শেষ দৃশ্যে নাকি চুম্বন ছিল?

ওয়ালিনা চৌধুরী অভি ২২ আগস্ট ২০১৪, শুক্রবার, ০২:১৮:১৪অপরাহ্ন কবিতা ৪৭ মন্তব্য


বড় অসময়ে যবনিকাপাত, শেষ দৃশ্যে নাকি চুম্বন ছিল।
সেই দৃশ্যটা না দেখেই দর্শক চোখ মুছে বাড়ি গেলো।
গ্রীনরুমে একেক চরিত্রের মেকাপ খুলে আসতেই
ভেতর থেকে উকি দেয় মধ্যবিত্ত শুকনো মুখ।
একটু আগেই যে মঞ্চে সম্রাট হয়ে হুঙ্কার দিলো,
এখন তার মাথায় কাঁচা বাজারের হিসেব ঘুরছে।
মুকুটহীন নাটকের সম্রাট মুঠোয় ধরা টাকার দিকে তাকায়,
আজকে পারফরমেন্স ভালো হলে কিছু বকসিস পাওয়া যেত
মেয়েটা মাছ খেতে চেয়েছিল।
মহল্লায় তখন গুঞ্জন উঠেছে,
“শেষ দৃশ্যে নাকি চুম্বন ছিল? “

৫১৪জন ৫১৩জন
0 Shares

৪৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ