শেকড়

নীলাঞ্জনা নীলা ২১ অক্টোবর ২০১৩, সোমবার, ০৮:০৩:২৫অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

আমি জানি আমার জন্যে কেউ আবেগ নিয়ে অপেক্ষায় থাকে না
তাই কোনো তাড়াও থাকেনা ঘরে ফেরার
একটা দায়িত্ত্বভরা কলস আছে ,
ওটার ভেতর জল রাখি—
আর একটা মাঝারী আকারের গাছ আছে
সেই গাছে জল দেই রোজ ।
দিতে হয় ।
কারণ ওই গাছটাকে আমি-ই তো নিয়ে এসেছি ।
ভুলে গেছি আমার চাওয়া-পাওয়া ,
শুধু দেখি একটুকরো আকাশ
জানালার ফাঁক থেকে…
এই জানালাটাও আমার নয় ।
যে কোনোদিন , যে কোনো সময় এই জানালায় আর কারো পর্দা ঝুলবে ।
আমাকে বারবার উপড়ে ফেলা হয় ,
এখান থেকে সেখানে ।
কেউ বলেনা থাকুক না ও ওর শেকড়টা নিয়ে !
অযাচিতভাবে প্রতিদিন-প্রতিক্ষণ অপেক্ষা করি ,
কেউ একজন আসবে মশাল নিয়ে হাতে—
মনের ভেতর জমে থাকা অন্যায়-দূর্নীতি সবকিছুকে এক নিমিষে লন্ডভন্ড করে দেবে ।
স্বপ্ন দেখি আমার তপোবন আমাকে একটা শেকড় দিয়েছে
বড্ড এলোমেলো একটা জীবন ।
আনন্দ করতে গেলে কারণ দর্শাতে হয়
মাথার ওপর অভিভাবক নামের পদমর্যাদার কাছে ।
ভালোবাসতে গেলে ভাবতে হয় ,
স্বপ্ন দেখতে গেলে হিসেব দিতে হয় ,
হাসি দিতে গেলে কারণ খুঁজতে হয় ।
তবুও বলি ভালো আছি ,
ভালো রাখি যে কোনো মূল্যে ।
সমাজ দেখেনা মানুষের আবেগ
স্বজন যাদের ভাবি , তারা অনুভব করেনা আমাকে ।
তারপরেও ছুটে চলি , চলছি , চলবো ।

হ্যামিল্টন , কানাডা
৩০ সেপ্টেম্বর , ২০১৩

৯৪০জন ৯৪০জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ