শেষ সুগন্ধি

রিমি রুম্মান ২৯ নভেম্বর ২০১৪, শনিবার, ১১:৫০:৪০পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

বাই দ্যা ওয়ে, তোকে কি বলেছি কখনো
আমার সুগন্ধীর শিশিটায় আজকাল
কেবলই শূন্যতা, হাহাকার ?
সেই অবিরাম উন্মাদনা, ঘনঘন শ্বাস
সবই নিঃসাড় নিঃসঙ্গ আজ।

তোকে তো বলিনি, ইদানিং সাদা বিছানায়
ব্যথাহীন সহজতর মৃত্যু কামনায়
যন্ত্রগুলোর সীমাহীন প্রচেষ্টা ।
অসুধের ঘ্রানে ডুবে থাকি দিবা-নিশি
অসুধের শিশিটায় কেবলই সুগন্ধী খুঁজি।

 

তোকে কিন্তু বলেই রাখি শেষ কথাটি

আসবি যখন খবর পেয়ে শেষ বিদায়ে

শেষ সুগন্ধী মাখিয়ে দিবি কপাল ছুঁয়ে

শেষ দেখাটা দেখে নিবি একটু নুইয়ে ।

 

## আতর…

১জন ১জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ