আমি জানি আমার জন্যে কেউ আবেগ নিয়ে অপেক্ষায় থাকে না
তাই কোনো তাড়াও থাকেনা ঘরে ফেরার
একটা দায়িত্ত্বভরা কলস আছে ,
ওটার ভেতর জল রাখি—
আর একটা মাঝারী আকারের গাছ আছে
সেই গাছে জল দেই রোজ ।
দিতে হয় ।
কারণ ওই গাছটাকে আমি-ই তো নিয়ে এসেছি ।
ভুলে গেছি আমার চাওয়া-পাওয়া ,
শুধু দেখি একটুকরো আকাশ
জানালার ফাঁক থেকে…
এই জানালাটাও আমার নয় ।
যে কোনোদিন , যে কোনো সময় এই জানালায় আর কারো পর্দা ঝুলবে ।
আমাকে বারবার উপড়ে ফেলা হয় ,
এখান থেকে সেখানে ।
কেউ বলেনা থাকুক না ও ওর শেকড়টা নিয়ে !
অযাচিতভাবে প্রতিদিন-প্রতিক্ষণ অপেক্ষা করি ,
কেউ একজন আসবে মশাল নিয়ে হাতে—
মনের ভেতর জমে থাকা অন্যায়-দূর্নীতি সবকিছুকে এক নিমিষে লন্ডভন্ড করে দেবে ।
স্বপ্ন দেখি আমার তপোবন আমাকে একটা শেকড় দিয়েছে
বড্ড এলোমেলো একটা জীবন ।
আনন্দ করতে গেলে কারণ দর্শাতে হয়
মাথার ওপর অভিভাবক নামের পদমর্যাদার কাছে ।
ভালোবাসতে গেলে ভাবতে হয় ,
স্বপ্ন দেখতে গেলে হিসেব দিতে হয় ,
হাসি দিতে গেলে কারণ খুঁজতে হয় ।
তবুও বলি ভালো আছি ,
ভালো রাখি যে কোনো মূল্যে ।
সমাজ দেখেনা মানুষের আবেগ
স্বজন যাদের ভাবি , তারা অনুভব করেনা আমাকে ।
তারপরেও ছুটে চলি , চলছি , চলবো ।
হ্যামিল্টন , কানাডা
৩০ সেপ্টেম্বর , ২০১৩
১৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
অসাধারণ একটি কবিতা
ভালো লেগেছে —
কবিতার নামটাই তো একটি কাব্য ।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ আপনাকে ……………… -{@
নিশিথের নিশাচর
আমি জানি আমার জন্যে কেউ আবেগ নিয়ে অপেক্ষায় থাকে না
তাই কোনো তাড়াও থাকেনা ঘরে ফেরার।
ভবঘুরের মত রাস্তায় ঘুরে বেড়ায় আর সস্তায় হাওয়া খাই।
কিছু কথা আমার সাথে মিলে গেলো।
আমরা হাজার কষ্টে থাকলেও আমাদের সবার সামনে হাসি মুখে থাকতে হয়।
ভালো থাকার চেষ্টা করেন , শুভ কামনা রইলো।
নীলাঞ্জনা নীলা
ভালো আমি সবসময়ই থাকি…লেখা আর আমি কিন্তু উত্তর এবং দক্ষিণ…মিলিয়ে ফেললেই একেবারে শূণ্য 😀
নীহারিকা
সুন্দর কবিতা।
নীলাঞ্জনা নীলা
অসংখ্য ধন্যবাদ… 🙂
লীলাবতী
নীলাদি , এমন লেখায় মন্তব্য করতে ভয় পাই আমি। শুধু বলি খুব ভালো লেগেছে ।
নীলাঞ্জনা নীলা
ভয় কেন ? নিঃসঙ্কোচে মনের ভেতর যা আছে তা-ই বলে ফেলো…গোপন করলে কষ্ট পাই আমি… 🙁
আমার স্বপ্ন ও মনের কথা
আপু কে চায় উপরে ফেলতে আপনাকে
আমরা আছি না
আমরা মনে রাখবো চিরদিন
অমর করে রাখবো আপনাকে।
আপনার স্বপ্ন দেখার অধিকার একান্তই আপনার
স্বপ্ন পূরণ না হতে পারে তবে স্বপ্ন দেখার অধিকার থেকে বঞ্চিত করার ক্ষমতা কারো নেই।
আপনার এই লেখা পড়ে আপনাকে ভালবেসে ফেলেছি………… (3
ভালো থাকবেন আপু। -{@
নীলাঞ্জনা নীলা
ভালোবাসা নিলাম এবং তোমাকেও দিলাম… -{@ 🙂
তওসীফ সাদাত
হুম !! আর এভাবেই চাপা পরে থাকে কত শত মানুষ এর আবেগ !! সময় ও পরিস্থিতির যাঁতাকলে পরে সামাজিকতার সংস্পর্শে হারিয়ে যায়।
নীলাঞ্জনা নীলা
আসলেই…তবুও আবেগ থেকেই যায়… 🙂
খসড়া
সুন্দর কবিতা।সাবলিল বহি:র্প্রকাশ। কবিতাটা পড়ে আরাম পেলাম।
নীলাঞ্জনা নীলা
অসংখ্য ধন্যবাদ আপনাকে… 🙂
প্রিন্স মাহমুদ
চমৎকার
নীলাঞ্জনা নীলা
🙂 হাসি এবং এক কাপ :T
রকিব লিখন
নীলাঞ্জনা নীলা — এই নামটি দেখেই আপনাকে জানার খুব ইচ্ছা হলো।। তাই আপনার প্রোফাইলে ঢোকা।। নামটা খুব সুন্দর ।।
আর লেখনি পড়ে মুগ্ধ।। যাক, আপনি লিখেছেন,
”আমি জানি আমার জন্যে কেউ আবেগ নিয়ে অপেক্ষায় থাকে না”
–এমন সুন্দর যার নাম আর লেখনি শক্তি, তার জন্য হাজার জন অপেক্ষায় নয় প্রতীক্ষায় থাকবে।। (y) -{@
নীলাঞ্জনা নীলা
তাই নাকি ? এই নাম আর লেখার জন্যে প্রতীক্ষা ! ফেসবুকে লাখ লাখ ফেক আইডি আছে এই নামে কিন্তু…ধরা খায় আসলগুলো… 🙁
প্রত্যাবর্তন
যাপিত আটপৌরে জীবনের নির্মম কিছু বাস্তবতার খন্ডচিত্র আবেগের হাত ধরাধরি করে কবিতায় উপস্থাপিত ।