পৌছে দিও শিক্ষা নামক শব্দ গুলো
দূর দূরান্তর পথে,
সচল হবে আচল মায়া,জ্ঞান হবে পথে!
শাসক হবে পিতা মাতা,
ছেলে মেয়ের কাছে!
জ্ঞান হবে ভক্তি,
চাওয়া পাওয়ার থাকতে হবে
সীমা নিয়ম নতি?
ছেলে কিংবা মেয়ে হোক…
হোক না বাবা ধনী,
ধন কে তুমি পুঁজি করে,মৃত্যু করনা সঙ্গী!
শিক্ষা ধরো সমাজ গড়
পথেই জ্ঞান হবে সঞ্চয়…
পিতা মাতা ধন্য হবে
হবে তোমার পরিচয়?
তুমি হবে ক্লাস সেরা
দশের মাঝে এক,
বাইক কিংবা, মোবাইল তোমার
দুটোই হবে ফেইক।
শিক্ষাটাই হবে তোমার
পিতা মাতার প্রেম!
১৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
পিতা মাতাকেই আদর্শ মানতে হবে,
অলীক কিছুর হাতছানি এড়িয়ে।
সঞ্জয় মালাকার
হুম , ঠিকই বলেছেন ভাইয়া
পিতামাতে আদর্শ মানেতে হবে নিঃসন্দেহে ।
ধন্যবাদ ভাইয়া দুপুর বেলার শুভেচ্ছা রইলো 🌷🌷
রেহানা বীথি
ভালো লাগলো
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু- আরও ভালোলাগা রইলো
শুভকামনা🌹🌹
মাছুম হাবিবী
অনেক সুন্দর একটি কবিতা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইয়া, ভালো লাগা রইলো,
ভালো থাকবেন।
তৌহিদ
শিক্ষা ধরো সমাজ গড়
পথেই জ্ঞান হবে সঞ্চয়…
পিতা মাতা ধন্য হবে
হবে তোমার পরিচয়?
সুন্দর লিখেছেন সঞ্জয়। এরপরে আর কিছু বলার থাকেনা। ভালো থাকবেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইয়া আমি মোহিত হলাম,
আপনিও ভালো থাকবেন নিরন্তর কামনা রইলো।
মনির হোসেন মমি
শিক্ষাই আলো আলোই জীবন।খুব ভাল লাগল কবিতাটি।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ আরও ভালোলাগা রইলো
ভালো থাকবেন।
জিসান শা ইকরাম
প্রকৃত শিক্ষার বিকল্প নেই। ভাল লিখেছেন।
সাশকে শব্দটি নতুন লাগলো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ বড় ভাই
শাসক হবে , সাশকে লিখাটি ভুল হয়েছে
আমি ঠিক করে নেবো। ভালো থাকবেন ভাইয়া।
রাফি আরাফাত
ব্যাতিক্রম ধর্মী এক কথায় ভালো লাগার মতো কিছু একটা
সঞ্জয় মালাকার
ধন্য যোগ্য হলাম…
অজস্র ধন্যবাদ ভাইয়া
ভালো থাকবে।
রাফি আরাফাত
ভালো থাকবেন ভাই
শামীম চৌধুরী
শিক্ষাটাই হবে তোমার
পিতা মাতার প্রেম!
আর শিক্ষাটাই হবে আমাদের ভালো মানুষ গড়ার হাতিয়ার।
খুব ভালো লাগলো। আরো কবিতা চাই।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইয়া
আমি আনন্দিত হলাম ।
শুভ কামনা ও ভালো লাগা রই।
আরজু মুক্তা
নিজেরা আলোকিত হলে,পিতামাতাও আলোকিত হবে।
ভালো লাগলো।শুভেচ্ছা অবিরাম
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু ধন্য যোগ্য হলাম
শুভ কামনা 🌹🌹