বাই দ্যা ওয়ে, তোকে কি বলেছি কখনো
আমার সুগন্ধীর শিশিটায় আজকাল
কেবলই শূন্যতা, হাহাকার ?
সেই অবিরাম উন্মাদনা, ঘনঘন শ্বাস
সবই নিঃসাড় নিঃসঙ্গ আজ।
তোকে তো বলিনি, ইদানিং সাদা বিছানায়
ব্যথাহীন সহজতর মৃত্যু কামনায়
যন্ত্রগুলোর সীমাহীন প্রচেষ্টা ।
অসুধের ঘ্রানে ডুবে থাকি দিবা-নিশি
অসুধের শিশিটায় কেবলই সুগন্ধী খুঁজি।
তোকে কিন্তু বলেই রাখি শেষ কথাটি
আসবি যখন খবর পেয়ে শেষ বিদায়ে
শেষ সুগন্ধী মাখিয়ে দিবি কপাল ছুঁয়ে
শেষ দেখাটা দেখে নিবি একটু নুইয়ে ।
## আতর…
২২টি মন্তব্য
মরুভূমির জলদস্যু
-{@ তোকে তো বলিনি, ইদানিং সাদা বিছানায়
ব্যথাহীন সহজতর মৃত্যু কামনায়
যন্ত্রগুলোর সীমাহীন প্রচেষ্টা । -{@
অসাধারণ
রিমি রুম্মান
ধন্যবাদ আপনাকে।
ছাইরাছ হেলাল
ভয় লাগে,এভাবে ভাবতে।
রিমি রুম্মান
এমনটিই বাস্তবতা।
মামুন
সবারই শেষের সেই এমন দিনটি আসবে।
আমাদের তৈরী থাকা উচিত।
রিমি রুম্মান
ঠিক বলেছেন। অনেক ভাল থাকুন।
সোনিয়া হক
অসাধারন, শেষ সত্যি তো এমনই আপু (y)
রিমি রুম্মান
সেটাই মনে হয় মাঝে মাঝে… তাই লিখে ফেললাম।
জিসান শা ইকরাম
সত্যিকে কিভাবে এত সুন্দর ভাবে প্রকাশ করেন?
রিমি রুম্মান
মনের গহীন থেকে উঠে আসে…
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সত্যকে সুন্দর ভাবেই উপস্হাপন করলেন।
রিমি রুম্মান
অনেক ধন্যবাদ । শুভকামনা রইলো ।
লীলাবতী
শেষ চার লাইন পড়ে কষ্ট লাগলো আপু। (y)
রিমি রুম্মান
বাস্তবতা এমনই কষ্টের । শুভকামনা সবসময় ।
কৃন্তনিকা
সুন্দর এবং একইসাথে জীবনের সারতত্ত্ব উঠে এসেছে (y)
রিমি রুম্মান
সুন্দর মন্তব্যে উৎসাহিত হই… আবারও লিখি… লিখতে মন চায়। ভাল থাকুন।
নীলাঞ্জনা নীলা
নিজকেই এই অবস্থায় দেখলাম। (y)
রিমি রুম্মান
এই অবস্থাটা হয়েছে… হয়… হবে… ভাল থাকুন নিরন্তর।
ব্লগার সজীব
ভয়ংকর সুন্দর (y)
রিমি রুম্মান
অনেক ধন্যবাদ। ভাল থাকুন সবসময়।
বোকা মানুষ
খুব ভাল লাগলো, বিশেষতঃ শুরুটা! (y)
রিমি রুম্মান
আমার কিন্তু শেষটা ভালো লেগেছে বেশী___ ক্যামন যেন বিষাদময় …