বড় অসময়ে যবনিকাপাত, শেষ দৃশ্যে নাকি চুম্বন ছিল।
সেই দৃশ্যটা না দেখেই দর্শক চোখ মুছে বাড়ি গেলো।
গ্রীনরুমে একেক চরিত্রের মেকাপ খুলে আসতেই
ভেতর থেকে উকি দেয় মধ্যবিত্ত শুকনো মুখ।
একটু আগেই যে মঞ্চে সম্রাট হয়ে হুঙ্কার দিলো,
এখন তার মাথায় কাঁচা বাজারের হিসেব ঘুরছে।
মুকুটহীন নাটকের সম্রাট মুঠোয় ধরা টাকার দিকে তাকায়,
আজকে পারফরমেন্স ভালো হলে কিছু বকসিস পাওয়া যেত
মেয়েটা মাছ খেতে চেয়েছিল।
মহল্লায় তখন গুঞ্জন উঠেছে,
“শেষ দৃশ্যে নাকি চুম্বন ছিল? “
৪৭টি মন্তব্য
শুন্য শুন্যালয়
এ এক অন্য অভি আপু যেন। এমন লেখায় মন্তব্য আসেনা আসলে। নাটক, অভিনয় দেখে হাত তালি দেয়া মানুষ, বাহিরে এসে শুধু গুঞ্জনই যে করতে পারবে। সিটি বাজিয়ে মজা দেখবে আর আড়ালে মেকাপ বিহিন মানুষকে দেখে ঠোঁট বাঁকাবে। একজন মুকুটবিহীন সম্রাটের দৈন্যতা অসাধারণ ভাবে ফুটিয়েছেন।
অসাধারন।
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ আপু, এমনই তো আমরা ভাবি। একজন সার্কাসের জোকারের কথা কেউ ভাবিনা। জোকারের মৃত্যুতেও হয়ত আমরা মজা পাবো।
শাদমান সাকিব
আপনি সত্যি সিনেমার কথা মনে করিয়ে দিলেন ।
ওয়ালিনা চৌধুরী অভি
জীবনটাই যে একটি চলমান মুভি ভাইয়া ।
ছাইরাছ হেলাল
আমাদের বাহির আর ভেতর কত আলাদা তা যে ভেতরে উঁকি দিতে
পেরেছে সেই শুধু দেখছে ।
আপনি ভাল লেখেন জানি কিন্তু এ লেখাটি যে অসাধারণ বলতে ইচ্ছে করছে ।
ওয়ালিনা চৌধুরী অভি
আপনি খুব ভালো উৎসাহ দিতে পারেন। ধন্যবাদ আপনাকে ।
স্বপ্ন
বাস্তবতাকে তুলে এনেছেন কবিতায়। এদের বাস্তব কান্নার সময়েও মানুষের গুঞ্জন হয় আনন্দের।
ওয়ালিনা চৌধুরী অভি
শুধু এদের কথা নয়, আমাদের সবার ক্ষেত্রেই তো এমন হয় স্বপ্ন।
আগুন রঙের শিমুল
অদ্ভুত সুন্দর কপি কইরা ফেবুতে দিয়া দিলাম 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ, উন্মুক্ত লেখা সবাই কপি করতে পারেন।
কৃন্তনিকা
অন্যরকম লাগলো… মন খারাপ করা 🙁
ওয়ালিনা চৌধুরী অভি
জীবনেরই অংশ এটি কৃন্তনিকা ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অল্প কথায় বিশাল অর্থবহ পোষ্ট।আসলে আমরা যেখান থেকে আনন্দ পাই তার ব্যাকগ্রাউনের খবর কেউ রাখি না।খুব ভাল লেগেছে আপু -{@ (y)
ওয়ালিনা চৌধুরী অভি
তবে ভাবা উচিৎ আমাদের ।
স্বপ্ন নীলা
ও আপু !! অসাধারণ একটি লেখা পড়লাম। দারুন লাগলো
ওয়ালিনা চৌধুরী অভি
স্বপ্ন নীলাও অনেক ভালো লেখে 🙂
পুষ্পবতী
দারুন একটা লিখা পড়লাম আপু। ভালো লাগলো। -{@
ওয়ালিনা চৌধুরী অভি
ভালো লাগাতে পেরে ধন্য আমি 🙂
পাগলা ঘন্টা
ছবির জগতে যখন আমরা অভিনেতা তখন আমারা রাজা বাদশাহ উজির নাজির কিংবা খল চরিত্র বা কৌতুক চরিত্রের রুপ দানকারী দর্শক মনোরঞ্জন কারী যখন ই সেই সত্ত্বা থেকে বাহির হয়ে বাস্তব জগতের বুকে যখন পথ চলতে হয় তখন আমাদের আরেক সত্ত্বা। এই আনন্দ দান করতে গিয়ে নিজের জীবনের নিরানন্দ কে গোপন করে মানুষ কে কিছু সময় আনন্দ দান করা তার ভিতর এক ধরনের আলাদা তৃপ্তি আছে সেটা তারাই বুঝে যাদের রক্তের সাথে মিশে আছে অভিনয়ের নেশা।
ওয়ালিনা চৌধুরী অভি
ভালো লেগেছে আপনার এমন মন্তব্য ।
বনলতা সেন
কৈ ছিল এ সব লেখা ! দ্রুত আরও লিখে ফেলুন বলছি ।
ওয়ালিনা চৌধুরী অভি
জীবন সংগ্রামে চাঁপা পরে থাকে, মাঝে মাঝে উকি দিয়ে যায় 🙂
ব্লগার সজীব
কেমন এক হাহাকার, কেমন এক দুমড়ে মুচড়ে যাওয়া হৃদয়। খুব ভালো লিখেছেন আপু।
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ সজীব ।
শিশির কনা
এ কেমন কবিতা লিখলেন আপু ? চিরচেনা আনন্দময়ী অভি আপুকে দেখলেম এক ভিন্ন রূপে। অসাধারন ।
ওয়ালিনা চৌধুরী অভি
আনন্দের মাঝে একটু অন্য রকম টেস্ট আনলাম, আনা উচিৎ মাঝে মাঝে ।
সাবালক
অদ্ভুত সুন্দর একটি কবিতা, আমি নির্বাক হয়ে পড়েছি কয়েকবার, বিশ্বাস করুন যতবার পড়েছি ততবার ভালো লাগার পরিমান বৃদ্ধি পেয়েছে। এই কবিতার প্লটকে ঘিরে আপনার উপস্থাপনার কোন জুরি নেই। অন্তরের অন্তস্থল থেকে ভাল লাগা জানালাম দিদি।
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ সাবালক ।
মিসু
অসাধারন সুন্দর এক উপলব্দি ।
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ মিসু ।
আদিব আদ্নান
এবারের লেখায় সবাই যেন একটু অন্য রকম প্রশংসা করছে । কিছুই তো বুঝতে পারছি না ।
ওয়ালিনা চৌধুরী অভি
🙂 আমিও না
লীলাবতী
কবিতাটি কয়েকবার পড়লাম আপু, বাকরুদ্ধ হয়ে গেলাম। এদের কষ্ট আমরা দেখিনা।
ওয়ালিনা চৌধুরী অভি
কিন্তু দেখা উচিৎ, ভাবা উচিৎ।
জিসান শা ইকরাম
আপনার এমন লেখা এই প্রথম দেখলাম
এমন লেখায় মন্তব্য করায় জড়তা এসে যায়।
অনেক অনেক ভালো লিখেছেন আম্মা, স্যালুট আপনাকে।
ওয়ালিনা চৌধুরী অভি
এত প্রশংসা করলে লজ্জা পাই আব্বা।
মিথুন
আপু, বেশ কয়েকবার পড়লাম কবিতাটি। অসাধারন।
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ । আপনাদের নতুন লেখা চাই। অনেকদিন হলো কিছু লিখছেন না ।
মিথুন
আপনিও লিখছেন না আপু। এখন স্বপ্ন লিখবে, এরপর আমি :p তিনি আজকাল খুব ব্যাস্ত 🙁
নীলাঞ্জনা নীলা
অদ্ভুত সুন্দর ছোট কবিতা ।
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ নীলাঞ্জনা নীলা ।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
মনটা খারাপ হয়ে গেলো আপু।
ওয়ালিনা চৌধুরী অভি
মন খারাপের কিছু নেই।
সীমান্ত উন্মাদ
অসাধারন! শেষ দৃশ্যে নাকি চুম্বন ছিল?
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ।
অরণ্য
:c
ওয়ালিনা চৌধুরী অভি
যা বলার লিখে বলতে হবে।