
ধর্ষণের অবাধ সুযোগ শুয়ে থাকে অষ্টপ্রহর,
সেখানে নিয়তই ফেরী হয় বিবর্তিত বিবেক,ভাগ্যের খই।
দালালীতে কেনা পদবী-সনদ ঝোলা’ই পুরে
দ্যাখো’ পদতলে পিষে কেমন মানুষ ও ঈশ্বর।
চলো সত্বর খুলে ফেলি এই গেরুয়া বসন,
আদিমতার বদলে কিনে আনি মানব-মনন।
চলো বিজয়ের পতাকায় চাপা দিই মৃত্যু-মিছিল,
অন্যথা আমরাই চাপা পড়ি ঐ মৃত্যুর পায়ে।
**
৩১টি মন্তব্য
নীরা সাদীয়া
এই সুবর্ণ পৃথিবী অনেকের কাছেই রংহীন, রসহীন, অনেকেই ছাড়তে চায়…
হালিম নজরুল
বেঁচে থাকার সংগ্রাম তবু চলবেই।
কামাল উদ্দিন
চলো সত্বর খুলে ফেলি এই গেরুয়া বসন,
আদিমতার বদলে কিনে আনি মানব-মনন।
……..দুর্দান্ত বলেছেন ভাই। তবে ‘ধর্ষণের অবাধ সুযোগ শুয়ে থাকে অষ্টপ্রহর। এই জন্যই যে বেঁচে থাকা তা কিন্তু নয়।
হালিম নজরুল
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
রেহানা বীথি
শেষ ক’টা লাইন অসাধারণ।
সন্ধি ছাড়া উপায় নেই আর।
হালিম নজরুল
প্রেরণার জন্য কৃতজ্ঞতা রইল।
সুরাইয়া পারভীন
চলো সত্বর খুলে ফেলি এই গেরুয়া বসন,
আদিমতার বদলে কিনে আনি মানব-মনন।
চলো বিজয়ের পতাকায় চাপা দিই মৃত্যু-মিছিল,
অন্যথা আমরাই চাপা পড়ি ঐ মৃত্যুর পায়ে।
অনবদ্য সৃষ্টি।
অনেকেই এই তো ছাড়তে এই পৃথিবী।
হালিম নজরুল
ভাল থেকো সবসময়।
মনির হোসেন মমি
পৃথিবী আর ভাল লাগে না। শুদ্ধতায় আসুক দুষিত পৃথিবী।দারুন।
হালিম নজরুল
পূর্ণ হোক প্রার্থনা
সুপর্ণা ফাল্গুনী
গেরুয়া বসন খুলে বিজয় পতাকার নিচে চাপা দেই মৃত্যু মিছিল। খুব ভালো বলেছেন।শুভ কামনা রইলো
হালিম নজরুল
চমৎকার মন্তব্য, ধন্যবাদ।
ফয়জুল মহী
সহজ সরল ও নন্দিত উপস্থাপন ।
হালিম নজরুল
ধন্যবাদ প্রিয় মহী ভাই।
সাবিনা ইয়াসমিন
মানবতার মাথাই যদি নত হয়ে পড়ে তাহলে কি দাম আছে সভ্যতার? আদিমতার বিনিময় হোক পশুত্বের দামে। মানুষেরা বেঁচে থাকুক ঈশ্বরের সাথে সন্ধিবদ্ধ হয়ে। সুবর্ণ পৃথিবী কেউ ছাড়তে চায় না 🙂
শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
অসাধারণ মন্তব্য, ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
“চলো বিজয়ের পতাকায় চাপা দিই মৃত্যু-মিছিল,
অন্যথা আমরাই চাপা পড়ি ঐ মৃত্যুর পায়ে।”
সুন্দর উপস্থাপনা যেটা সবার কামনা।
ভাল লাগলো। শুভ কামনা।
হালিম নজরুল
শুভকামনা দাদা সবসময়।
ছাইরাছ হেলাল
চাইলেই যদি মানব মনন অদল বদল করা যেত তাহলে এই ধরা হয়ে যেত অমরাবতী।
তবে আমরা তা চাই।
সমসাময়িক বিষয়ের কবিতা, অনেক সুন্দর।
হালিম নজরুল
ভালবাসা অনুক্ষণ।
নাজমুল হুদা
চলো সত্বর খুলে ফেলি এই গেরুয়া বসন,
আদিমতার বদলে কিনে আনি মানব-মনন।
চলো বিজয়ের পতাকায় চাপা দিই মৃত্যু-মিছিল,
অন্যথা আমরাই চাপা পড়ি ঐ মৃত্যুর পায়ে।
ভালো লেগেছে ❤
হালিম নজরুল
ভাল লেগেছে জেনে তৃপ্তি পেলাম।
ইঞ্জা
এমন সুবর্ণ পৃথিবী ছাড়তে চায় কী কেউ!
যেখানে হাতের মুঠোর ক্রীড়নক মৃত্যুর দুত,
ধর্ষণের অবাধ সুযোগ শুয়ে থাকে অষ্টপ্রহর,
সেখানে নিয়তই ফেরী হয় বিবর্তিত বিবেক,ভাগ্যের খই।
দালালীতে কেনা পদবী-সনদ ঝোলা’ই পুরে
দ্যাখো’ পদতলে পিষে কেমন মানুষ ও ঈশ্বর।
অতি সত্য বলেছেন ভাই।
হালিম নজরুল
ভালবাসা রইল ভাই।
ইঞ্জা
এক সাগর ভালোবাসা ভাই
জিসান শা ইকরাম
বেঁচে থাকতে চাই এই সুন্দর পৃথিবীতে,
হালিম নজরুল
বাসযোগ্য হোক আমাদের পৃথিবী
তৌহিদ
তবে মানবতার জয় জয় হবেই একদিন। সমসাময়িক কবিতা ভালো লেগেছে ভাই।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই। জয় হোক মানবতার।
মাহবুবুল আলম
“দালালীতে কেনা পদবী-সনদ ঝোলা’ই পুরে
দ্যাখো’ পদতলে পিষে কেমন মানুষ ও ঈশ্বর।…কবিতাটি ভাল লেগেছে।
হালিম নজরুল
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল।