
অস্তিত্বের অনন্ত-বৈভব নিয়ে ভাবি না,
শ্রেণীবদ্ধ চিকন চিকন সুখ এখন অসুখের মত লাগে,
বৈদিক ঋষির মত ধ্যানী বৃক্ষ হতে ইচ্ছে করে না,
তূণীর থেকে তীর তুলে অলক্ষ্যে লক্ষ্য ভেদ ভালোলাগে না।
কাশফুল-বনে লুকোচুরির ছলে আচমকা চেপে রাখা ইচ্ছেটি
প্রবহমান করতে আর ইচ্ছে করে না, সামান্য খুনসুটি উপেক্ষা করে,
শরীর মনের তীব্র জ্বলুনির জলজ বিস্তারে;
নিশি-পুকুরে জোনাকির আলোক রেখায় তন্ময় হতে ইচ্ছে করে না।
আলোহীন আকাশহীন এ সময়ে এফোঁড়-ওফোঁড় হয়ে
বৃষ্টি-বিদ্ধ হতে শুধুই ইচ্ছে করে।
ছবি নেটের
৩২টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
মনের ভিতর বাসা বাঁধে
বৃস্টি হওয়ার ইচ্ছে
আলোহীন শহরে
কাশফুল বনেরে।
ভালই লাগলো। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
একটু বৃষ্টি না হলে আমাদের চলেই না। বৃষ্টি চাই অঝোরে।
ভাল থাকবেন ভাই।
সুপর্ণা ফাল্গুনী
এতো সুন্দর সুন্দর ইচ্ছা গুলো বাদ দিয়ে শুধুই বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে? জানি এখন কোন কিছু স্বাভাবিক লাগছে না। ভালো থাকবেন
ছাইরাছ হেলাল
বৃষ্টি এখানে মুক্তির সোপান।
সব কিছু ফেলে তার-ই সান্নিধ্য চাই।
ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
আলোহীন আকাশহীন এ সময়ে
তীব্র বজ্রের স্পৃষ্টে এফোঁড়-ওফোঁড় হচ্ছে
কতশত মানুষের তরতাজা প্রাণ
যেখানে জীবনের ঝুঁকি আছে
সেখানে এমন ইচ্ছে মেনে নিচ্ছি না/নেবো না
আপনার কী মন খারাপ?
কবিতায় চাপা অভিমানের
আভাস পাওয়া যাচ্ছে
ছাইরাছ হেলাল
লেখা লেখকের, কিন্তু লেখা লেখক না।
এমন করে বোঝা যায় না।
দুষ্টুমি করে লেখা। আপনাকে এর বেশী বলা যাবে না।
ভাল থাকুন।
আরজু মুক্তা
বৃষ্টি, থেকো না দূরে। গাছ, ফুল ফল সব টাকে জাগিয়ে তোল। বক গুলো বাঁশের শাখায় যে লুকিয়ে আছে জোড়সরো হয়ে। এবার তাদের নিয়ে কাব্য হবে।
ছাইরাছ হেলাল
আপনি মন্তব্যে এত এত লিখেছেন!!
চাই বৃষ্টি আসুন গগন জুড়ে,
অপেক্ষা করি আপনার বৃষ্টি কাব্যের।
সাদিয়া শারমীন
বৃষ্টি হতে আসলে সবারই ইচ্ছে করে ।আর সত্যিই যদি সে ইচ্ছে পূরণ হতো তবে কি ভালোই না হোতো!
ছাইরাছ হেলাল
ইচ্ছে পুরণের সোপান এই বৃষ্টি।
আমরা এই বৃষ্টির অপেক্ষা-ই করি।
নিরাপদে থাকুন।
শামীম চৌধুরী
বাবারে..!! কি কঠিন শব্দগুলো। অর্থ বুঝার ক্ষমতা আমার নাই। তারপরও ভাল লাগে পড়তে।
চিকন চিকন সুখ যদি অসুখের কারন হয় তবে ভাইজান একটু পুষ্টিকর খাবার দিয়ে মোটা তাজা করলে কি সুখ পাবো না? 😁
অসম্ভব ভাল লাগা একটি কবিতা।
দোয়া ও শুভ কামনা রইলো ভাইজান।
ছাইরাছ হেলাল
কুন কঠিন না, চুপি চুপি আপনাকে বলি, এই দুষ্ট দুষ্ট লেখা, মন দিয়ে আবার পড়ুন।
লেখক এখানে শেষের নাইনে প্যাসিভ, তার উপর কেউ চড়াও হোক তা সে চায়।
অনেক ধন্যবাদ, বুঝতে আপনাকে হবেই, ছাড়াছাড়ি নেই।
হা হা হা।
ভাল থাকুন।
ফয়জুল মহী
পরিপাটি লেখা । ভালোবাসা ও শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আপ্নার জন্য ও শুভ কামনা।
ভাল থাকবেন।
হালিম নজরুল
আলোহীন আকাশহীন এ সময়ে এফোঁড়-ওফোঁড় হয়ে
বৃষ্টি-বিদ্ধ হতে শুধুই ইচ্ছে করে।
——সুন্দর কথা।
ছাইরাছ হেলাল
কবির চোখ বলে কথা!
ঠিক জায়গায় ঠিকরে পরেছে!
ভাল থাকবেন কবি।
হালিম নজরুল
আপনার কবিতা পড়লে ভাল থাকি।
ছাইরাছ হেলাল
শুধুই ভালোলাগা।
তৌহিদ
যে প্রচন্ড তাপদাহ চলছে রাতে একপশলা বৃষ্টি খুব প্রয়োজন। অস্থির লাগছে অসহ্য গরমে ভাইয়া।
ছাইরাছ হেলাল
আসলেই যে অবস্থা তাতে বৃষ্টি ছাড়া বাঁচার উপায় নেই।
সাবধানে থাকবেন আপনি।
বন্যা লিপি
অনন্ত খরদাহের দহনে পুড়ছে কাশের বন,পুড়ছে চিকন সুখের বৈরাগ্য; ইচ্ছের ফেরিওয়ালা যাচ্ছে বেচে হরেক রঙের লেইস ফিতা আলতা চুড়ি; এসব কিছুই চাইনা।
আকাশ ভেঙেচুরে বৃষ্টি নামুক!
ইচ্ছেরা ভিজুক বৃষ্টির শীতলে।
ছাইরাছ হেলাল
একটু বৃষ্টি-মুক্তি আমাদের সত্যি-ই প্রয়োজন, এ সময়ে।
অনেক সুন্দর করে বলার জন্য ধন্যবাদ।
সুরাইয়া নার্গিস
চমৎকার লেখা, সত্যি পড়ে মুগ্ধ হলাম।
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ।
জিসান শা ইকরাম
বৃষ্টি-বিদ্ধ হলে কি আলো আসতে পারে?
আকাশহীন অবস্থাটা কেমন আবার!!
ছাইরাছ হেলাল
বৃষ্টি আপনাকে খেয়ে দিলে অবশ্যই আলো আসার সুখ পাবেন!!
সব ফকফকা হয়ে গেলেই আকাশ-ফাকাশ কিচ্ছু লাগে না।
কামাল উদ্দিন
মানুষের জীবনে সুখগুলো অসুখ মনে হয় তখনি, যখন আরো বড় কোন সুখের দিকে দৃষ্টিপাত করে, আপনার বেলায়ও হয়তো তেমনই কিছু ঘটছে……….শুভ রাত্রি।
ছাইরাছ হেলাল
সুখ আর অসুখের মাঝে তফাৎ প্রায় নেই নেই এর মত।
নিরাপদে থাকুন।
কামাল উদ্দিন
ধন্যবাদ বড় ভাই, ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
আপনি ও ভাল থাকবেন।
সঞ্জয় মালাকার
আলোহীন আকাশহীন এ সময়ে এফোঁড়-ওফোঁড় হয়ে
বৃষ্টি-বিদ্ধ হতে শুধুই ইচ্ছে করে।
ভালো থাকবেন প্রিয় দাদা শুভ কামনা।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ দিলাম।