
এখন এখানে (তখন-ও) চাওয়ার কিছু ছিল না,
দিকচক্রবালে-ও না,
পাওয়া পাওয়া গুলো উত্তাল উত্তাপ পায়নি
এখন-ও তখন-ও;
তবুও
হৃদয় থাকে, হৃদয় আছে বলেই,
সকালে সকাল আসে, সন্ধ্যায়-ও সকাল আসে,
আসে দেরি করেও;
নিরন্তর এই আসা আসা, যাওয়া যাওয়া,
আসা-যাওয়ার ছলে, ছল করে;
তবুও আমরা আসি, যাই-ও,
নূতন নূতন করে আসি, যাই, আসি-ও না, যাই-ও না।
সময়ের সীমান্তে দাঁড়িয়ে অফুরান নিস্তব্ধতার ধীরতা,
আধারের আঁচ নিয়ে, পা-ফাটা শীতের প্রত্যাশা,
মায়াবীর মোহন উরু ঘেঁষে।
ছবি নেটের।
২১টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আসা-যাওয়া দোলে , সুন্দরের মোহন সুখে চলি যেতে হবে যেতেই হবে ভুলে মন থেকে কাম্য ছিলো ইহা। কেমন আছেন কবি ভাই। জিসান ভাই কেমঅন আছেন?
ছাইরাছ হেলাল
আমরা সবাই ভাল আছি, আল্লাহর ইচ্ছেয়। দোয়ায় রাখবেন।
আসা আর যাওয়া এই তো জীবন।
আপনিও ভাল থাকবেন।
মোঃ মজিবর রহমান
ইনশা আল্লাহ ভালো আছি সবাই ভালো থাকি।
খাদিজাতুল কুবরা
সাইরাস ভাইয়া সত্যি বলছি, আজ আমার বোনের সাথে আপনার কথা মানে কবিতার কথা বলছিলাম। বলছিলাম কি সুন্দর লিখেন আপনি!
পেজে লেখা না পেয়ে আইডি খুঁজলাম কিন্তু পেলাম না। বিধাতা ঠিক বুঝতে পেরেছিলেন যে আমার আপনার লেখা পড়তে খুব ইচ্ছে করছিলো। তাই পেয়ে গেলাম। সরাসরি আইডি কিভাবে পাবো কে বলে দেবে।
“শীত আসে শীতে ” আমার ও তাই মনে হয়। শীত মানে শীত নয়, ভোগান্তি পোহানোর নাম ও শীত।
খুব ভালো থাকুন এ প্রার্থনা করি।
মনির হোসেন মমি
সুন্দর কবিতা।শীতের উষ্ণতা ছড়ায়।
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকবেন অনেক। মনির ভাই।
ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
“He knoweth that which is said openly……….” 21:11o.
আমার লেখা খুঁজে পাওয়ার সহজ পথ, আমি তো আপনার লেখায় মন্তব্য করি, সেখানে আমার নামে ক্লিক করবেন।
কেউ পড়ে শুনলে লেখক অবশ্যই আনন্দিত হয়।
কিছু ভোগান্তি তো নিতেই হবে, আনন্দ ও তো কম না শীতের প্রকৃতিতে।
ধন্যবাদ আপনাকে।
“May the blessing of God and His abundant peace be upon our master, Muhammad,
and his family.”
খাদিজাতুল কুবরা
কৃতার্থ হলাম।
যখনই মন চাইবে পড়ব।
ছাইরাছ হেলাল
নিরন্তর শুভেচ্ছা আপনাকে।
হালিমা আক্তার
শীতে যদি শীতের আঁচ না থাকে, শীতের আমেজ হারিয়ে যাবে। শীতের পরই তো বসন্তের আগমন।
ছাইরাছ হেলাল
অবশ্যই অবশ্যই, শীতেই শীত চাই, এর পর বসন্ত-ও।
শুভেচ্ছা।
আলমগীর সরকার লিটন
শীত উষ্ণতার শুভেচ্ছা রইল কবি দা
ছাইরাছ হেলাল
আপনি ভাল থাকবেন।
ধন্যবাদ।
কামাল উদ্দিন
বেশ জটিল মনে হলো, কি বুঝতে পারলাম না তাও বুঝতে পারছিনা, তবে আমি নিশ্চিৎ ইহা একটি ভালো কবিতা……..শুভ সকাল।
ছাইরাছ হেলাল
আর কত ফাঁকিবাজি হবে!
অনেক দিন পরে হলেও আপনাকে দেখে ভালো লাগছে।
ভাল থেকে সাথে রাখুন।
সুপর্ণা ফাল্গুনী
আসা-যাওয়া, থাকায় থাকায় কেটে যায় -এই নিয়ম নীতি চলছে, চলবেই। শীত আসে শীতে, বসন্ত আসে বসন্তে। ব্যর্থতা, সফলতা মেনে নিয়েই তো চলছি। বিজয় দিবসের অফুরান শুভেচ্ছা
ছাইরাছ হেলাল
এই তো জীবন, আসা ও যাওয়ার, শীতের ও বসন্তের।
আপনাকেও বিজয়ের শুভেচ্ছা।
লেখা শুরু করুন আবার।
সাবিনা ইয়াসমিন
শীত আসে শীতে যায় এভাবেই চলমান ঋতুচক্র,
মানুষ মনে রাখে, মনে থাকে প্রকৃতির মতো।
ছাইরাছ হেলাল
হ্যা, আমরা এই ঋতুদের মতই আসি যাই- ও।
এটাই নিয়ম।
ধন্যবাদ পড়ার জন্য।
বোরহানুল ইসলাম লিটন
অতুলণীয় সমাপ্তি।
আসা যাওয়াই ধরণীর খেলা
হেমন্তের পরে শীত,
দুখের শেষে অন্তরে জাগে
খুশিতে যেমন গীত।
অশেষ মুগ্ধতায় শুভ কামনা রেখে গেলাম পাতায় আন্তরিক।
ছাইরাছ হেলাল
ছন্দের সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ,
ভাল থাকুন।